আসসালামু আলাইকুম/আদাব🤝
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে। |
আবারও আমার শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম।আজকে আবারো আমি পাওয়ার আপ করতে পেরে খুবি আনন্দিত। কারণ সিজন -৫ এর মাধ্যমে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চায়।আমার টার্গেট 5X ডলফিন অর্জন করা ।তাই আমি পাওয়ার আপ করতে পেরে অনেক আনন্দিত। এভাবেই অল্প অল্প পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার শক্তি অর্জন করে যাচ্ছি। আর স্টিমেট প্লাটফর্ম নিজের শক্তি বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি।🙏🐬🙏

পাওয়ার আপ সিজন-৫ এর মাধ্যমে টার্গেট ডিসেম্বর এর লক্ষ্য নিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাওয়ার আপ করে 5x ডলফিন হবো।নতুন এই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।এই পাওয়ার আপ প্রতিয়োগীতার আয়োজন করার জন্য 🙏🐬🙏 |
টার্গেট ডিসেম্বর সিজন-৫ এর পাওয়ার আপ আমি যে ভাবে করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করছি।



পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম ছিল | ২১,৫৮১.৭২৫ | স্টিম |
আজকে পাওয়ার আপ করলাম | ১০ | স্টিম |
পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেটে স্টিম হলো | ২১,৫৯১.৭২৫ | স্টিম |
আজকে ১০ স্টিম পাওয়ার আপ করতে পেরে আমি খুবি আনন্দিত। পাওয়ার আপ এর মাধ্যমে আমি 5X ডলফিনের স্বপ্ন পূরণ করতে নিয়মিত পাওয়ার আপ পোস্ট করে যাবো ইনশাআল্লাহ। যার কারণে আমি আস্তে আস্তে স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সেই স্বপ্ন আজকে আমি পূরণ করতেই পাওয়ার আপ করলাম।তাই আমি 5x ডলফিন এর লক্ষণ নিয়ে এগিয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ ধারাবাহিকতা বজায় রাখতে পারি।💖🐬💖
আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
https://x.com/rayhan111s/status/1908895526809981008?t=mqZ2fmL9QGsbAlySIjnPyQ&s=19
https://x.com/rayhan111s/status/1908896018906636554?t=5B-x2UGFBtl4MaAU4kxrlQ&s=19
https://x.com/rayhan111s/status/1908896349514301863?t=JbXbHo24zCCvtD7TqlFhlA&s=19
https://x.com/rayhan111s/status/1908896571414000098?t=KFQcSz_Ud1ydwgKIlwHVmQ&s=19
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
https://x.com/rayhan111s/status/1909683102236221895?t=CnW7Y5NPbZpNCODH8pGyRg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি টার্গেট ডিসেম্বরে অবশ্যই ২৫ হাজারের এসপি পূরণ করতে পারবেন। আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, যদি প্রতি নিয়ত এভাবে পাওয়ার বৃদ্ধি করেন। আমার অনেক বেশি ভালো লেগেছে আপনার পোস্ট দেখে। দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে অনেক দূর এগিয়ে যান শুভকামনা রইল।
নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি আজ ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের বিকল্প আর কিছু নেই। এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি পাওয়ার আপ করেছেন মানেই আপনি এক ধাপ সামনে এগিয়ে গিয়েছেন। পাওয়ার বৃদ্ধি করা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। যার যতো বেশি পাওয়ার তার ততো বেশি সক্ষমতা। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আপনার পাওয়ার বৃদ্ধি করা পোস্ট দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় কাজ করার জন্য এটির বিকল্প নেই। আপনার মত আমি নিজেও সব সময় পাওয়ার বৃদ্ধি করতে অনেক ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
পাওয়ার আপ পোস্ট দেখলে সত্যি আমার কাছে খুব ভালো লাগে। কারণ পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। তবে এই বছর আপনার টার্গেট হচ্ছে 5x ডলফিন পূরণ করা। আপনি সেই লক্ষ্য পূরণ করার জন্য আজকে দশ স্টিম পাওয়ার আপ করেছেন। অগ্রিম শুভকামনা রইলো যেন আপনার লক্ষ্য খুব সহজে পূরণ করতে পারেন।