কুরিয়ারে পণ্য দেওয়ার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভালো আছেন । আল্লাহর রহমতে আমিও ভালো আছি ।


1000090956.jpg

আমার বন্ধু অনলাইন মার্কেটিং এর মাধ্যমে ঘড়ি বিক্রি করে, যার ফলে সব সময় তাকে কুরিয়ার সার্ভিসের লোকদের সাথে যোগাযোগ রাখতে হয় । কুরিয়ার সার্ভিসে কোন পণ্য কোথাও পাঠাতে হলে কুরিয়ার সার্ভিস থেকে একজন লোক এসে বাড়ি থেকেই পণ্যগুলো সংগ্রহ করে নিয়ে যায় তবে আজকে শুক্রবার জাতীয় ছুটির দিন হওয়ায় কুরিয়ার সার্ভিসের লোকটিকে কল করে জানতে পারলাম আজ সে আসতে পারবে না তবে আমরা যদি চাই তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের অফিসের মধ্যে গিয়ে পণ্যটি দিয়ে আসতে পারবো । আর আমার বন্ধুর পণ্যটিকে আজকেই দিয়ে আসতে হবে কারণ একদিন যদি দেরি হয়ে যায় তাহলে ক্রেতারা বিরক্ত বোধ করে, যার ফলে আমরা কঠিন গরমের মধ্যেও যাওয়ার সিদ্ধান্ত নেই ।

1000090961.jpg

1000090966.jpg

কুরিয়ারের অফিস আমাদের বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে হওয়ায় আমরা রিক্সা ব্যবহার করার সিদ্ধান্ত নেই কিন্তু প্রচণ্ড গরম হওয়ার কারণে রাস্তায় কোন রিক্সা পাচ্ছিলাম না যার কারণে আমরা হাঁটার সিদ্ধান্ত নেই । মাত্র ৩০০ মিটারের মতো হাঁটার পরে একটি রিক্সা পাই কিন্তু ৩০০ মিটার হাঁটার কারণে আমরা বুঝতে পারলাম যে আমরা যতটা অনুমান করেছিলাম গরম আজকে তার থেকেও বেশি । তবে রিক্সায় ওঠার পর গরমটা একটু কম অনুভব করছিলাম কারণ রিক্সার মধ্যে ওঠার পর রিক্সার গতির কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ বাতাস পাচ্ছিলাম।

1000090967.jpg

1000090976.jpg

কিছুক্ষণ পর আমরা কুরিয়ার সার্ভিসের অফিসে পৌঁছালাম, ওইখানে গিয়ে আমরা আমাদের পণ্যটিকে বুঝিয়ে দিয়ে আমরা আবার বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু এত গরম হওয়ার কারণে আমরা কোন প্রকার গাড়ি পাচ্ছিলাম না যার কারণে আমাদেরকে পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হলো আর আমরা গরম সহ্য করতে না পেরে কোমল পানিও খাওয়ার সিদ্ধান্ত নিলাম । কিছুক্ষণ পর আমরা একটি রিক্সা পাই এবং সেই রিক্সা করে বাড়িতে ফিরে আসতে থাকি । ফেরার পথেই আমার বন্ধুর বড় ভাইয়ের কল আসলো এবং সে বলল যে আমাদেরকে আরও একটি পণ্য দিয়ে আসতে হবে । তখন আমরা দুজনেই হতাশ হয়ে গেলাম কিন্তু কিছু করার নেই, তাই আমরা আবার বাড়ি গিয়ে পণ্যটিকে প্যাকেজিং করা শুরু করলাম ।

1000090984.jpg

1000090993.jpg

প্যাকেজিং করতে বেশ অনেকটা সময় লেগেছিল কারণ আমার বন্ধুর বাড়ির ওয়াইফাই কাজ করছিল না, যার কারণে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য ছিল না, তাই আমাদেরকে মোবাইল কল এর মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করতে হয়েছিল ।

1000090990.jpg

প্যাকেজিং শেষ করে আমরা আবার তৈরি হয়ে যাই আমাদের দ্বিতীয় পণ্যটিকে কুরিয়ার অফিসের মধ্যে দিয়ে আসার জন্য । পুনরায় এই প্রচন্ড গরমের মধ্যে আমরা রওনা হই এবং আমরা বাড়ি থেকে বেরিয়ে একটি রিক্সা দেখতে পাই এবং আমরা সেই রিক্সা দিয়ে কোরিয়ার অফিসের মধ্যে চলে যাই । তবে এইবার আমরা আর আগের মতো রিক্সা ছেড়ে দেওয়ার ভুলটি করিনি, আমরা রিক্সাটিকে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম । দুই মিনিটের মধ্যে আমরা আমাদের কাজ সেরে আবার ওই একই রিক্সায় করে সোজা বাড়িতে চলে আসলাম।

ধন্যবাদ আপনাদের সবাইকে । আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পোস্টে ।

1000080765.jpg

Sort:  
 3 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

Quotes :

1000091026.jpg

Retweete & react :

1000091027.jpg

Tweet comment :

1000091028.jpg

Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1920725469273436579?t=yk-ig2fesj_P3Jx7_up0RQ&s=19

1000090941.jpg

Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/358642121

1000090942.jpg

Pussfi boost :

1000090943.jpg