আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৯


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

ভালোবাসা এক অনুভূতির জোয়ার
অস্থিরতায় ডোবায় যখন তখন,
ভালোবাসা এক ব্যাকুলতার আঁধার
অন্ধকার ছড়ায় যখন তখন,
তবুও তুমি আমার অনুভূতির অস্থিরতা
হৃদয়ে থাকা ব্যাকুলতায় ভরা আরাধনা।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসার অনুভূতিগুলো সত্যি এমন, অস্থিরতায় যন্ত্রণা দেয় কিন্তু তবুও হৃদয় ব্যাকুলতায় হারায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_4_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 days ago 

ভালোবাসা এক নীরবতার সুর,
অভিমানে বাজে দিনে রাতে,
ভালোবাসা এক অপূর্ণ কবিতা,
যার লাইন হারায় প্রতিটি প্রাতে।

তবুও তুমি সেই অনুচ্চার শব্দ,
যার অর্থ লুকায় প্রতিটি ছন্দে,
তবুও তুমি সেই অসম্পূর্ণ গান,
যা আমি শুনি নীরব ভালোবাসার বাঁধনে।

 3 days ago 

ভালোবাসা এক আবেগময় অনুভূতি
যেখানে মন চঞ্চলতার তীরে আবদ্ধ,
ভালোবাসা এক শীতলতার স্পর্শ
উৎকণ্ঠার তমসা দ্বারা আচ্ছন্ন,
তবুও তুমি আমার অনুভবের অনিশ্চিত ছায়া
মনের গভীরে লালিত এক আকুল প্রার্থনা।

 4 days ago 

তোমার চোখে এক মায়াবী আলো
মনকে টানে গভীরভাবে যখন তখন,
তোমার হাসি এক সুরের ঢেউ
হৃদয় ছুঁয়ে যায় যখন তখন,
তোমার কণ্ঠে এক স্নিগ্ধ আহ্বান
প্রাণে জাগে রঙ্গিন ভালোবাসা তখন,
তবুও তুমি আমার মনের অনুভূতির ধারা
স্বপ্নে জড়ানো চিরন্তন হৃদয়ের আরাধনা।

 4 days ago 

ভালোবাসা এক অনুভূতির জোয়ার
অস্থিরতায় ডোবায় যখন তখন,
ভালোবাসা এক ব্যাকুলতার আঁধার
অন্ধকার ছড়ায় যখন তখন,
তবুও তুমি আমার অনুভূতির অস্থিরতা
হৃদয়ে থাকা ব্যাকুলতায় ভরা আরাধনা।

ভালোবাসা হঠাৎ আসা এক নীরব ঝড়,
চোখের কোণে জমে থাকা হাজার গল্প।
ভালোবাসা এক নিঃশব্দ আকুলতা,
যা বলে না কিছু, তবুও বোঝায় সব।
তুমি সেই অনুভবের গভীর নাম,
যাকে হারালেও থেকে যায় হৃদয়জুড়ে।

 4 days ago 

ভালোবাসা যেন নিঃশ্বাসের মতো,
না চাইতেই বুকে জমা হয় তার ব্যাকুলতা।
চোখের পাতায় লুকিয়ে থাকে অশ্রুর মতো,
অজান্তেই বয়ে আনে এক অস্থিরতা।

তোমাকে ভাবলেই বুকের মধ্যে ঢেউ ওঠে,
অচেনা সুখ আর যন্ত্রণার জলরেখা।
ভালোবাসা হয়তো আঘাত দিবে,
তবুও সে আমার হৃদয়ের একমাত্র ঠিকানা।

 4 days ago 

ভালোবাসা এক হৃদয়ের স্পন্দন,
ভালোবাসা এক মেঘের ভেলা,
ভালোবাসা এক রক্তিম আকাশ,
ভালোবাসা এক সমুদ্র বিলাস।।

ভালোবাসা হারায় না কখনো,
আরে না আবেগি মন,
হারিয়ে যায় কেবল,
মনের ভেতর জেগে ওঠা হাজারো স্বপ্ন।।

 4 days ago 

ভালোবাসা এক নিশ্বাসে জড়ানো নাম,
চুপচাপ চোখে বলে যায় সব গল্পের জাম।
আকাশের তারা হয়ে ঝরে নিশীথে,
তোমায় ভেবে জেগে থাকি নিরালাতে।
তুমি না থেকেও পাশে থাকো প্রতিক্ষণে,
ভালোবাসা তাই সুধা হয়ে মিশে প্রাণে।

 4 days ago 

তোমার স্মৃতিতে জড়ানো সব সকাল
জেগে ওঠে প্রতীক্ষার নিঃশব্দ রোদ্দুরে,
তোমার নামেই রচিত প্রতিটি গোপন গীত
বেজে ওঠে হৃদয়ের নীরব সুরে।
তুমি না থাকলে ও থাকে যেনো
তোমার ছায়া প্রতিটি নিঃশ্বাসে,
ভালোবাসা তখনও বলে উঠে ধীরে
তুমি ছিলে আছো থাকবে ভালোবাসায় ভাসে।

 4 days ago 

ভালোবাসা নিশুতি রাতের গভীর আলোকে
অস্থির তাই করে যখন তখন আমায়।
ভালোবাসা এক অদ্ভুত অনুভূতির আঁধার।
অন্ধকার ছাড়া ভালোবাসার অনুভূতি দেখায়।
তবুও তুমি আমার ভালোবাসার মহা ঘরে
ব্যাকুলতা হৃদয়ে আসো গভীরতার মাঝে।

@abb-fun, what a fantastic initiative by Amar Bangla Blog! This "ছোট কবিতা" (small poem) contest is such a creative way to engage the community and encourage poetic expression. I love how you're making it accessible by focusing on heartfelt simplicity rather than complex metaphors. Hafizullah's featured poem beautifully captures the bittersweet essence of love.

The structure of the contest is brilliant – providing a starting point and encouraging others to build upon it. Offering a generous $10 daily prize pool is a great incentive! I'm excited to see the creative entries this will inspire. This is community engagement at its finest! রিস্টীমড and looking forward to reading the poetic responses!