আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
অচেনা ব্যথা এখনো মোর জীবনের সাথি,
নিঃশব্দ কান্না ভিজিয়ে যায় আখি।
সব ব্যথা কি মুখে বলা যায়?
সব ভালোবাসা কি চোখে ভেসে আসে?
লেখক
লেখকের অনুভূতি:
মনের কিছু ব্যথা থাকে অজানা শুধু
অনুভব লুকায় হৃদয়ের কোণে চোখের জলে ।
সব কথা প্রকাশ পায় না সহজে সময়ের ব্যবধানে শুধু ভালোবাসা বোঝে নীরব ভাষার মায়া।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কিছু ব্যথা কিছু স্মৃতি
নিরবে হৃদয় ভাঙ্গে,
যায়না দেখানো
যায়না বলা কাউকে,
নিঃশব্দ রাতের আঁধারে
আশা আকাঙ্ক্ষা গুলো ভেঙ্গে মরে,
নীরবতায় প্রতিটি নিঃশ্বাসে
অচেনা এক বিরহের সুর বাজে।
0.00 SBD,
8.44 STEEM,
8.44 SP
হৃদয়ের গভীরে অনেক কথা লুকায়,
শব্দের অভাবে তারা নীরবে কাঁদে হায়।
চোখের জলই সাক্ষী হয়ে বয় ব্যথার ভাষা,
ভালোবাসা থাকে প্রহরের আশায় আশায়।
রাতের নিস্তব্ধতায় জেগে থাকে স্বপ্ন ভাঙা,
প্রতিটা নিঃশ্বাসে বাজে অতৃপ্ত কোনও গান।
চোখের কোণে জমে থাকা না বলা কষ্ট,
ভালোবাসা আজও খোঁজে একটুখানি স্থান।
0.00 SBD,
3.15 STEEM,
3.15 SP
সব কথা কি লেখা যায় কলমের আঁচরে?
সব স্মৃতি কি বাঁধা পড়ে ছবির ফ্রেমের ঘরে?
কিছু শূন্যতা রয়ে যায় মনের গহিনে,
কিছু আশা মিশে যায় হাওয়ার ভীড়ে বিনা অজুহাতে।
কিছু নাম হারিয়ে যায় ডায়েরির পাতায়,
কিছু ভালোবাসা পুড়ে মরে অভিমানের আগুনে।
এই জীবন তো শুধু পাওয়া-না-পাওয়ার খেলা,
আর হৃদয়ের ভেতর বয়ে চলে অজানা বেদনার মেলা।
0.00 SBD,
3.14 STEEM,
3.14 SP
অন্ধকারে ডাকি তারে, পাইনা উত্তর,
হৃদয় জুড়ে শুধু ব্যথারই স্পন্দন।
কী যে চাই, কী যে পাই—
জীবন তবুও অসমাপ্ত গান।
তুমি কি শুনবে আমার নীরব কান্না?
নদীর জল যেমন শোনে পাথরের গান।
অনেক কথা রয়ে গেল অকথিতই,
জীবন তবু চলে অবিরাম।
0.00 SBD,
3.13 STEEM,
3.13 SP
অচেনা স্মৃতি জড়ায়ে ধরে হৃদয়,
ভাঙা স্বপ্নেরা চুপিচুপি করে নিদ্রাভঙ্গ।
রাতের আঁধারে হারায় যত আশা,
তারই মাঝে খুঁজি এক নতুন ভাষা।
চোখের কোণে জমে থাকা বেদনার জল,
প্রতি নিঃশ্বাসে বাজে এক অচেনা দল।
সব কথার তো থাকে না শব্দের ঠাঁই,
তবু হৃদয়ে বাজে এক নীরব ভাষাই।
0.00 SBD,
3.12 STEEM,
3.12 SP
না বলা কথারা হারিয়ে যায় নীরব রাতে,
ভাঙা স্বপ্নরা বসে কাঁদে হৃদয়ের প্রান্তে।
যে হৃদয় আজও খুঁজে ফেরে পথ,
সে বুঝে গিয়েছে ভালোবাসা শুধু স্মৃতির মতোই ছোট।
চোখের জলে লেখা থাকে অপূর্ণ চাওয়া,
তবুও মুখে হাসি জীবন তো থেমে থাকে না।
এই ব্যথা, এই প্রেম, এই না বলা গান
সবই তো আমার একান্ত আত্মার সাথি এখন।
0.00 SBD,
3.12 STEEM,
3.12 SP
ভালোবাসা সেতো নীরব ঘাতক,
কুঁড়ে কুঁড়ে খায় মনোপ্রাণ,
তবুও কেন ভালোবাসার জন্য
ঝড়ে যায এত মন?
ভালোবাসি তোমায় বলবো না ওগো,
বুঝে নিও চোখের ভাষায়,
তোমার জন্য ওগো আমার হৃদয়ে,
হাজারো প্রেমের ফুল ফোটে।।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
অজানা ব্যথা আগলে ধরে মনকে,
নীরবতার সব ভাষা চোখের কিনারে।
মুখের প্রতিচ্ছবি কি আজ বাক্যহীনে?
ভালোবাসার সব মায়া কি শুধুই হৃদয় গহীনে?
ছেড়া মন ভেসে চলে উত্তাল সমুদ্রে,
হৃদয়ের পিঞ্জরগুলি পাখির মতোই ছটফট করে।
বন্দী খাঁচাগুলি নাম লেখায় সাক্ষী স্বরূপ,
নীরব ভালোবাসাগুলি অচেনা হয়ে কাটায় যুগ।।