টার্গেট ডিসেম্বর সিজন-৫|| ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি || Target December -50 STEEM power up|| by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি
- ১৮, এপ্রিল ,২০২৫
- শুক্রবার
আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করছি।আমি পাওয়ার আপকে ভালোবাসি।
আমি প্রথমেই ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ কমিউনিটিকে" এতো সুন্দর একটি প্লাটফর্ম আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা বাংলা ভাষায় মনের ভাব সহজেই প্রকাশ করতে পারছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি পাওয়ার আপ করাকে সাধুবাদ জানায়। আমি বিগত তিন বছর যাবৎ পাওয়ার আপ করে চলেছি। যেটা আমার সাপ্তাহিক ইনকাম থেকে। আমার সাপ্তাহিক ইনকামের ৫০-৬০% পাওয়ার আপ করার চেষ্টা করি।যেটা প্রতিনিয়ত চলমান থাকবে সাপ্তাহিক হিসেবে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর বিন্দু বিশেষ করে @rex-sumon ভাই @heroism প্রজেক্ট হাতে নিয়েছে। সেখানে যদি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের পাওয়ার মিলিত করি তাহলে ভোটিং ভ্যালু বৃদ্ধি পাবে।যা থেকে ভালো ভালো কন্টেন্ট গুলো সুবিধা পাবে।সেই জন্য আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করি।তার পাশাপাশি হিরোইজমে ডেলিগেশন করার চেষ্টা করি। সুমন ভাইয়ের সিদ্ধান্তে উপনীত হয়ে অনেকে ডিসেম্বরের লক্ষ্যে পাওয়ার আপ করে চলেছেন।যার যতটুকু সাধ্য অনুযায়ী পাওয়ার করে চলেছেন।টার্গেট ডিসেম্বর সিজন ফোর শেষ করে আবার সিজন-৫ চলমান রয়েছে। সবাই তার লক্ষ্য অনুযায়ী পাওয়ার আপ করে চলেছে।ভিত্তি নাহ থাকলে কোথাও টিকে থাকা সম্ভব নয়। ভিত্তি শক্তিশালী করার জন্য সবাইকে পাওয়ার আপ করা উচিৎ ।আমার টার্গেট এই বছরের মধ্যে ১৫,০০০ স্টিম পাওয়ার আপ করার। আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করবো।৫০ স্টিম পাওয়ার আপ করার পর লক্ষ্যে পৌঁছাতে ১৬৮৫ স্টিম বাকি রয়েছে। আমার সাপ্তাহিক ইনকাম এর অর্ধেকটা পাওয়ার আপ করার চেষ্টা করি । নিজের সক্ষমতা বৃদ্ধির জন্যই পাওয়ার আপ করা।
- আমার লিকুইড স্টিম রয়েছে প্রায় ৫৭+ স্টিম। আর স্টিম পাওয়ার রয়েছে ১৩,২৬৫ স্টিম। আমার লিকুইড স্টিম থেকে প্রায় ৫০ স্টিম পাওয়ার আপ করবো।
- আমার লিকুইড স্টিম থেকে ৫০ স্টিম পাওয়ার কনর্ভাটে বসিয়ে নিয়ে ওকে করে দিয়েছি।
- আমার আগে স্টিম পাওয়ার ছিল ১৩,২৬৫ স্টিম। পাওয়ার আপ করার পর এখন স্টিম পাওয়ার হয়েছে ১৩,৩১৫ স্টিম।আমি পাওয়ার আপ করতে ভালোবাসি। যেটা ভবিষ্যতে চলমান থাকবে।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের আইডির শক্তি বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত আমরা পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখছি। সে ধারাবাহিকতা ধরে রেখে আজকে আপনি ৫০
স্টিম পাওয়ার আপ করলেন। এর মাধ্যমে আপনার লক্ষ্যো আরও একধাপ এগিয়ে গেলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
https://x.com/mahmudrr_r/status/1913148406652084647?t=CcFBfvscQ1gtdRPKHZr0tg&s=19
https://x.com/mahmudrr_r/status/1913288541364425182?t=ZGygmvs0MFULvPF92r7-DA&s=19
https://x.com/mahmudrr_r/status/1913293356513579355?t=1v-uG9Etg5eVWH9fVPL1GA&s=19
https://x.com/mahmudrr_r/status/1913294194799677872?t=Shxm_KtSMFNBEjc_5GQPRQ&s=19
https://x.com/mahmudrr_r/status/1913294721667268617?t=GmaUPdYECCJeKazJrXH-3g&s=19
আমাদের সবারই উচিত প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। সব সময় পাওয়ার আপ করলে নিজেদের স্টিম পাওয়ার অনেক বৃদ্ধি করা সম্ভব। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য ও পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। সব সময় এভাবেই পাওয়ার আপ করে এগিয়ে যেতে থাকুন।
আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি আজকে বড় এমাউন্টের পাওয়ার আপ করে আরো একধাপ এগিয়ে গেলেন ভাই। আমার বাংলা ব্লগে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
আপনি তো পাওয়ার বৃদ্ধি করার মাধ্যমে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে, যখন কেউ পাওয়ার বৃদ্ধি করে। দীর্ঘ সময় কাজ করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আপনি এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।
পাওয়ার আপ পোস্ট দেখলে নিজের কাছে ভালো লাগে। আপনি দেখছি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করেছেন। আমি নিজেও চেষ্টা করি পাওয়ার আপ বৃদ্ধি করতে। যদিও আপনার টার্গেট হচ্ছে ১৫০০০ এসপি পাওয়ার আপ করা। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে কাঙ্খিত লক্ষ্য পূরণ করে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
আজকে আপনি দেখছি 50 স্টিম পাওয়ার আপ করেছেন নিজের এমাউন্ট শক্তি বৃদ্ধি করার জন্য। আসলে পাওয়ার আপ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তবে এই বছর আপনার টার্গেট হচ্ছে ১৫০০০ এসপি পাওয়ার আপ করা। আপনি কিন্তু এখন পর্যন্ত অলরেডি ১৩৩১৫+স্টিম পাওয়ার আপ করে ফেলেছেন। আশা করি এই টার্গেট পূরণ করে আরও সামনের দিকে অনেক দূর এগিয়ে যাবেন।
একাউন্টঃ @ripon40
পাওয়ার বৃদ্ধিঃ = 0.376932%