আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
ভালোবাসায় জেগেছে তৃষ্ণা
তোমার সংস্পর্শে হারাতে চায় প্রাণ,
হৃদয়ে উঠেছে ঝড়
প্রশান্তির বৃষ্টিতে জুড়াতে চায় প্রাণ।
লেখক:
লেখকের অনুভূতি:
ভালোবাসায় হৃদয় যেমন চঞ্চল হয়ে উঠে ঠিক তেমনি মাঝে মাঝে কারো শূণ্যতায় উষ্ণতা বেড়ে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসার আগুনে পুড়িয়ে হৃদয়,
খুজিঁ বারে বারে প্রিয় গো তোমায়,
তোমার প্রেমেতে রাঙাবো আমি,
আমার এ রঙিন মন।।
ভালোবেসে যদি ধরো দুটো হাত,
বাধিঁবো তোমায় মনে,
ভালোবাসা দিয়ে রাখিবো তোমায়,
আমারই বুকের মাঝে।।
0.00 SBD,
3.54 STEEM,
3.54 SP
ভালোবাসায় জ্বলে ওঠে আবেগি মন
তোমার ছায়াতে হারায় মনের আপন।
নয়ন জলে ভেসে যায় বহুদূর স্বপ্ন
তোমার স্পর্শে ফিরে পাই প্রাণ।
নিভৃত নির্জন রাতে বাজে সুর মধুর
তোমার নামেই জেগে উঠে প্রশান্তির ভোর।
অন্তরে বাঁজে রঙিন প্রেমের তান,
তোমায় ছাড়া সব যেন আমার বিরান।
0.00 SBD,
3.53 STEEM,
3.53 SP
মনের খিদে আজ বেড়ে যায়
তোমায় জন্য ভেবে
ভোরের সূর্য আমার থেকে
তোমার খবর নেবে
তৃষ্ণা মিটুক সুখের কাছে
সঙ্গে থাকুক ভোর
না পাওয়া সেই মনের খবর
চেনাবে অক্ষর
0.00 SBD,
3.51 STEEM,
3.51 SP
আবেগি মন সে তো
ভালবাসায় পরিপূর্ণ থাকে সর্বক্ষণ ,
নিরব রাত নীরব জোছনা
তোমার ভাবনাগুলো হৃদয়ে
আঁকে আলপনা,
যে থাকে স্বপ্ন চোখের প্রেরণা,
তবে কেন মাঝে মাঝে শূন্যতায় উষ্ণতা,
হৃদয়ে থেকে যায়।
0.00 SBD,
3.50 STEEM,
3.50 SP
বা বাহ চমৎকার লিখেছেন তো প্রত্যেকটা লাইন।
নিশিতে জ্বলে তোমার স্মৃতি,
চাঁদের আলোতেও খুঁজে ফিরি মুখ,
চোখের পাতায় স্বপ্নের ছোঁয়া,
তোমার ছায়াতেই খুঁজে পাই সুখ।
0.00 SBD,
3.49 STEEM,
3.49 SP
অফুরন্ত তৃষ্ণায় ডুবেছে এই মন
যেখানে হারায় স্বপ্নেরা,
গদ্যেরা ভাসে খাতার পাতায়--
হৃদয়ে ওঠে ভালোবাসার চঞ্চলতা
শীতলতায় ছুঁয়ে যায় এই প্রানের ভাষা।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
ভালোবাসার হয়েছে মৃত্যু,
নিছক মায়ায় বেধেঁ রেখেছে প্রাণ।
হৃদয়ে অথৈ সাগরের ঢেউ,
তোমাকে পাওয়ার আকাঙ্খায় হৃদয় আজ নির্জীব।
চোখের তারায় ডুবে আছে মন,
তোমার মুখে খুঁজে পায় স্বর্গের ছোঁয়া।
মুগ্ধ হৃদয়ে জমে আছে বৃষ্টিধারা,
তোমার নামে ভেসে যায় সব কথা।
ছায়ায় ছায়ায় মিশে যায় প্রাণ,
তোমার স্পর্শে জ্বলে আলোর গান।
মধুর মুহূর্তে হারিয়ে যাই,
তুমি যে আমার অনন্ত ঠিকানা।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে ঠোঁটের তৃষ্ণা,
নির্জন হৃদয়ে বাজে মোর প্রেমের বীণা।
আকুল ঝড়ে কাঁপে প্রাণের কলতান,
প্রশান্তির বৃষ্টি খোঁজে একাকীত্বের অবসান।
প্রেমে মন হয়েছে উতলা
তোমায় পাশে চায় সারা বেলা।
মনে ভালোবাসার উঠেছে ঝড়
প্রশান্তির বৃষ্টিতে আজ ভিজবো দুজন।
তুমি আমার চিরশখের অপ্সরী
তোমায় আমি অসম্ভব ভালোবাসি।