টার্গেট ডিসেম্বর সিজন-৫ || ১০ স্টিম পাওয়ার আপ || ১৫ তম সপ্তাহের পাওয়ার আপ
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি প্রথমে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় @rex-sumon ভাইকে৷ টার্গেট ডিসেম্বর সিজন-৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতাকে সামনে কেন্দ্র করে অনেকেই পাওয়ার আপ করে যাচ্ছেন। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে প্রতিযোগিতা অংশগ্রহণ করলাম।। আমি সব সময় চেষ্টা করি পাওয়ার আপ করার এবং পাওয়ার আপের গুরুত্ব আমাদের সকলেরই জানা রয়েছে৷ যদি আমরা পাওয়ার আপ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সব সময়ই আমরা আমাদের অ্যাকাউন্ট সক্ষমতা অনেকটাই বৃদ্ধি করে ফেলতে পারবো। আমি আমার আর ২০,০০০ এসপি এর টার্গেটকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি৷ চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যে আমার এই টার্গেটটি পূরণ করার।
ইলাস্ট্রেটর ২০২২ দিয়ে তৈরি
পাওয়ার আপ এর ধাপগুলো নিম্নরূপঃ
প্রথম ধাপ
পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার ওয়ালেটে প্রবেশ করলাম। তারপর ওয়ালেট এ এক্টিভ কী দিয়ে লগইন করে নেওয়ার পর পাওয়ার অপের অপশনে ক্লিক করলাম।
দ্বিতীয় ধাপ
তারপর অ্যামাউন্ট এর ঘরে ১০ স্টিম অ্যামাউন্ট দিয়ে দিলাম৷ এরপর কনফার্মেশন দিয়ে দিলাম।
সর্বশেষ ধাপ
এবার ওকে তে ক্লিক করে পুরোপুরি কনফার্ম করে পাওয়ার আপ করে নিলাম।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | পাওয়ার আপ |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1911948167333167279?t=ePzTnCbn-QNfVNNeeZj1sg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য৷
https://x.com/bijoy1__2024_SB/status/1911823381080449532?t=Q0QrjqXAiQZ9orAVs4VAGQ&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1911822701343265105?t=sY1uUVPtGctY9uamJMkpCg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1911822479653240953?s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1911822225046388973?t=7qcIIKL0b2FVt9XSoQA-qg&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1911821843180466284?t=byG3MFA_4YW4f95gj-KEXw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1911822688059801956?t=ls2uMDroZkf6lOLh3N5NOw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1911822466747412910?t=TQrhkEgmKFTEgDv-qRcWWA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1911822166821388325?t=Xq_x4sNAADBV8bkILARJ8g&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1911821768697774396?t=kAxVZMd2hGTH0zusfrJ4Kg&s=19
এই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য, এমনকি লক্ষ্য পূরণ করার জন্য, পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আপনি আপনার স্টিম পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন এভাবে পাওয়ার আপ করার মাধ্যমে। সব সময় পাওয়ার আপ করে এভাবে এগিয়ে যান।
অনেক খুশি হলাম আপনার কাছ থেকে আজকের এই মন্তব্য পড়ে।
সব সময় পাওয়ার আপ করা আমাদের জন্য জরুরী। কারণ পাওয়ার আপের মাধ্যমেই আমরা নিজের লক্ষ্যটা পূরণ করতে পারবো। যে যত বেশি পাওয়ার আপ করবে সে তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সক্ষমতা বৃদ্ধি করার জন্য এমনকি খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্য পূরণ করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আপনার পাওয়ার বৃদ্ধি দেখলে সবাই অনেক উৎসাহিত হয়ে যাবে। পাওয়ার আপের প্রতি আগ্রহী হবে।
খুবই সুন্দর একটি মন্তব্য পড়ে খুব ভালো লাগছে।
পাওয়ার আপ পোস্ট দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি দীর্ঘমেয়াদি কাজ করার জন্য ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। যদিও এই বছর আপনার টার্গেট হচ্ছে বিশ হাজার এসপি পাওয়ার আপ করা। আর ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে যেই কোন কাঙ্ক্ষিত লক্ষ খুব সহজে পূরণ করা যায়।
অনেক সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি সক্ষমতা অর্জন। আজকে আপনি দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করলেন দেখে ভীষণ ভালো লাগলো। আমাদের সবার উচিত প্রতি সপ্তাহে এভাবে পাওয়ার বৃদ্ধি করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর হয়েছে আপনার মন্তব্য। অনেক ধন্যবাদ।