১০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ3 days ago

শুভ সকাল 🌄
আজ ২০ই আগস্ট,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।

আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।



10 steem power up_20250107_123620_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe (1) (1).png

হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো নিজের সক্ষমতা বৃদ্ধি করতে ১০ স্টিম পাওয়ার আপ। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

বেশ কিছু দিন ধরে পরীক্ষার চাপ এবং অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলাম। ধরতে অনলাইনের বাইরে ছিলাম। অবশেষে পরীক্ষা এবং অসুস্থতা কিছুটা কেটেছে। নতুন করে আবারো নিয়মিত পোস্ট এবং একটিভিটিস বৃদ্ধি করতে চেষ্টা করছি। অনেকদিন যাবৎ পাওয়ার অফ পোস্ট করা হয় না। ব্লগিং প্লাটফর্মে টিকে থাকার জন্য পাওয়ার আপ খুবই জরুরী। তাই এখন থেকে প্রতি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করতে চেষ্টা করবো। যেহেতু নতুন বছরে আমরা সবাই পদার্পন করলাম, তাই আমাদের শ্রদ্ধেয় @rex-sumon ভাই নতুন প্রতিযোগিতা (ডিসেম্বর সিজন-৫) আয়োজন করেছেন। তাই আমিও নতুন টার্গেট নিয়েছি।

প্রতি সপ্তাহে পাওয়ার আপ না করলে এখন ভালো লাগে না। “আমার বাংলা ব্লগের” প্রায় সকলেই পাওয়ার আপ করতে ভালোবাসেন এবং পাওয়ার আপ করছেন। আমি সকলেই পাওয়ার আপ পোস্ট দেখে উৎসাহ ও অনুপ্রেরণা পাই। আমি যেহেতু (ডিসেম্বর সিজন-৫) কে সামনে রেখে প্রথম পর্যায়ে টার্গেট নিয়েছি ৩০০০ এসপি পাওয়ার আপ করার জন্য। তাই সপ্তাহে একবার পাওয়ার আপ করতে চেষ্টা করবো। আমি নিজের সক্ষমতা বৃদ্ধিতে পাওয়ার আপ করে এক ধাপ করে সামনে এগিয়ে যাচ্ছি।

যত বেশি পাওয়ার ততো বেশি সক্ষমতা। পাওয়ার আপের কোনো বিকল্প নেই।

আমি যখন পাওয়ার আপ সম্পর্কে জানতে পারি এবং সঠিক ভাবে বুঝতে পারি, আমাদের এসপি বেশি থাকলে আমরা বড় ধরনের ভোট দিয়ে ভালো মানের কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব। তাছাড়া এসপি গুলো বিভিন্ন প্রজেক্ট এ ডেলিগেশন দিয়েও ভালো মানের আর্ন করা সম্ভব। তাই স্টিম প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।

সেই ধারাবাহিকতায় আমি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছি। কেননা "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সকলেই পাওয়ার আপ করতে চায়। পাওয়ার আপ করলে নিজের লাভ। তাই অল্প অল্প করে যে স্টিম পাই সেটা দিয়ে আমি পাওয়ার আপ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো। তাই আজকের পাওয়ার আপ প্রক্রিয়া আপনাদের মাঝে শেয়ার করছি।

পাওয়ার আপের পূর্বে
1000013770.jpg

পাওয়ার আপ কারার জন্য আমি প্রথমে আমার স্টিম ওয়ালেটে প্রবেশ করি। এবং পাওয়ার আপের পূর্বে আমার ওয়ালেট এ স্টিম ছিল ৪৪ এবং আমার স্টিম পাওয়ার রয়েছে ২৬২০, এখন আমি ১০ স্টিম সম্পূর্ণ আজকে পাওয়ার আপ করবো।



১০ স্টিম পাওয়ার আপ
Screenshot_2024-10-02-09-45-27-966-edit_com.android.chrome.jpg

এবার আমি পাওয়ার আপ করার জন্য আমি স্টিম এর পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। এর পরে এমাউন্ট বসিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তার পরে প্রাইভেট এক্টিভ কি দিয়ে পাওয়ার আপ সম্পূর্ণ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি।



পাওয়ার আপের পরে
1000013775.jpg

আপনারা এখন দেখতে পারছেন ১০ স্টিম পাওয়ার আপ হয়ে গিয়েছে। এবং নিচে দেখতে পারছেন আমার মোট ২৬৩০ স্টিম পাওয়ার আপ হয়েছে।



পূর্বের পাওয়ার২৬২০ এসপি।
পাওয়ার আপ১০ স্টিম।
বর্তমান পাওয়ার২৬৩০ এসপি।


আজকে ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে আমি আরও এক ধাপ এগিয়ে গেলাম। আশাকরি এভাবেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এ ছিলো আমার আজকের আয়োজন। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। আশাকরি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

পোস্ট বিবরণ
বিভাগটার্গেট ডিসেম্বর সিজন-৫।
ডিভাইসরিয়েলমি সি-৫৫ ।
বিষয়১০ স্টিম পাওয়ার আপ।
লোকেশনময়মনসিংহ সদর, বাংলাদেশ।
পাওয়ার আপ@nazmul01

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Pink and Cream Minimalist Food Animated Presentation (1).gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

🙎‍♂️"আমার পরিচয়"🙎‍♂️

nazmul.png

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JQk4CrSMgcqv4Ai1UHKpypJgrgboCsmQshkeG7NJGzLRpSUU74D6kZMRCZapcdrf3EoPofJrHpw5tLiaWbhTixCe.png

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sCPWuBhM9JErRD3icdxuP1Wz4My7cHRpNbMV1HhGXU75QRJUabtPtfr7ZnjnaUJ4ta8LDMergdG36wfRJ4J52fmAvLE98NJNS3w.gif

ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
এখানে ক্লিক করেন

Banner_PUSS2.png

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSiuz5ADgwSsYQU9QQErNV74xC9PJEDCMEcfhTFp7a8gtMWh7d1Q9FMFsRpyiHz4xcUo4y.gif

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9W1kesJpN2BiuSADQCjj6NcvWhgMR5iQsJZwBFd5F2dK8xiMFzTwtvQ1oKnHCdg5iSmNW3k2NujbXxK4XLEoQ6U9SmU.png

Posted using SteemPro

Sort:  
 3 days ago 

ভালো লাগলো আপনার পাওয়ার বৃদ্ধি পোস্ট দেখে। আপনি চেষ্টা করছেন পাওয়ার আপের মাধ্যমে একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে। আমরা সবাই এখন অনেক বেশি সচেতন পাওয়ার আপ সম্পর্কে। আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে কম বেশি পাওয়ার আপ করার। আপনি এগিয়ে যাচ্ছেন সফলতার দিকে। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 days ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো‌। পাওয়ার আপ পোস্ট গুলো দেখলে আমি অনেক অনুপ্রেরণা পাই। আমিও পাওয়ার আপ করতে চেষ্টা করি। যত বেশি পাওয়ার আপ ততো বেশি সক্ষমতা। আশাকরি আপনি ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 days ago 

পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে পাওয়ার আপের বিকল্প নেই। ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করলে আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছেন।স্টিমিট প্লাটফর্মে দীর্ঘ সময় কাজ করার জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 2 days ago 

৩০০০ এসপি পাওয়ার আপ পূর্ণ করার জন্য আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে যত বেশি পাওয়ার আপ করা যায় তত বেশি সুবিধা করা যায়। আমি নিজেও সব সময় পাওয়ার আপ করার জন্য চেষ্টা করি। আর আপনি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে আরো সামনের দিকে এগিয়ে যাবেন।

 yesterday 

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে উৎসাহ দিয়েছে। ধন্যবাদ আপু আপনাকে ভালো থাকবেন।

 yesterday 

ডিসেম্বরে টার্গেটকে সামনে রেখে আজকে আপনি পাওয়ার আপ করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এই পাওয়ার আপ করার মধ্য দিয়ে আপনার একাউন্টে সক্ষমতা যেরকম বৃদ্ধি করে ফেলেছেন৷ আপনার টার্গেটের দিকে আপনি এক ধাপ এগিয়ে গেলেন৷ শুভকামনা রইল আপনার জন্য৷

 yesterday 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।