রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি । ফটোগ্রাফি আমার অনেক শখের জিনিস, আমি সবসময় ফটোগ্রাফি করার চেষ্টা করি, আমি আমার এই ফটোগ্রাফির দক্ষতা আরো বাড়াতে চাই যার কারণে আমি বেশিরভাগ সময় ফটোগ্রাফি করতে ভালোবাসি । আজকে আমি আপনাদের মাঝে আমার তুলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগবে ।

1000103096.jpg

1000103097.jpg

1000103095.jpg


ল্যান্টানা


ল্যান্টানা একটি গুল্ম জাতীয় ফুল, ছোট ছোট অনেকগুলো ফুল একসাথে গুল্ম আকৃতি ধারণ করে, এই ফুলের অনেকগুলো কালার হয় যেমন লাল, গোলাপি, সাদা তবে আমি লাল রঙের ফুলের ছবি তুলেছি । এই ফুলে তেমন কোন গন্ধ ছিল না, এই ফুলগুলো বসন্ত থেকে শুরু করে শরৎকালে সবচেয়ে বেশি ফুটে ।

1000103107.jpg

1000103106.jpg

1000103108.jpg


ক্রোটন


ছবিটিতে আপনারা যে গাছটাকে দেখতে পাচ্ছেন সেই গাছের নাম হল ক্রোটন, এই গাছের পাতাগুলোর রঙ সূর্যের আলোতে আরো গাঢ় হয় । এই গাছটার পাতার ধরন লম্বা, সরু, মোচড়ানো বা চওড়া হয় তবে আমি যে গাছটার ছবি তুলেছি সেই গাছের পাতা গুলো সরু ও লম্বা । এই গাছটি আমাদের কলেজের অফিসের সামনের বাগানে লাগানো, এই গাছগুলোর জন্য অফিসের আঙিনা বেশ সুন্দর দেখাচ্ছিলো । ধন্যবাদ আপনাদের সবাইকে । আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পোস্টে ।


ছবির বিবরণ


ডিভাইসvivo V27e
সংস্করণAndroid-15
ক্লিক@bokhtiar1444
অবস্থানকিশোরগঞ্জ, ঢাকা

1000080765.jpg

Sort:  
 4 days ago 
 4 days ago 

Quotes :

1000103583.jpg

Retweete & react :

1000103584.jpg

Tweet comment :

1000103585.jpg

Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1940421430015066531?t=PQQ4s6Bvq7NUGdpErAl-hQ&s=19

1000103586.jpg

Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/363493102

1000103587.jpg

Pussfi boost :

1000103588.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে ভাইয়া। তবে আরও কয়েকটি ফুলের ফটোগ্রাফি যুক্ত করলে আরো বেশি সুন্দর লাগতো। আপনি আপনার জায়গা থেকে সব সময় খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার চেষ্টা করেন।

 4 days ago 

আপনার এই ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণই ভালো হয়েছে।ক্রোটন গাছ আমি আগে বহুবার দেখেছি তবে নাম জানতাম না। বেশ ভালো লাগে এই গাছগুলি দেখতে। ধন্যবাদ আপনার এই পোষ্টের মাধ্যমে এই গাছের নাম জানতে পারলাম।

 3 days ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।

 3 days ago 

ভাইয়া আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে এরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে।বিশেষ করে আপনার তোলা প্রথম কার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার তোলা এই ফটোগ্রাফি গুলি ভীষণ সুন্দর হয়েছে দেখতে। ল্যান্টানা ফুল গুলো দেখতে বেশ সুন্দর। সামনাসামনি এই ফুলগুলো কখনো দেখার সৌভাগ্য হয়নি তবে ফটোগ্রাফিতে দেখে বেশ ভালো লাগে। আর ক্রোটন গাছটি আমি বাস্তবে অনেক দেখেছি তবে নাম জানতাম না। বেশ ভালো লাগলো এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে।

 2 days ago 

খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে যখন আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷

 2 days ago 

আজকে আপনার রেনডম ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আসলে কিছু কিছু ফটোগ্রাফি আছে দেখলে বারবার মন চায় দেখতে। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ। চমৎকার ফটোগ্রাফি এবং সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।