রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আশা করি, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি । ফটোগ্রাফি আমার ভীষণ প্রিয় একটি শখ—যার প্রতি আমার টান প্রতিনিয়তই বেড়ে চলছে । যখনই সুযোগ পাই, আমি চেষ্টা করি ক্যামেরার চোখ দিয়ে চারপাশকে নতুনভাবে দেখার । এই আগ্রহ আর ভালোবাসা থেকেই আমি চেষ্টা করছি নিজের ফটোগ্রাফি দক্ষতাকে আরও পরিণত করে তুলতে । আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার তোলা কিছু বিশেষ মুহূর্ত—ক্যামেরার ফ্রেমে বন্দি করা দৃশ্যগুলো, যা আমার চোখে সুন্দর লেগেছে । আশা করছি, আমার এই ফটোগ্রাফিগুলো আপনাদের মনে দাগ কাটবে এবং আপনাদের ভালো লাগবে ।
রক্তজবা
এটি একটি গুল্ম জাতীয় গাছ সাধারণত এটি তিন থেকে পাঁচ ফুটের মতো লম্বা হয়, গাছটির মধ্যে গাঢ় সবুজ পাতা এবং ঘন ডালপালা থাকে, গাছগুলোর পাতাগুলো ডিম্বাকার, মসৃণ ও টকটকে সবুজ হয় । গাছটিতে ছোট ছোট অনেকগুলো ফুল একসাথে একত্রিত হয়ে গুচ্ছ তৈরি করে, ফুলগুলো সাধারণত লাল টকটকে হয় বেশিরভাগ ক্ষেত্রে তবে এই প্রজাতির মধ্যে কমলা এবং লাল রঙের ফুল রয়েছে । গ্রীষ্ম এবং বর্ষাকালে ফুলটি সবচেয়ে বেশি ফোটে তবে উষ্ণ এলাকায় এই ফুলটি সারা বছরই ফুটতে দেখা যায় ।
চীনী মালতী
এই ফুল গাছটির নাম হল চীনী মালতী, এটি লতা বিশিষ্ট গাছ যার কারণে এটি অনেক উঁচু পর্যন্ত যেতে পারে কিন্তু এই গাছটি খোলা জায়গায় হয়েছে বলে এবং এই গাছটি ছোট হওয়ায় গাছটির মধ্যে তেমন লতা পাতা ছিল না । এই ফুলটির একটি বৈশিষ্ট্য হলো এটি রং বদলায় প্রথমে সাদা রঙের হয় এবং পরে গোলাপি এবং সব শেষে লাল টকটকে হয়, এটি বসন্ত এবং বর্ষাকালে বেশি ফোটে তবে উষ্ণ আবহাওয়ায় এটি সারা বছরই সজীব থাকে । এই ফুলটির গন্ধ সাধারণত সন্ধ্যা বেলা ছড়ায় এবং এই ফুলের ঘ্রাণ অনেক ভালো লাগে । ধন্যবাদ আপনাদের সবাইকে । আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো পোস্টে ।
ছবির বিবরণ
ডিভাইস | vivo V27e |
---|---|
সংস্করণ | Android-15 |
ক্লিক | @bokhtiar1444 |
অবস্থান | কিশোরগঞ্জ, ঢাকা |
Twitter
Quotes :
Retweete & react :
Tweet comment :
Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1944422254047354970?t=FTsloxFCRtGln2FFCCa4IA&s=19
Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/364416207
Pussfi boost :
ভাই আপনি আজকে সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফিগুলো একেবারে চমৎকার হয়েছে৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ তার পাশাপাশি এখানে আপনি যে রক্ত জবা ফুল এর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷