আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৬


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

একটা সত্য ঢাকা পড়ে যায়
হাজার মিথ্যার মাঝে,
একটা স্বপ্ন ফিকে হয়ে যায়
হাজার দুঃস্বপ্নের ভিড়ে।

লেখক

@hafizullah

লেখকের অনুভূতি:

মানুষের জীবনের স্বপ্নগুলো অন্ধকারের রাতের জোসনার আলোর মতো কাজ করে থাকে কিন্তু বাস্তবতার নির্মম পরিবেশে মাঝে মাঝে সেগুলো হতাশার চাদরে ঢাকা পড়ে যায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 22 days ago 

একটা আলো হারিয়ে যায়,অন্ধকারের গহীনে,
একটা মন ভেঙে পড়ে,কষ্টের কঠিন বাঁধনে।
একটি আশা মলিন হয়ে যায়,নিরাশার গভীর ছায়ায়,
একটি পথ হারিয়ে ফেলে,ভুলের অন্ধকার মায়ায়।

 22 days ago 

অসাধারণ হয়েছে তোমার কবিতাটা।

 22 days ago 

❣️❣️💗💗

 22 days ago 

স্বপ্ন হারায় জীবন হারায়
ভাবনা হারায় ক্রমে
নদীর মত শান্ত জীবন
কখন যে যায় থেমে।

আবার কখন সত্যগুলোও
মিথ্যা সাজে শেষে
মিথ্যা সকল সারাজীবন
জীবনযুদ্ধে মেশে।

 22 days ago 

ভাই ভীষণ সুন্দর লিখেছেন, মনে হচ্ছে আমার কবিতার বাকি অংশগুলো পূর্ণতা পেয়ে গেছে।

 22 days ago 

একটি চাঁদ ঢাকা পড়ে
হাজার মেঘের আড়ালে,
একটি প্রার্থনা হারিয়ে যায়
হাজার ব্যথার ধ্বনিতে।

একটি আলো নিভে যায়
হাজার অন্ধকারের ভিড়ে,
একটি প্রেম হারিয়ে যায়
হাজার বিরহের তীরে।

 22 days ago 

বেশ ভালো লিখেছেন ভাই।

 22 days ago 

একটা আশা হারিয়ে যায়
নিরাশার গভীর স্রোতে,
একটা আলো ম্লান হয়ে যায়
অন্ধকারের কঠিন প্রহরে।

একটা গান থেমে যায়
নিঃশব্দতার বাঁধা সুরে,
একটা জীবন হারিয়ে যায়
ভুলের নির্মম চক্রে।

 22 days ago 

খুব সুন্দর হয়েছে ভাই।

 22 days ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 22 days ago 

একটি সত্যের মুখ লুকিয়ে
মিথ্যেগুলিকে স্বস্নেহে আপনে,
মিথ্যে চলে বাতাসের আগে
সত্য চলে নিদারুণ পায়ে হেঁটে।

একটি স্বপ্নের মলিনতায়
দুঃস্বপ্নদের কঠিন মেলায়,
জীবনের একটি স্বচ্ছ রাস্তায়
পথিকেরা চলে হাজারো অস্পষ্টতায়।।

 22 days ago 

একটা সঙ্গী দূরে চলে যায়
হাজার অশান্তির মাঝে।
একটা ভালোবাসা হারিয়ে যায়
হাজার বিরক্তির ভিড়ে।

 22 days ago 

বাহ দারুন দারুন।

Your post is manually
rewarded by the Steem-Bingo

montasje steem-bingo 5 500 x 441.jpg

STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!

How to join, read here

Prize pool: 112.5 Steem

 22 days ago 

স্বপ্নগুলো রঙিন ছিল,
হাওয়ায় ভাসত ডানামেলে,
বাস্তবতার কাঁচি এলো,
কেটে দিল মাঝপথে চলে।

তবু মনের গভীর কোণে,
জ্বলে ছোট্ট আশার প্রদীপ।
অন্ধকারও হার মানে,
যখন জাগে নতুন শরিপ।

 22 days ago 

দারুণ লিখেছেন আপু, বেশ সুন্দর মিল হয়েছে।

 22 days ago 

স্বপ্নে ধুলার আস্তর জমে,
চরম অবহেলায়া।
স্বপ্ন ভেঙ্গে খান খান হয়,
প্রচুর অবজ্ঞায়।
স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হয়,
কষ্ট আর হতাশায়।
স্বপ্ন পরিণত হয় কাতরতায়,
তীব্র যাতনায়।