রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের হাতে তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে চাই, আশা করি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক ।


1000091982.jpg

1000091985.jpg

1000091983.jpg

1000091986.jpg


জবা


এই জবা ফুলগুলো আমার চাচার বাড়ির পাশের পুকুর পাড়ে রয়েছে, এই জবা গাছগুলো বেশ বিস্তৃত জায়গা নিয়ে হয়েছে প্রায় পুরো পুকুর পাড়ে এই জবা ফুলের গাছগুলো ঘিরে রয়েছে । বর্তমানে জবা গাছের মধ্যে জবা ফুলে ভর্তি হয়ে গেছে, বৃষ্টির পরে এই জবা ফুলগুলোকে দেখতে আরো সুন্দর দেখায় । জবা ফুলগুলোর ছবি তোলার সময় রৌদ্রের আলো সরাসরি ফুল গুলোর উপরে পড়ার কারণে আমার ক্যামেরার ফোকাস নিতে সমস্যা হচ্ছিল যার কারণে আমি একটু কষ্ট করে হলেও ছবিগুলো নিয়েছিলাম ।

1000092663.jpg

1000092667.jpg

1000092668.jpg

1000092673.jpg


মাশরুম


আমাদের এখানে বিগত কয়েকদিন ধরেই অনবরত বৃষ্টি হচ্ছিল, যার কারনে আমাদের বাড়ির আশেপাশে বেশ অনেকগুলো মাশরুম হয়েছে । মাশরুমের ছবি তোলার সময় আমি নিজে সতর্কতা অবলম্বন করছিলাম কেননা এই মাসরুমগুলো বিষাক্ত হতে পারে । বাড়ির আঙ্গনের মধ্যে যতগুলো মাশরুম তৈরি হয় সেগুলোর মধ্যে বেশিরভাগই বিষাক্ত হয় যার কারণে আপনারাও যদি মাশরুমের ফটোগ্রাফি করেন কিংবা এরকম মাশরুম দেখতে পান তাহলে এগুলোকে খাওয়া একদমই ঠিক হবে না ।

1000093013.jpg

1000093020.jpg

1000093024.jpg

1000093026.jpg


আকাশ


আজ বিকেল বেলায় হাঁটতে বেরোনোর সময় আমি সুন্দর বাতাস অনুভব করি, বিগত কিছুদিন বৃষ্টি হওয়ার পর আজ পুরো দিন রোদ ছিল যার কারণে প্রকৃতি আজ নতুন সাজে সেজেছিল । এই মন মুগ্ধকর প্রকৃতি দেখতে আমার বেশ ভালোই লাগছিল আর তখনি আমার নজর পড়ে আকাশের দিকে, অনেকদিন পর আজ সাদা আকাশ দেখলাম এই বিশাল আকাশ আমাকে সব সময় মুগ্ধ করে । আকাশের ছবি তুলতে আমার বেশ ভালোই লাগে, আকাশের পাখিগুলোকে উড়তে দেখতে অনেক ভালো লাগে । এই বিশাল আকাশকে দেখলে মনের দুঃখ দূর হয়ে যায়, প্রকৃতির সুন্দর উদাহরণ এই আকাশ ।

ধন্যবাদ আপনাদের সবাইকে । আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পোস্টে ।


ছবির বিবরণ


ডিভাইসvivo V27e
সংস্করণAndroid-15
ক্লিক@bokhtiar1444
অবস্থানকিশোরগঞ্জ, ঢাকা

1000080765.jpg

Sort:  
 6 days ago 
 6 days ago 

Quotes :

1000093050.jpg

Retweete & react :

1000093051.jpg

Tweet comment :

1000093052.jpg

Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1925907078863786053?t=tupga7p_15XVgD533hivNw&s=19

1000093053.jpg

Coin market cap Comment :

1000093054.jpg

Pussfi boost :

1000093055.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

ওয়াও ভাইয়া দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে মাশরুম ও জবা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে মাশরুমের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। মাশরুমের ফটোগ্রাফি গুলো দেখতে যেমন ভালো লাগছিল তেমন মাশরুমগুলো এবং তার পাশের পরিবেশ বেশ সুন্দর লাগছিল দেখতে। আপনার ফটোগ্রাফি দক্ষতা অনেক সুন্দর।

 4 days ago 

আপনার চাচার পুকুর পাড় জুড়ে চমৎকার সুন্দর লাল টুকটুকে জবা ফুল ধরেছে যা দেখে খুবই ভালো লাগছে।ঘাসের মাঝে মাশরুম গুলো দেখতে দারুণ লাগছে।নিল আকাশে সাদা মেঘের ভেলা দারুণ। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 4 days ago 

জবা ফুলটা বেশ চমৎকার সুন্দর এবং লাল। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো আপনি বেশ সুন্দর করছেন ভাই। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 days ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে সুন্দর দেখা যাচ্ছে৷ একই সাথে এই ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷