আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৬৩

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

মিথ্যে আশা প্রতিশ্রুতি
মিথ্যে ভালোবাসায়
কারো কারো জীবন তরী
স্রোতের টানে ভাসায়।

ভারসাম্যহীন জীবনযাপন
কারো প্রতিচ্ছবি,
কেউবা আবার নেশাগ্রস্ত
অস্ত যাওয়া রবি।

কারো আবার অকাল মৃত্যু
মিথ্যে প্রেমের টানে
জীবনটাকে তুচ্ছ ভাবে
বোঝে না এর মানে।

লেখক

@selinasathi1

লেখক এর অনুভূতি:

বর্তমান প্রেক্ষাপটের মধ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমের অভিনয় করতে আমরা অনেক কেই দেখছি।৷আবার৷ দেখা যায় মিথ্যে প্রেমে পড়ে অনেকের হচ্ছে অকাল মৃত্যু। কেউবা হচ্ছে পাগল। আবার কেউবা হচ্ছে নেশাগ্রস্ত।এই বাস্তব অনুভূতি থেকেই এই অনু কবিতার সৃষ্টি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মিথ্যের টানাপোড়েনে
জর্জরিত জীবনের নৌকাখানি
মিথ্যে ছলনায়
সময়গুলো বড্ড ফিকে জানি।

গতিহীন জীবনে
সবকিছুই ধোঁয়াশার চাঁদরে মুড়ে,
কেউবা আবার আসক্ত
নিভে যাওয়া প্রদীপে কালির জোয়ারে।

কারো জীবন অতিশয় ক্ষুদ্র
মিথ্যে প্রেমের আশ্রয়ে
জীবনের মায়া বিসর্জনে
ভাবে না কোনো মর্ম গুনে।।

 2 years ago (edited)

বাহ বেশ লিখেছেন আপু।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, উৎসাহ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

ওয়াও দিদি অনেক সুন্দর একটি অনু কবিতা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ দাদা উৎসাহ দানের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

খুব সুন্দর লিখেছেন আপু।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু😊.

 2 years ago 

মিথ্যে স্বপ্নের রঙিন ছায়া,
মিথ্যে আশার ভালোবাসা
স্বপ্নের সমুদ্রে ভেসে হৃদয়
অস্থির সময়ে করে বিস্তার।
অসত্য প্রেমের টানে
মিথ্যা যত প্রত্যাশা
জীবনের গতি হারিয়ে,
জীবন এখন ছন্নছাড়া।

 2 years ago 

অসাধারণ হয়েছে ভাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

অনেক সুন্দর হয়েছে। চেষ্টা করলে খুব সুন্দর লিখতে পারবেন।

 last year 

লাইনগুলো আপনার কাছে অনেক সুন্দর লেগেছে, জেনে অনেক ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ক্ষনিকের ঠুনকো ভালোলাগা
মনে জাগায় গভীর আশা
স্বপ্নে জাগা, স্বপ্নে ভাসা
জন্ম নিয়েছে ভরসা।

তাকে ভেবে জীবনযাপন
ভালোবাসা হৃদয়ে লালন
তার অসম্মতি হতাশার কারন
বেয়ারা জীবন মানছে না বারণ।

তার বিরহে কষ্টের আগুন
নিঃশ্বাসের গতি বেড়েছে দ্বিগুণ
পৃথিবীর মায়া আর টানে না
নেশায় ডুবে কমছে যাতনা।

 last year 

বাহ! বেশ ভালো লিখেছেন পরে বেশ মজা পেলাম।লেগে থাকুন আরো চমৎকার লিখতে পারবেন।

 2 years ago 

মিথ্যে ভালোবাসার মায়া জলে,
জীবন আমার গেল বৃথা জলে।
এই জীবনের কত স্বপ্ন ছিল,
শুধুই তোমায় নিয়ে।

সকল স্বপ্ন হার মেনে গেল,
তোমার মিথ্যে ভালোবাসার কারণে।
হাজারো মিথ্যে ভালোবাসার কারণে,
জীবন শেষ হয়ে যায় এক নিমিষে।

 2 years ago 

আমায় দেখে তুমি চুপি চুপি হাসো
সত্যিকারে বলো তুমি কাকে ভালোবাসো।
অনেক আশা স্বপ্ন নিয়ে,
হয় যে ভালোবাসা
যে ভালোবাসায় বিষ দিয়ে করলে সর্বনাশা।
নিজের আশা নিজের বাসা
নিয়ে থাকি অনেক হতাশা,
তুমি আমি মিলে যদি
বিশ্বাসের ঘর না ভাঙ্গি,
তবে থাকবে না সেখানে প্রতারণা
সুখের নীড়ে বাধবো দুজনে বাসা।

 2 years ago 

দারুণ ছিলো আপু।

 2 years ago 

চাইনা আমি মিথ্যে আশা
মিথ্যে ভালোবাসা
নিজের জীবন নিজে গড়বো
গড়বো নতুন বাসা।।

ভালোবাসার কথা বলে
যারা দিল ফাঁকি
তাদের জন্য নেইকো মায়া
ঘৃণা নিয়ে বাচিঁ।।

 2 years ago 

মিথ্যে প্রেমের কারণে,
হাজারো স্বপ্ন যাই ভেঙে।
এই স্বপ্নগুলো পূরণ হবে না,
মিথ্যে প্রেমের জালে।

কেন ভালোবেসে ছিলে,
মিথ্যে আশা দিয়ে।
তোমার আশাতেই জীবন আমার,
গেলো যে বিথা জলে।

 2 years ago 

ভালোবাসার রঙিন স্বপ্ন ছিল,
শুধু তোমায় নিয়ে।
স্বপ্নগুলো মিথ্যে হলো,
তোমার ভালবাসার অভিনয়ে।

তুমি ছিলে অভিনেতা,
করলে মিথ্যে ভালোবাসার অভিনয়।
তাইতো আমার ভালোবাসার,
হলো যে পরাজয়।

 2 years ago 

অসাধারণ মিলিয়েছেন।

 2 years ago 

কেন হারিয়েছো সেদিন,
আমায় না বলে।
তোমার স্মৃতি আজও ভাসে,
আমার দু চোখের মাঝে।

তুমি নেই আজ তবুও,
স্মৃতিরা যে বহমান।
দীর্ঘশ্বাসে স্মৃতি উত্তোলন হয়,
সেটাই তার বড় প্রমাণ।

 2 years ago 

মিথ্যে মায়ায় আটকে জীবন,
কখন জানি হয় যে মরণ।
আরেকটিবার বাচাঁর আশায়,
নির্ঘুম রাত কেটে যায়।

মিথ্যে ভালোবাসার বেড়াজালে,
বন্ধী মনের সুপ্ত অনুভূতি।
চোখের জলের মূল্য কি আর,
হৃদয়হীনা বুঝে?

Posted using SteemPro Mobile