||মুভি রিভিউ|| Hit The Third Case ||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে একটি ভারতীয় মুভি রিভিউ করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।



1000093685.jpg

সোর্স


মুভির তথ্য


মুভিHit The Third Case
পরিচালকশৈলেশ কোলানু
অভিনয়নানি, শ্রীনিধি শেঠি সহ আরো অনেকেই রয়েছে
প্রযোজকনানি, প্রশান্তি ত্রিপিরিনেনি, এস. ভেঙ্কটারথনম
দেশভারত
প্লাটফর্মসিনেমা হল
দৈর্ঘ্য২ ঘন্টা ৩২ মিনিট
মুক্তির তারিখ০১ মে ২০২৫

মুভির সংক্ষিপ্ত ঘটনা


মুভির মধ্যে নানি একজন পুলিশ অফিসার, মুভির শুরুতেই আমরা দেখতে পাই নানিকে কোর্টের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আর কোর্ট থেকে তাকে জেলের মধ্যে নেওয়া হয় । জেলের সবাই তার প্রতি ক্ষিপ্ত ছিলো কেননা বেশিরভাগ অপরাধী তার কারনে জেলের মধ্যে এসেছিলো । যার কারণে জেলের সবাই নানিকে শেষ করার জন্য তার পেছনে লেগে যায় কিন্তু জেলের একজন প্রভাবশালী ব্যক্তি সেটাকে থামিয়ে দেয় এবং নানিকে নিয়ে তার রুমের মধ্যে যায় তারপর নানিকে জিজ্ঞাসা করে জেলের মধ্যে কিভাবে এসেছে তারপর থেকে নানি তার জেলের মধ্যে আসার গল্প বলতে শুরু করে ।


1000093673.jpg

1000093671.jpg


ট্রেলার থেকে নেওয়া স্ক্রিনশট


গল্পের শুরুতে দেখতে পাই নানি একজন অপরাধীকে গোপনে ছুরির আঘাতে শেষ করছে এবং সেটার একটা ভিডিও তৈরি করছে এবং সে প্রমাণগুলোকে বেশ ভালোভাবেই নষ্ট করে ক্রাইম স্পট থেকে চলে এসেছিলো । তারপর সে যখন থানায় চলে যায় তখন তারই কাধে এই ক্রাইম ইনভেস্টিগেশন এর দায়িত্ব পড়ে, আর সে ক্রাইম স্পটে গিয়ে এমন ভাব করছিল যেন সে কিছুই করে নি । তারপর সে দ্বিতীয় আরেক জন অপরাধীকে জঙ্গলের মধ্যে নিয়ে এসে ঠিক একইভাবে শেষ করার পরিকল্পনা করছিল ঠিক তখনই তার পথের বাধা হয়ে দাঁড়িয়েছিল তারই ডিপার্টমেন্টের সাব-ইন্সপেক্টর । কিন্তু নানি সেই সাব-ইন্সপেক্টর কে বেঁধে তার আসল গল্প শোনাতে শুরু করে যে কেন সে এগুলো করছে ।


1000093675.jpg

1000093674.jpg

1000093676.jpg


ট্রেলার থেকে নেওয়া স্ক্রিনশট


তখন নানি সাব-ইন্সপেক্টর কে বলতে শুরু করে কয়েক মাস আগে তার কাছে একটি ক্রাইম কেস এসেছিল যেখানে এক মানসিক বিক্রিত লোক তার ভিকটিমকে উল্টো করে গাছের মধ্যে বেঁধে তাকে ছুরির আঘাতে শেষ করেছিল এবং তার অঙ্গ-প্রত্যঙ্গ গুলো এক জায়গায় পাঠিয়েছিল । যখন সে এই কেসটা নিয়ে আরো এগোচ্ছিল তখন সে জানতে পারে একই পদ্ধতি ব্যবহার করে আরো অনেক জায়গার মধ্যে একই ভাবে ভিকটিমদের শেষ করে দেওয়া হয়েছে । তখন সে বাকি জায়গা গুলোর মধ্যে গিয়ে ইনভেস্টিগেশন করতে করতে জানতে পারে ডিপ ওয়েব এর মধ্যে একটি ওয়েবসাইট রয়েছে যেখানে যুক্ত হতে হলে ভিকটিমদেরকে শেষ করার দুটি ভিডিও বানিয়ে তাদেরকে দিতে হবে আর ওয়েব সাইটের নাম হল সি টি কে । সি টি কে ওয়েব সাইটের সদস্যরা প্রতিবছর একসাথে একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত হত যার জন্য নানি তাদের ওয়েবসাইটের সাথে যুক্ত হতে চায় এবং সি টি কে ওয়েব সাইটের সকল মানসিক বিকৃত সদস্যদের সে শেষ করতে চায় আর এই সকল কথা শুনে সাব-ইন্সপেক্টর নানির সাথে যুক্ত হয়ে যায় এবং তারা একই সাথে কাজ করতে থাকে ।


1000093672.jpg

1000093677.jpg

1000093678.jpg


ট্রেলার থেকে নেওয়া স্ক্রিনশট


একটা সময় নানি সি টি কে ওয়েবসাইট এর সদস্য হয়ে যায় এবং সেখান থেকে একটি মেইল আসে সকল সদস্যের একত্রে সাক্ষাৎ করার, তাই নানি কোন কিছু চিন্তা না করে সেখানে চলে যায় এবং নানি গিয়ে সেখানে সকল সদস্যদের শেষ করে এবং সেখানে থাকা সকল ভিকটিমদেরকে ছাড়িয়ে নেয় । সবশেষে নানি এই সবকিছুর মাস্টারমাইনকে চিনতে পারে এবং তাকে শেষ করার জন্যই সে জেলের ভিতরে যায় আর গল্প তখন বর্তমানে চলে আসে আর আমরা দেখতে পাই নানি তার মিশনে সফল হয় ।

ধন্যবাদ আপনাদের সবাইকে । আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পোস্টে ।


IMDb রেটিং : ৭.৪
ব্যক্তিগত রেটিং : ৮.৫


মুভি ট্রেলার :


পোস্টের বিবরণ


ক্যাটাগরিমুভি রিভিউ
ডিভাইসvivo V27e
সংস্করণAndroid-15
পর্যালোচক@bokhtiar1444
অবস্থানকিশোরগঞ্জ, ঢাকা

1000080765.jpg

Sort:  
 2 days ago 
 2 days ago 

Quotes :

1000093657.jpg

Retweete & react :

1000093658.jpg

Tweet comment :

1000093659.jpg

Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1927280502483849658?t=6-oC5k9ZutmT1Fs8G2dBkA&s=19

1000093660.jpg

Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/360464872

1000093661.jpg

Pussfi boost :

1000093662.jpg

 yesterday 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি মুভির রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার শেয়ার করা মুভিটি আমি বেশ কিছুদিন আগে দেখলাম।তবে নানীর মুভি গুলো আমার কাছে অসাধারণ লাগে।বিশেষ করে এই মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ এত সুন্দর ভাবে মুভিটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।