টার্গেট ডিসেম্বর সিজন-৫|| ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি || Target December -50 STEEM power up|| by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি
- ১২, এপ্রিল ,২০২৫
- শনিবার
আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করছি।আমি পাওয়ার আপকে ভালোবাসি।
আমি প্রথমেই ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ কমিউনিটিকে" এতো সুন্দর একটি প্লাটফর্ম আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা বাংলা ভাষায় মনের ভাব সহজেই প্রকাশ করতে পারছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি পাওয়ার আপ করাকে সাধুবাদ জানায়। আমি বিগত তিন বছর যাবৎ পাওয়ার আপ করে চলেছি। যেটা আমার সাপ্তাহিক ইনকাম থেকে। আমার সাপ্তাহিক ইনকামের ৫০-৬০% পাওয়ার আপ করার চেষ্টা করি।যেটা প্রতিনিয়ত চলমান থাকবে সাপ্তাহিক হিসেবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর বিন্দু বিশেষ করে @rex-sumon ভাই @heroism প্রজেক্ট হাতে নিয়েছে। সেখানে যদি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের পাওয়ার মিলিত করি তাহলে ভোটিং ভ্যালু বৃদ্ধি পাবে।যা থেকে ভালো ভালো কন্টেন্ট গুলো সুবিধা পাবে।সেই জন্য আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করি।তার পাশাপাশি হিরোইজমে ডেলিগেশন করার চেষ্টা করি। সুমন ভাইয়ের সিদ্ধান্তে উপনীত হয়ে অনেকে ডিসেম্বরের লক্ষ্যে পাওয়ার আপ করে চলেছেন।যার যতটুকু সাধ্য অনুযায়ী পাওয়ার করে চলেছেন।টার্গেট ডিসেম্বর সিজন ফোর শেষ করে আবার সিজন-৫ চলমান রয়েছে। সবাই তার লক্ষ্য অনুযায়ী পাওয়ার আপ করে চলেছে।ভিত্তি নাহ থাকলে কোথাও টিকে থাকা সম্ভব নয়। ভিত্তি শক্তিশালী করার জন্য সবাইকে পাওয়ার আপ করা উচিৎ ।আমার টার্গেট এই বছরের মধ্যে ১৫,০০০ স্টিম পাওয়ার আপ করার। আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করবো।৫০ স্টিম পাওয়ার আপ করার পর লক্ষ্যে পৌঁছাতে ১৭৮৩ স্টিম বাকি রয়েছে। আমার সাপ্তাহিক ইনকাম এর অর্ধেকটা পাওয়ার আপ করার চেষ্টা করি । নিজের সক্ষমতা বৃদ্ধির জন্যই পাওয়ার আপ করা।
- আমার লিকুইড স্টিম রয়েছে প্রায় ৫৯+ স্টিম। আর স্টিম পাওয়ার রয়েছে ১৩,১৬৩ স্টিম। আমার লিকুইড স্টিম থেকে প্রায় ৫০ স্টিম পাওয়ার আপ করবো।
- আমার লিকুইড স্টিম থেকে ৫০ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি।
- আমার আগে স্টিম পাওয়ার ছিল ১৩,১৬৩ স্টিম। পাওয়ার আপ করার পর এখন স্টিম পাওয়ার হয়েছে ১৩,২১৩ স্টিম।আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mahmudrr_r/status/1911117230173261954?t=aOCf6ijE2d47VFCu2lokyQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1911116178308895153?t=Q5JGEkiE00hnnKKPEaZsbQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1911116740186247247?t=gF24d09RTHOVNFqVSDDtSg&s=19
https://x.com/mahmudrr_r/status/1911117695405408463?t=3IvtmbfuEoWkFmyWT-XEfg&s=19
https://x.com/mahmudrr_r/status/1911118112818380907?t=i_E4VOpLC_kFCROPlAG5bA&s=19
https://x.com/mahmudrr_r/status/1911118644576501997?t=Eo81tkqeg6okEUpjdzKvPQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1911119219191947338?t=lf_MyEvv_NcJgCJPTvVC0g&s=19
https://x.com/mahmudrr_r/status/1911119716233674901?t=jGKhFxFkSM2BxRXfvBArxA&s=19
যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আপনি এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনার আজকের করা পাওয়ার আপ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। সব সময় আপনি এরকম ভাবেই পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যান।
আমরা যদি প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করি, তাহলে আমরা নিজের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করতে পারবো। পাওয়ার আপ আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবার উচিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। আপনার আজকের করা পাওয়ার আপ দেখে যেমন ভালো লেগেছে তেমনি উৎসাহিত হয়েছি।
এখন প্রতি সপ্তাহে দেখি আপনি পঞ্চাশ স্টিম করে পাওয়ার আপ করেন। আজকে ওআপনি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য ৫০ স্টিম পাওয়ার আপ করলেন। পাওয়ার আপ করে নিজেকে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। তবে আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ ১৫০০০ এসপি খুব সহজে পূরণ করতে পারবেন।
আপনি ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১৩,২১৩+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি এই সিজনে আপনি ১৫,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
দীর্ঘস্থায়ী কাজ করার লক্ষ্যে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই৷ আজকে আপনি আপনার টার্গেটকে সামনে রেখে ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লেগেছে৷ একইসাথে আপনার একাউন্টের সক্ষমতাও বৃদ্ধি পেয়ে করে ফেলেছেন৷ তেমনি আপনার টার্গেট এর দিকে আপনি একটা এগিয়ে গেলেন৷ শুভকামনা রইল আপনার জন্য৷
একাউন্টঃ @ripon40
পাওয়ার বৃদ্ধিঃ =0.379853%