|| মুভি রিভিউ || Jabariya Jodi ||
আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে একটি ভারতীয় মুভি রিভিউ করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।
মুভির তথ্য
মুভি | Jabariya Jodi |
---|---|
পরিচালক | প্রশান্ত সিং |
অভিনয় | সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া, জাভেদ জাফেরি, সঞ্জয় মিশ্র সহ আরও অনেকে |
প্রযোজক | আকাশ সিং ভাদৌরিয়া |
দেশ | ভারত |
প্লাটফর্ম | ZEE5 |
দৈর্ঘ্য | ২ ঘন্টা ১৬ মিনিট |
মুক্তির তারিখ | ৯ আগস্ট, ২০১৯ |
মুভির সংক্ষিপ্ত ঘটনা
গল্পের শুরুতেই দেখানো হয় অভয় এবং বাবলি ছোটবেলা থেকেই একে-অপরকে ভলোবাসে তবে বাবলি আর তার পরিবার সেখান থেকে সিফট হয়ে অন্য জায়গায় চলে যায় । তারপর বাবলি বড় হয়ে তার পরিবারসহ আবারো আগের বাড়িতে থাকতে চলে আসে এবং সে এখানে আবারো বসবাস শুরু করে দেয় ।
অভয় বড় হওয়ার পর তার বাবার ব্যবসায় কাজ করতে থাকে তার বাবার ব্যবসাটি অনেকটা এরকম ছিল গ্রামের মধ্যে যাদের যৌতুকের জন্য বিয়ে হতো না তাদেরকে সাহায্য করত । সাহায্য করতো বলতে গ্রামের মধ্যে যদি কোন বরপক্ষ প্রচুর পরিমাণ যৌতুকের দাবি করে আর কনে পক্ষের সেই পরিমাণ যৌতুক যদি দেওয়া সামর্থ্য না থাকে তখন কনে পক্ষের থেকে কিছু টাকা নিয়ে জোর করে তাদের মধ্যে বিয়ে দেওয়া হতো । তেমনি একদিন অভয় জোর করে বিয়ে করতে গিয়েছিল গ্রামের আরেকটি বাড়িতে তখন সে বাবলিকে দেখতে পায় এবং তারা দুজনেই দুজনের সাথে কথা বলে ।
কথা বলা থেকেই তাদের মধ্যে আবারও আগের মতো ভালোবাসার সম্পর্ক হয় এবং সেটা এগোতে থাকে তবে একদিন বাবলির বাবা সেটা সম্পর্কে জানতে পারে । তাই বাবলির বাবা বাবলির জন্য অন্য আরেকটি ছেলের সম্বন্ধ নিয়ে আসে কিন্তু ছেলের পরিবার অনেক পরিমাণ যৌতুক দাবি করে তাই বাবলির বাবা অভয়ের বাবার কাছে যায় বাবলির বিয়ে যেনো যৌতুক ছাড়াই হয়ে যায় । আর সেই দায়িত্ব অভয়ের বাবা অভয়ের ওপর দিয়ে দেয় অভয়ও মনে করতে থাকে বাবলি তার সাথে সুখী থাকবে না তাই সে নিজেই বাবলির বিবাহের ব্যবস্থা করে আর বাবলিও এতে কোন প্রকার বাধা দেয় না কেননা অভয় মানতেই চাচ্ছিল না যে বাবলি তার সাথে সুখে থাকতে পারবে । অভয় মনে করেছিলো বাবলির পাত্র অনেক ভালো হবে তবে সে ভুল ছিলো তাই অভয় সেই বিয়ে ভেঙে দেয় এবং সে আস্তে আস্তে আবারো বাবলির প্রেমে পড়ে যায় আর সে চিন্তা করতে থাকে বাবলিকে বিয়ের প্রস্তাব দেবে কিন্তু বাবলি অভিমানে বাবলি তার বন্ধুর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এতে অভয়ও অভিমান করে অন্য একজনকে বিয়ে করার এবং তাদের বিয়ের তারিখ ও একই দিনে হয় ।
বিয়ের দিন অভয়ের মা অভয়কে ভালোকরে বুঝায় সে যেন বাবলিকে বিয়ে করে এবং অভয়ও মনে করতে থাকে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে তাই সে বাবলির বিয়ের মন্ডপে চলে যায় এবং বাবলিকে নিয়ে আসতে চায় তবে অভয় যে পাত্রীকে বিয়ে করতে চেয়েছিল সেই পাত্রীর পরিবারের লোকেরা অভয়কে নিয়ে যেতে আসে তবে অভয়ের পিতা আর অভয় সেটাকে প্রতিরোধ করে ফেলে এবং বাবলি ও অভয়ের বিয়ে হয়ে যায় । বিয়ের পর অভয় এবং অভয়ের বাবা তাদের পুরনো ব্যবসা কে বন্ধ করে দেয় এবং এরই মাধ্যমে একটি হ্যাপি এন্ডিং হয় । ধন্যবাদ আপনাদের সবাইকে । আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পোস্টে ।
IMDb রেটিং : ৪.০
ব্যক্তিগত রেটিং : ৭.৫
মুভির ট্রেলার
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | মুভি রিভিউ |
---|---|
ডিভাইস | vivo V27e |
সংস্করণ | Android-15 |
পর্যালোচক | @bokhtiar1444 |
অবস্থান | কিশোরগঞ্জ, ঢাকা |
Twitter
Quotes :
Retweete & react :
Tweet comment :
Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1939697513071886627?t=qrH8WUjm9qnyN2jFK0inLg&s=19
Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/363341699
Pussfi boost :