আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভালোবাসা যেনো,ভোরের প্রথম আলো,
হৃদয়ে জাগায় আশা,
ভরায় মনের ভালো।
নিঃশব্দ রাতে সে গান শোনায়।
অদৃশ্য বাঁধনে দু’জনকে জড়ায়।
অশ্রু মুছে আনে হাসির ছোঁয়া,
ভালোবাসা আসলেই,
জীবনে বয়ে আনে রঙিন আলো।
কবি: @alif111
প্রশ্নকারীর অভিমত:
ভালোবাসা আসলেই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। এটি যেমন ভোরের আলোয় নতুন দিনের আশা জাগায়, তেমনি নিঃশব্দ রাতের সুরে হৃদয় ভরিয়ে তোলে। ভালোবাসা অশ্রু মুছে দেয়, আবার হাসির নতুন রঙে জীবন সাজায়। এই কবিতার প্রতিটি লাইনে সেই গভীর টান, অদৃশ্য বাঁধন আর মায়ার স্রোত স্পষ্টভাবে ধরা দিয়েছে, যা আমাদের মনে করিয়ে দেয়,ভালোবাসাই জীবনের সত্যিকারের আলো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসা যেনো, তোমার নীরব আলিঙ্গন,
যেখানে মিশে যায় প্রাণের স্পন্দন।
তোমার ঠোঁটের হাসি হৃদয় ছুঁয়ে যায়,
অশ্রুর মাঝেও সুখের রঙ ছড়ায়।
তুমি আমার রাতের চাঁদ, ভোরের আলো,
তুমি ছাড়া পৃথিবী নিঃশব্দ ও শূন্য ভালো।
প্রতিটি ধ্বনি, প্রতিটি নিশ্বাসে তুমি,
ভালোবাসায় লেখা আমার চিরন্তন ভূমি।
0.00 SBD,
3.03 STEEM,
3.03 SP
ভালোবাসা ভোরের সুরেলা পাখি,
মনেতে তোলে কলতান,
অন্তরে জাগে স্ফূর্ত।
নীরব রাতে সে শীতল হাওয়া ছড়ায়।
না দেখা বন্ধনে বাঁধি দুজনা।
ধুয়ে মুছে ফেলে নেত্রবারি নির্মূলা,
ভাবুক হৃদয় আসলেই,
গহীন বনের রঞ্জিত দীপ্তিকণা।
0.00 SBD,
3.03 STEEM,
3.03 SP
ভালোবাসা,
সেতো অপার্থিব অনুভূতি।
ভালোবাসা,
সেতো না পাওয়ার আকুতি।
ভালোবাসা,
সেতো প্রজাপতির ডানায় স্বপ্ন।
ভালোবাসা,
সেতো চমৎকার এক গোধূলি লগ্ন।
ভালোবাসা,
সেতো উত্তাল সমুদ্র পাড়ি দেয়া।
ভালোবাসা,
সেতো কাউকে করেনা পরোয়া।
0.00 SBD,
2.94 STEEM,
2.94 SP
ভালোবাসায় ভালোবেসে যায় নীরবে,
দুটি মনের হয় যে কথা,
সকাল থেকে সন্ধ্যে।
তুমি আমি মিলে দুজনে-
স্বপ্ন দেখি নতুন জীবনের,
ভালোবাসায় বেধেঁ রেখো,
ওগো, তুমি আমার প্রিয়তম।
0.00 SBD,
2.92 STEEM,
2.92 SP
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
নতুন আশা স্বপ্ন হৃদয়ের মাঝে
ভালোবাসা কথা কয়
স্বপ্নগুলো হৃদয়ের রয়
ভাবনাগুলো আবেগ অনুভূতিতে জড়ানো
নিঃশব্দ পৃথিবী তুমিহীনা অচেনা
শূন্যতায় জড়িয়ে থাকে না পাওয়া ,
তুমি আছো বলেই
বেঁচে আছি ভালোবাসা আছে হৃদয়।
0.00 SBD,
2.91 STEEM,
2.91 SP
ভালোবাসা ভোরের আলো,
হৃদয়ে জাগায় নতুন কালো।
নিঃশব্দে গান শোনায় মিষ্টি,
অদৃশ্য বাঁধনে রাখে চিরস্থায়ী।
অশ্রুর মাঝে হাসির ছোঁয়া,
স্বপ্নে আনে রঙিন ধোঁয়া।
জীবন হয় আলোয় ভরা,
ভালোবাসাই সত্য ধরা।
0.00 SBD,
0.10 STEEM,
0.10 SP
ভালোবাসা দেয় বাঁচার অনুপ্রেরণা,
ঝড়ের মাঝেও খুঁজে পায় নির্ভরতা।
অন্ধকারে জ্বালায় প্রদীপের শিখা
ভালোবাসা মানুষকে করে সত্যিকার দ্যূতিময় দেখা।
ভালোবাসা যেনো ভোরের প্রথম আলো,
হৃদয়ে জাগায় আশা ভরায় মনের ভালো।
নিঃশব্দ রাতে সে গান শোনায়,
অদৃশ্য বাঁধনে দু’জনকে জড়ায়।
অশ্রু মুছে আনে হাসির ছোঁয়া
ভালোবাসা আসলেই রঙিন আলো বয়ে আনে ধারা।
দেয় বাঁচার অনুপ্রেরণা আনে শক্তি অফুরন্ত
ঝড়ের মাঝেও খুঁজে পায় আশ্রয় শান্ত।
ভালোবাসা যেনো, মেঘের ফাঁকে চাঁদের আলো।
হৃদয়ে জাগায় স্নিগ্ধ আশা,
মধুর মৃদু হাসি ছড়িয়ে দেয় মনে ভালো।
নীরব রাতে ছোঁয় মধুর সুর,
অদৃশ্য বাতাসে বয়ে যায় দু’জনের গন্ধুর।
অশ্রু মুছে আনে শান্তির ছোঁয়া,
ভালোবাসা আসলেই, জীবনে ভরে রঙিন মোহ মায়া ।
ভালোবাসা যেনো সাগরের ঢেউ,
মন ছুঁয়ে যায় নীরব বুকে।
অদেখা পথের আলো হয়ে,
হৃদয় রাখে রঙের সুখে।
অশ্রুর মাঝে হাসি ফোটায়,
জীবনকে করে স্বপ্নমুখর।
Wow, @abb-fun, what a fantastic initiative with "অনু কবিতা"! I love how you're encouraging creative expression in such an accessible and engaging way. The idea of prompting users with a 4/6 line poem and inviting them to add their own verses is brilliant!
The featured poem by @alif111 beautifully captures the essence of love, and the guidelines are clear and concise. The promise of daily rewards is a great incentive, too. This is exactly the kind of community-driven content that makes Steemit so special.
I'm eager to see the creativity this project sparks! Everyone, jump in, share your verses, and let's celebrate the power of poetry together. Resteeming and looking forward to the beautiful additions!