প্রতি সপ্তাহের ন্যায় এইবারও নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ26 days ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।আর সেটি হলো পাওয়ার আপ পোষ্ট সিজন-৫

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunZ1cSvNQs3RXc4b8aN8U3yqF9Nqy6zwkUUXuixoNJqb8jqVLMLnahWiCkWtoNK...7iyZotj22RJWELjDoAbNZRXa7oYqQTZP9ha3Wr2zSTpoTUa1UvCTp3AsNXXe9HDQM2D11bh5NgSj1RnRoFtvounxfHzNNbd6xfwJcffxzGSXFUKmDBmjN1rE2.jpeg

প্রতি সপ্তাহের ন্যায় এইবারও নিজ স্বক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ স্টিম পাওয়ার আপ।

হ্যালো বন্ধুরা আমি আজকে আবারো এসেছি পাওয়ার আপ পোস্ট নিয়ে, এবং আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করে সিজন-৫ এ যোগদান করলাম।তবে এইবার সিজন-৫ এ আমার টার্গেট থাকবে ৬০০০ স্টিম পাওয়ার এচিভ করা। যাতে করে আমি নয় এক্স( 9x)ডলফিন হতে পারি।

যদিও সিজন চার এ আমার টার্গেট ছিলো ৪০ হাজার স্টিম পাওয়ার করে ৮এক্স ডলফিন হওয়া। আর সেই লক্ষ্যেও আমি পৌঁছে গেয়েছি।এখন আবার ২০২৫ সালে নতুন টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। আর আশা করি আগামী নবেম্বরের আগেই আমি ৪৬০০০ হাজার প্লাস স্টিম পাওয়ার করে ফেলবো।

আসলে বন্ধুরা নিজের পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে এবং নিজেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টিম পাওয়ার খুবই প্রয়োজন।স্টিমিট প্লাটফর্মে প্রতিনিয়ত কাজ করতে হলে, বা শক্ত একটি অবস্থান তৈরি করতে হলে, অবশ্যই স্টিম পাওয়ার এর প্রয়োজন আছে। আর সেজন্যই আমি প্রতিনিয়ত পাওয়ার আপ করে থাকি।

সিজন তিন শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৩৩,৩৮৫ স্টিম পাওয়ার।

সিজন চার শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৪০৮২৮ স্টিম পাওয়ার।

পূর্বে আমার স্টিম পাওয়ার ছিলো ৪৪৭১৭ স্টিম।১০ স্টিম পাওয়ার আপ করে আমার এখন ৪৪৭২৭ স্টিম পাওয়ার হয়েছে।

পূর্বের স্টিম পাওয়ার৪৪৭১৭
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান স্টিম পাওয়ার৪৪৭২৭
প্রথম টার্গেট১০,০০০ স্টিম পাওয়ার (Done)
দ্বিতীয় টার্গেট১৫,০০০ স্টিম পাওয়ার (Done)
তৃতীয় টার্গেট৮,০০০ স্টিম পাওয়ার (Done)
চতুর্থ টার্গেট৭,০০০ স্টিম পাওয়ার (Done)
পঞ্চম টার্গেট৬,০০০ স্টিম পাওয়ার (চলমান)

পাওয়ার আপ করার জন্য আমাকে প্রথমে আমার ওয়ালেটে যেতে হবে সেখান থেকে স্টিম অপশনে ড্রপ বোতামে ক্লিক করলাম এবং পাওয়ার আপ এ ক্লিক করলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করার পর, আমি যে পরিমাণ পাওয়ার আপ করতে যাচ্ছি তা সেখানে বসাতে হবে। তারপর আমাকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। এর পরে আমি পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই পাওয়ার আপ হয়ে যাবে।

তো বন্ধুরা চলুন শুরু করা যাক পাওয়ার আপ কিভাবে করেছি সেটির ধাপ গুলো।

প্রথম ধাপ

Screenshot_20250626-092756_Chrome.jpg

দ্বিতীয় ধাপ

Screenshot_20220717-211237_Chrome.jpg

শেষ ধাপ

Screenshot_20250626-092816_Chrome.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
images (2).png

পোষ্ট ও ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণপাওয়ার আপ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro

Sort:  

@nevlu123, congratulations on your consistent power-ups and reaching your goals! This post is fantastic because you not only demonstrate your commitment to the Steemit platform through tangible actions (powering up!) but you also share your journey and targets in a transparent and engaging way.

The detailed steps with screenshots on how to power up are incredibly helpful for newcomers. Your clear targets, like achieving 9x Dolphin status, are inspiring! It is motivating to see someone actively working towards strengthening their presence and influence here.

Keep up the great work! I'm excited to see you reach your goals. I'm resteeming this, and encourage others to take a look and perhaps follow @nevlu123's journey! What strategies do you have for achieving your power-up goals by November?

 26 days ago 

সব সময় পাওয়ার আপ করা আমাদের জন্য জরুরী। কারণ পাওয়ার আপের মাধ্যমেই আমরা নিজের লক্ষ্যটা পূরণ করতে পারবো। যে যত বেশি পাওয়ার আপ করবে সে তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সক্ষমতা বৃদ্ধি করার জন্য এমনকি খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্য পূরণ করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আপনার পাওয়ার বৃদ্ধি দেখলে সবাই অনেক উৎসাহিত হয়ে যাবে। পাওয়ার আপের প্রতি আগ্রহী হবে।

 26 days ago 

ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধি পোস্ট দেখে। আপনি চেষ্টা করছেন পাওয়ার আপের মাধ্যমে একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে। আমরা সবাই এখন অনেক বেশি সচেতন পাওয়ার আপ সম্পর্কে। আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে কম বেশি পাওয়ার আপ করার। আপনি এগিয়ে যাচ্ছেন সফলতার দিকে।

নিজের ওয়ালে টের শক্তি বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত পাওয়ার আপ করা অনেক বেশি প্রয়োজন। আপনি একটু একটু করে নিজের ওয়ালে টের শক্তি বৃদ্ধি করছেন যেটা দেখে আসলে বেশ ভালই লাগছে। এভাবেই অনেক দূর এগিয়ে যান এটাই কামনা করি। ভালো থাকবেন ভালো লাগলো আপনার পাওয়ার আপ করার বিষয়টা।

 26 days ago 

ভাইয়া আপনি ধারাবাহিকভাবে সব সময় পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন আপনার লক্ষ্য পূরণ করার জন্য। তবে ভাইয়া আপনি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে আপনার আগের কাঙ্ক্ষিত লক্ষ্য যেভাবে পাওয়ার আপ এর মাধ্যমে পূরণ করেছেন। আর ( 9x)ডলফিন ও খুব সহজে পূরণ করতে পারবেন। এবং এই টার্গেট পূরণ করে আপনি আরো সামনের দিকে অনেক দূরে যাবেন।

 26 days ago 

আপনি বরাবরই প্রতি সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ করেন দেখে খুবই ভালো লাগে। এইরকম ছোট ছোট পাওয়ার আপ গুলো এক সময় বড় আকারের পাওয়ার আপ হয়ে যাবে।আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 25 days ago 

Screenshot_20250627-111939_Chrome.jpg

Screenshot_20250627-111803_Chrome.jpg

Screenshot_20250627-111611_Chrome.jpg

Screenshot_20250627-111515_Chrome.jpg