|| মুভি রিভিউ || Dui Diner Duniya ||
আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে একটি বাংলাদেশি মুভি রিভিউ করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।
মুভির তথ্য
মুভি | Dui Diner Duniya |
---|---|
পরিচালক | অনম বিশ্বাস |
অভিনয় | তানিয়া বৃষ্টি, চঞ্চল চৌধুরী, রচি চৌধুরী, ফজলুর রহমান বাবু, শাকখো শহীদ সহ আরও অনেকে |
প্রযোজক | সাফাত চৌধুরী |
দেশ | বাংলাদেশ |
প্লাটফর্ম | চোরকি |
দৈর্ঘ্য | ১ ঘন্টা ২৫ মিনিট |
মুক্তির তারিখ | ১৩ অক্টোবর, ২০২২ |
মুভির সংক্ষিপ্ত ঘটনা
"দুই দিনের দুনিয়া" এমন এক গল্প যেখানে সময় আর মানুষের মূল্যবোধকে উপস্থাপন করা হয়েছে, মুভিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে কিছু সাধারণ মানুষ যারা সমাজের টিকে থাকার জন্য চেষ্টা করছে এবং প্রতিদিন পৃথিবীর সাথে লড়াই করছে বেঁচে থাকার জন্য ।
মুভির মধ্যে থাকা চরিত্র গুলো কখনো হতাশায় ডুবে যায় আবার কখনো জীবনের অর্থ খুঁজে পায় ছোট ছোট মুহূর্তে, কারো ভবিষ্যতের স্বপ্ন রয়েছে কারো আছে অতীতের কষ্ট আবার কারো চোখে জীবনের গভীরতা, জীবন একে অপরের সাথে জড়িয়ে আছে এবং তৈরি হয় টানাপোড়া, দ্বন্দ্ব, উপলব্ধি আর সম্পর্ক । এই মুভিটা আমাদেরকে মনে করিয়ে দেয় এই দুনিয়া অনেক ছোট এবং অস্থায়ী আর সেই ছোট্ট সময়ের মধ্যেই মানুষ অনেক বেশি চায় এবং সেগুলো পেতে গিয়ে অনেক কিছুই হারিয়ে ফেলে ।
ব্যক্তিগত মতামত
"দুই দিনের দুনিয়া" শুধুমাত্র একটি মুভি নয় এটি আমাদের সমাজ ব্যবস্থার বাস্তব রূপ তুলে ধরে, আমাদের মূল্যবোধ এবং আমাদের ক্ষণস্থায়ী জীবনকে ঘিরে একটি গভীর প্রশ্ন ছুড়ে দেয় । মুভিটির মধ্যে আফজাল হোসেন যেভাবে তার চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন সেটা দেখে মনে হবে সে যেন আপনার এই পাশে বসে আছে আর চঞ্চল চৌধুরীর অভিনয়ে মনে হবে আপনি যেন নিজেই কাহিনী গুলো দেখছেন এবং কাহিনীটা আপনার সাথে ঘটে যাচ্ছে ।
এই মুভিটা দেখার পর বারবার আমার একটাই কথা মনে হয় জীবন অনেক অস্থায়ী, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে আর আমাদের লোভ লালসা সবই অর্থহীন । মুভিটা দেখে আমার মনে হয়েছে পরিচালক আমাদেরকে প্রশ্ন করেছে এই দুইদিনে দুনিয়াতে আমরা কি রেখে যাচ্ছি? আমরা কি এমন কিছু করছি যেটা আমাদের মৃত্যুর পরেও কাজে দেবে । মুভির প্রতিটা দৃশ্য এত বাস্তব ভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে যেটা দেখে ভুলে যাবেন আপনি কোন মুভি দেখছেন, এ যেন আমাদের জীবনের এক বাস্তব রূপ । মুভির মধ্যে টাইম ট্রাভেল নিয়েও কিছু আলোচনা করা হয়েছে যেটা আপনাদের মাঝে সাসপেন্স তৈরি করবে আর মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই আবেগ প্রবল । ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকের মত এ পর্যন্তই, দেখা হবে নতুন কোন পোস্টে ইনশাআল্লাহ ।
IMDb রেটিং : ৭.২
ব্যক্তিগত রেটিং : ৯.৫
মুভির ট্রেলার
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | মুভি রিভিউ |
---|---|
ডিভাইস | vivo V27e |
সংস্করণ | Android-15 |
পর্যালোচক | @bokhtiar1444 |
অবস্থান | কিশোরগঞ্জ, ঢাকা |
Twitter
Quotes :
Retweete & react :
Tweet comment :
Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1942950348760678723?t=QIvoWfu48GCSal96DH8X2w&s=19
Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/363973476
Pussfi boost :