আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আমি হাজার রাত্রি অপেক্ষায় থাকি
দেখিতে সেই প্রিয়তমার মুখ,
আমি হাজার মাইল পাড়ি দিতে রাজি
পাইতে সেই আলিঙ্গনের সুখ।
লেখক
লেখকের অনুভূতি:
ভালোবাসার অনুভূতির বিষয়টি এমন, কাউকে কাউকে বানিয়ে দেয় দ্রোহী আবার কাউকে কাউকে বানিয়ে দেয় বিজয়ী।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমি কতশত রাত প্রতীক্ষায় থাকি
দর্শন করতে সেই প্রণয়ীর বদনখানি,
আমার কতশত পথ গমন করতে দ্বিধা নেই
পেতাম সেই আঁকড়ে ধরার সুখ।
আমি কতশত আশা দিতাম বিসর্জন
পেতাম যদি তোমার ভালোবাসা।।
আমি হাজার রাত জেগে থাকি,
শুনি তোমার নামের গান,
আমি হাজার স্বপ্ন বুনে রাখি,
যেখানে তুমি আছো সমাধান।
আমি শত অভিমান ভুলিতে পারি,
শুধু শুনিতে তার মধুর কথা,
আমি স্বপনে তার ছবি আঁকি,
তবু মেটে না মনের ব্যথা।
আমি হাজার বৃষ্টি ভিজিতে পারি,
যদি পাই তার হাতের ছোঁয়া,
আমি শত জনম কাটাইতে রাজি,
যদি সে থাকে হৃদয়ে মোয়া।
হাজার রাত আমি জাগি, অপেক্ষায় থাকি,
প্রিয়তমার মুখ যেন চাঁদের আলোকমুখী।
অজানা পথে পা বাড়াই, মাইলের পর মাইল,
তার আলিঙ্গনই চাহিদা, তার প্রেমেই আমার জয়।
দূরত্ব তুচ্ছ, ভালোবাসা শক্তি, এক আকাঙ্ক্ষা,
চলে যাই যেখানে তার হাতের স্পর্শ চাওয়া।
যত দিন যায়, ততই ভাসে তার স্মৃতি,
প্রিয়তমার হাসি, সুখের শেষ গন্তব্য।
তোমার জন্য অপেক্ষা আমার,
হ্যালির ধুমকেতুর মতো,
তোমায় পেতে সইতে রাজি,
দুঃখ, যাতনা, হতাশা যত।
খুব করে চাই তোমাকে আমি,
আরোহীদের কৈলাশ জয়ের মতো,
সখী, তোমাকে চাই, তোমাকেই চাইবো,
তীব্র আঘাত, হাজার বাঁধা আসুক যত!
বাহ দারুন লিখেছেন।।
ধন্যবাদ আপু
তোমার অপেক্ষায় কাটে দিন,
স্বপ্নে আসে তোমার ছবি।
যদি একদিন পাশে পেতাম,
ছুঁয়ে দেখতাম তোমার হাত।
সব ক্লান্তি মুছে যেতো,
থাকত শুধু ভালোবাসার গল্প জমাট।
খুব সুন্দর লিখেছো।
আমি হাজার পথ পাড়ি দিতে রাজি,
যেন তোমার হাত ধরে চলতে পারি,
আমি হাজার কান্না ভুলে যেতে চাই,
তোমার ভালোবাসায় ডুবে যেতে চাই।
তোমার অপেক্ষায় প্রহর গুনে
হৃদয় মাঝে স্বপ্ন ভাসে
যায় দিন এলোমেলো ভাবে
চুপি চুপি ভাবনা গুলো আসে,
হাজারো স্বপ্ন বুনে রাখি
ভালোবাসার নীরব আপন ঘরে।
আমি হাজার দিন অপেক্ষায় থাকি
দেখতে তোমার হাসিভরা মুখ
আমি হাজার পথ পাড়ি দিব
আনবো গিয়ে নীল পদ্ম।
আমার ভাবনাতে তুমি থাকো
এ মনে আর আসে না কেউ
তোমায় নিয়ে কাটানো সময়
আমার কাছে লাগে মধুময়।
ছোট নদী,চলন তার বাঁকা
নদীর তীরে বসে আমি একা
স্রোত আসে তীরে,হাওয়া দোলে
রমনী,তুমি আসবে বলে