"টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে আমার পাওয়ার আপ 100 স্টিম"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১২ ই জুলাই, শনিবার, ২০২৫ খ্রিঃ।
আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর করে কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। স্টিমিটে পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। যার একাউন্টে যত বেশি স্টিম পাওয়ার থাকবে তার একাউন্ট তত বেশি শক্তিশালী হবে। আমাদের মাননীয় এডমিন @rex-sumon ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাওয়ার আপের মত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এই সুন্দর পাওয়ার আপ প্রতিযোগিতায় নিজেকে সামিল করতে পেরে আমি গর্বিত। আমি টার্গেট ডিসেম্বর সিজন-২ আমার অর্জিত সকল স্টিম পাওয়ার আপ করেছিলাম। এখন টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো আমি টার্গেট ডিসেম্বর সিজন-৩ এ আমার প্রথম লক্ষ্য 1000 স্টিম পাওয়ার আপ ও দ্বিতীয় লক্ষ্য 2000 স্টিম পাওয়ার আপ করার টার্গেট পূরণ করতে পেরেছিলাম। তারপর টার্গেট ডিসেম্বর সিজন-৪ এ 7000 হাজার স্টিম পাওয়ার পূরণ করেছিলাম। আমি টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে 10000 স্টিম পাওয়ার পূর্ণ করতে পেরেছি। এখন টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে আমার পরবর্তী লক্ষ্য হবে 3X ডলফিন অর্জন করা। স্টিমিট প্লাটফর্মে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।
পাওয়ার আপ করার পদ্ধতি:
প্রথম ধাপ:
প্রথম ধাপে পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটের স্ক্রিনশর্ট। আমি এখন 100 স্টিম পাওয়ার আপ করবো।
দ্বিতীয় ধাপ:
স্ক্রিনশট মিসটেক
দ্বিতীয় ধাপে নিজের প্রোফাইল থেকে ওয়ালেটে যাবো তারপর লিকুইড স্টিম সংখ্যার ডানপাশে যে, ড্রপডাউন আছে রয়েছে তার উপর ক্লিক করবো। ড্রপডাউনের চিহ্নের উপর ক্লিক করলে কয়েকটি অপশন বা মেনু আসবে আসবে তার ভেতর থেকে পাওয়ার আপ এ ক্লিক করবো।
তৃতীয় ধাপ:
তৃতীয় ধাপে এসে আমি অ্যামাউন্টের ঘরে 100 লিখেছি তারপর নিচের পাওয়ার আপ আইকনে ক্লিক করেছি।
চতুর্থ ধাপ:
চতুর্থ ধাপে এসে দেখতে হবে যে ফরম এবং টু নিজের স্টিমিট আইডি একই কিনা এবং কত স্টিম পাওয়ার আপ করছি সেটা দেখতে হবে তারপর ওকে আইকনে ক্লিক করলেই পাওয়ার আপ সম্পূর্ণ হয়ে যাবে।
শেষ ধাপ:
শেষ ধাপে আমার পাওয়ার আপ সম্পূর্ণ হয়ে গেছে। পাওয়ার আপ সম্পূর্ণ করার পরে ওয়ালেটের স্ক্রিনশর্ট।
পাওয়ার আপের সমীকরণ:
বিবরন | স্টিম |
---|---|
পাওয়ার আপের পূর্বে এস.পি | 13554 + |
পাওয়ার আপের পরিমাণ | 100 |
পাওয়ার আপের পরে এস.পি | 13654+ |
পোস্টের বিবরন
পোস্ট ধরণ | পাওয়ার আপ |
---|---|
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
ছবির ধরন | ওয়ালেটের স্কিনশট |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার পাওয়ার আপ ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1945065960861261889?t=KEcy6wrWf9KdaixdLqcpSw&s=19
https://x.com/aongkonbd/status/1945066261727060074?t=lZb93tHk1PhWjAnc-An9FA&s=19
https://x.com/aongkonbd/status/1945066630637138072?t=I3iLEanf1eF1YN0DwxM9hA&s=19
https://x.com/aongkonbd/status/1945066892340641890?t=D7OeHsw71rnewiMMhal8NQ&s=19
https://x.com/aongkonbd/status/1945067183064621335?t=Dc7161XKSPeCmwcnjM5-vg&s=19
পাওয়ার আপ পোস্ট গুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি পাওয়ার আপ করতে অনেক বেশি পছন্দ করি আর দেখতেও খুব ভালো লাগলো। আপনার পাওয়ার বৃদ্ধি দেখলে অন্যরাও অনেক উৎসাহিত হবে। তাই সবারই উচিত প্রতিনিয়ত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা।
সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে বেশি বেশি পাওয়ার আপ করে নিজের স্থান শক্ত করতে হবে আর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তবে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর নিজেদের স্টিম পাওয়ার কে অনেক বেশি বৃদ্ধি করতে পারবো। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো।
টার্গেট ডিসেম্বর সিজন ফাইভ উপলক্ষে আজকে ১০০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে ১০০ স্টিম পাওয়ার আপ করেন এটা অনেক ভালো। এই ভাবে পাওয়ার আপ বজায় রাখলে আপনি খুব শীগ্রই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আজকে আপনি পাওয়ার আপ পোস্ট করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এমনিতে আপনাদের পোস্টগুলো দেখে আমি নিজেও অনেক বেশি উৎসাহ পাই পাওয়ার আপ পোস্ট করার জন্য। কারণ এভাবে পাওয়ার আপ করলে একটু একটু করে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। এভাবে চেষ্টা করতে থাকুন আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
একাউন্টঃ @aongkon
পাওয়ার বৃদ্ধিঃ = 0.73779%