আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সুখ থাকে ছোট্ট হাসিতে,
ভালোবাসা আর মনের পাশে।
অহংকারে কোন সুখ থাকে না,
বরং ভালো কাজে মনে সুখ আসে
লেখক:
লেখকের অনুভূতি:
সত্যিকারের সুখ,ভালোবাসা,ভালো কাজের মাঝে থাকে, কিন্তু অহংকারে কখনোই সুখ পাওয়া যায় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অল্পতেই সুখ খুঁজে নেয় মন,
চাহিদার নয়, হৃদয়ের ধন।
অহংকারে হৃদয় শুকায়,
ভালোবাসায় জীবন,
তাই জ্বলজ্বল করে ওঠে।
0.00 SBD,
4.27 STEEM,
4.27 SP
অসাধারণ হয়েছে
ক্ষুদ্র হাসি এনে দিতে পারে মহাতৃপ্তি,
ভালোবাসার রংধনু মিশিয়ে গড়তে পারে ভিত্তি।
অহংকারে থাকে না কোনো প্রশান্তি,
থাকে শুধুই আত্মগ্লানি।
সুকর্মে দিতে পারে সব সুখ,
মুছতে পারে অজানা দুখ।।
0.00 SBD,
4.25 STEEM,
4.25 SP
শান্তি আসে সত্যের আলোতে,
দ্বিধা মুছে মনের ছায়াতে।
সাহায্যের হাত বাড়ানোতে,
অন্যের দুঃখে শেয়ার হওয়া সুখে।
প্রকৃতির মাঝে শান্তি খুঁজে,
মনের মধ্যে সাদা নীতি বজায় রেখে।
দুর্বলতায় শক্তি খুঁজে পাওয়া,
বিশ্বাসে হারানো ভয় সরানো।
0.00 SBD,
4.23 STEEM,
4.23 SP
দারুন হয়েছে ভাই।
বাহ খুব সুন্দর লিখেছেন তো।
অহংকার
অহংকার দেয় দেয়াল,
ভালোবাসা খুলে দরজা।
সুখ আসে নীরবে—
যেখানে থাকে মমতা।
0.00 SBD,
4.21 STEEM,
4.21 SP
আলো জ্বলে কারো দুঃখ ভুলিয়ে,
ভালোবাসা আসে সব কষ্ট ধুয়ে।
অহংকারে সম্পর্ক শুকায়,
সত্য স্পর্শে হৃদয়ে আমার,
ভালোবাসা ফুলে ফোটায়।
0.00 SBD,
4.20 STEEM,
4.20 SP