আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ২৭-০৭-২০২৫

in আমার বাংলা ব্লগyesterday (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

62F7F9DE-E283-4387-A056-11FBCAB92C61.jpeg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।

এ সপ্তাহে অ্যাক্টিভ লিষ্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি, কিন্তু সুপার অ্যাক্টিভ লিষ্ট থেকে অনেক দিন পর ১ জন ইউজার পাওয়া গিয়েছে। এছাড়া সকলেই কম বেশি বেশ ভালোই সাপোর্ট পেয়েছেন। সকলেই amarbanglablog, abb-school, shy-fox, hungry-griffin থেকে মোট দুটি, তিনটি, এমনকি অনেকেই ৪ টি বা ৫ টি করেও সাপোর্ট পেয়েছেন।এ সপ্তাহে সুবিধাবঞ্চিত ইউজার হচ্ছেন @bdwomen. যেহেতু তিনি এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাই তিনি আগামী সপ্তাহে shy-fox থেকে মোট তিনটি সাপোর্ট পাবেন।

সময়কাল : ২১ জুন ২০২৫ থেকে ২৭ জুন ২০২৫

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের সাপোর্ট দেয়ার সময়সীমা:

সময়কাল : ২৮ জুন ২০২৫ থেকে ০৪ জুলাই ২০২৫

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@bdwomen/postsshy-fox

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

আসসালামু আলাইকুম @tangera!

This weekly report from Amar Bangla Blog is fantastic! It's so important to highlight those quality contributors who might be slipping through the cracks. I love that you're proactively identifying and supporting users like @bdwomen who consistently create valuable content but may not be receiving the visibility they deserve.

This initiative showcases the true spirit of community support, and I commend your team's dedication to fairness and encouragement within Amar Bangla Blog. Keep up the excellent work in fostering a thriving and inclusive environment. I am resteeming this post so others can take note of Amar Bangla Blog's efforts to support great content creators.

 10 hours ago 

এই সপ্তাহে তো দেখছি সুবিধাবঞ্চিত একজন ইউজারকে খুঁজে পাওয়া গিয়েছে। তাকে সাপোর্টের আওতায় আনা হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 8 hours ago 

সবাই এখন কম বেশি সাপোর্ট পাচ্ছে জেনে বেশ ভালো লাগলো। তবে এ সপ্তাহে একজন ইউজার পাওয়া গেছে যিনি সাপোর্ট পাননি। তাকে সাপোর্ট এর আওতায় আনা হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ রিপোর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 hours ago 

অনেকদিন পর মাত্র একজন ইউজার পাওয়া গিয়েছে যিনি কম সাপোর্ট পেয়েছে। তাও আপনার এই উদ্যোগের মাধ্যমে পুনরায় সাপোর্ট পাবে। সত্যিই এটা কাজের প্রতি অনুপ্রেরণা দিয়ে থাকে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক।