টার্গেট ডিসেম্বর সিজন -৫ ( ১০ স্টিম পাওয়ার আপ বৃদ্ধি )
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৩-০৪-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ১০ স্টিম পাওয়ার আপ বৃদ্ধ। আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @rex-sumon ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রত্যেক সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতা চালু রাখার জন্য। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আমার আপুর ছেলেমেয়ের আকিকারের জন্য আজকে সকাল বেলায় ছাগল কেনার জন্য বের হয়েছিলাম আমি এবং আমার দুলাভাই। গত দুইদিন আগে দুইটা ছাগল কেন হয়েছিল এবং আজকে আবারো দুইটা ছাগল কিনেছি। বুধবারের দিন আমাদের বাড়িতে আকিকারের অনুষ্ঠান হবে এই কারণে হয়তো কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটবে। এর মাঝে চেষ্টা করছি আপনাদের সাথে প্রতিনিয়ত নিজের কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলার জন্য। তবে চলুন আজকের পোস্টটা আপনাদের মাঝে শেয়ার করা যাক......
টার্গেট ডিসেম্বর সিজন- ৫ সামনে রেখে প্রত্যেক সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ পোস্ট শেয়ার করার চেষ্টা করব। আসলে চলতি বছরে আমার একটা পরিকল্পনা রয়েছে আমি প্রত্যেক সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করব। কিন্তু আজকে ১০ স্টিম পাওয়ার আপ করছি।আমার পরবর্তী স্বপ্ন থাকবে এই বছরের মধ্যে ১৫০০০ স্টিম পাওয়ার পূর্ণ কর। সকলে যদি আমার পাশে থাকেন আশা করি আমি এই টার্গেট পূরণ করতে পারব। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই টার্গেট পূরণ করতে পারি।
পাওয়ার আপ পোস্ট করার আগে আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।
পাওয়ার আপ পোস্ট শেয়ার করার আগে আমি আমার স্টিমিট ওয়ালেট এর স্ক্রিনশট অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমার স্টিমিট ওয়ালেটে স্টিম রয়েছে ৫৬৭.১৩১। আমি সেখান থেকে ১০ স্টিম পাওয়ার আপ করতে যাচ্ছি।
পাওয়ার আপ পোস্ট করার সময় আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।
এবার আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দরভাবে যখন ১০ স্টিম পাওয়ার আপ করছিলাম তখন একটি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে চেষ্টা করছি প্রতি সপ্তাহে নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে অনেক দূরে এগিয়ে যেতে পারি।
পাওয়ার আপ পোস্ট করার শেষে আমার স্টিমিট ওয়ালেট এর স্কিনশট।
আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পাওয়ার আপ করার পরে আমি আমার স্টিমিট ওয়ালেট অনেক সুন্দরভাবে স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। ১০ স্টিম পাওয়ার আপ করার পরে এখন আমার আর মাত্র লিকুইড স্টিম আছে ৫৫৭.১৩১। আশাকরি আজকের পাওয়ার আপ পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
x-promotion
https://x.com/kibreay001/status/1911433095703593206?t=es85TGJ_0hMz_J9sHN_IJQ&s=19
https://x.com/kibreay001/status/1911433492434497593?t=es85TGJ_0hMz_J9sHN_IJQ&s=19
https://x.com/kibreay001/status/1911434121366093900?t=es85TGJ_0hMz_J9sHN_IJQ&s=19
ধারাবাহিকভাবে আপনি আপনার এরকম পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখেছেন এটা বেশ ভালো বিষয়। আজকে ১০ স্টিম পাওয়ার আপ করার মধ্য দিয়ে আপনার লক্ষ্যে অনেকটা এগিয়ে গেলেন। শুভকামনা রইলো আপনার জন্য।
১৫ হাজার স্টিম পাওয়ার পূর্ণ করার টার্গেট নিয়ে আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। আশা করছি আপনি এই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাবেন। লক্ষ্য ঠিক রেখে নিয়মিত কাজ করে গেলে অবশ্যই সফলতা সু নিশ্চিত। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
দীর্ঘমেয়াদি কাজ করার জন্য আজকে আপনি 10 স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে পাওয়ার আপ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান শক্ত করতে পারি। এ বছর আপনার টার্গেট হচ্ছে ১৫০০০ এসপি পাওয়ার আপ পূর্ণ করা। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য খুব সহজে পূরণ করতে পারবেন।
দীর্ঘ মেয়াদি কাজ করার লক্ষ্যে আমাদের উচিত সবসময় পাওয়ার আপ করার। আজকে আপনি ছোট একটি এমাউন্টের পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগছে৷ এভাবে সবসময় ছোট ছোট অ্যামাউন্ট এর পাওয়ার আপ আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে৷ ধন্যবাদ আপনাকে সবসময় এভাবে পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য৷