আমার বাংলা ব্লগ এ লেভেল-১ আপ এর জন্য ভেরিফিকেশন পোস্ট ||

আসসালামু আলাইকুম

আল্লাহ তায়ালার রহমতে আশা করি সবাই ভাল আছেন । আমাকেও আল্লাহতালা আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন । এটি আমার "আমার বাংলা ব্লগ" কমিউনিটি তে প্রথম পরিচিতি পোস্ট । আশা করছি যে আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে এটি আমার একটি দীর্ঘমেয়াদী পথচলা হবে এবং সবার সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলতে পারবো ।

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHgjn3SQXZdqMzWo82Pddv6oSVhg7mVKzwx8auyUqkhbD9EQiQzXCqyad31m4NprcnPxikB2YsqtaMnWVGY7spfn38yPG79tFtT2e3iRPXcbJnvbC4uVX9Y.jpeg

আমার পরিচিতি :

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VYztbtNuBv6z2fDTkdFy23QSVPmFmqED9R4bbGR9z3cNFRxsWzzNjfdkv2aMp6FnTXP1WuB5XsTnrA.jpeg

আমার নাম শরিফ শিহাবুজ্জামান । আমি একজন বাংলাদেশের নাগরিক । আমি আমার পরিবারের সাথে ফরিদপুর শহরে বসবাস করি । আমাদের পরিবারে আমরা পাঁচজন সদস্য রয়েছি । আমরা দুই ভাই এবং এক বোন যেখানে আমি পরিবারের সবার ছোট । আমি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2019 সালে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর উপর ডিপ্লোমা কমপ্লিট করে । বর্তমানে আমি "ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ" এ ইইই নিয়ে বিএসসি করছি ।

আমার পেশা :

2CwnDyeL7SRXDBVj6NtmCD5H6MtSGL67PPVU3VFHdaaQVztwNqEtmDnoKZb7z1hNRg6nbW8rSNdMPGBY7QmwTyEFkBiYB3r2VaoW41X4hzFMfAjqG1kY63bvjB9SmQeYk2aQaS4tGsWzDQRaydhPgq9y8KJJCzxbPMRgicHQQHoREr6qJkXH8.jpeg

আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার । আমি 2019 সাল থেকে ফাইবার মার্কেটপ্লেস এ কাজ করছি । যদিও আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি কিন্তু পেশা হিসেবে ফ্রিল্যান্সিং টাকেই বেছে নিতে চাই । এটা নিয়ে কাজ করতে আমি একটি অন্যরকম প্রফুল্ল অনুভব করি।

ভ্রমণ জীবন :

ভ্রমণ করতে আমি সব সময় পছন্দ করি । তাই যখনই সুযোগ পাই পরিবারের সাথে বা বন্ধুদের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখতে দেখতে বেরিয়ে পড়ি । বাংলার সৌন্দর্য যে কত অপরূপ তা কখনোই ঘরে বসে মোবাইলে বা কম্পিউটারে ইন্টারনেটে বসে প্রকৃতপক্ষে অনুভব করা সম্ভব নয় । আমার আম্মু বলে আল্লাহর সৃষ্টির ঘুরে দেখতে পারাটাও একটি আল্লাহর নিয়ামত । তাই চেষ্টা করি কখনও পাহাড়ের চূড়ায় উঠতে আবার কখনো সমুদ্রের স্রোত ভাসতে।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWpzsccsLosWM77gbWLGAyUCY66Yr7RfByr9djjKw7XRnpnsdLYYPG3Eb5GAXGjphj15P8zKJFgBNbBmo4AFzwfC.jpeg

pBMyo3B2Sao2EbuHAFTX1CNWMbam25xJGPs4sKmLS6XL7oXcbS88CfyDMQSACTDF2FW8UE2KUcvZ1hDgnX9PKnbj5GUWAe8TiFws3nX2oQRjFGWdoGpLuYU3AxXLQqMvDpHPtce3AZdBadAzDPbDQkd5nmQXZ1SVcnR2AF4oVAcCB81C.jpeg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yVx7GpU4y4Z3fspXNvSFReDYGn4mRKBBwiQiVdCX1Lw9MPTkfq32B43cFKi9zMxGiiHVr9NPUmFxKvowzXabmBkyEjGAa.jpeg

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JWDn3kLnFA1WddpaUafnqyfnD2mNAPXJoTELW4GyVnSxeXh9B3YjAnDRUp9tp7AgZ5XfQq9vFUtUDvQnmvkmr8nsfNd6jiP8.jpeg

4bEjbgCbFMvA8T33kKpp3RsBvZue1Hns5Cwuz57pgmmNsNksgGy5Bfu7MigSAp9YzZvE8y7E9YRf4SoUPHtfvdSvr4H2XnngA3zAbM9Y6HFdkvH9Xb9m6yYVf5qCJDLWYsP57qKRP94BmnpRRqqikKuyGqM6qtYXrh59rmq6nSwNzgYqa6.jpeg

@abb-school এর study-level-01 এর বিষয়বস্তু এবংকমিউনিটির নিয়মাবলী:

@abb-school এর study-level-01 এর যে প্রথম ক্লাসটি হয়েছে 11/02/2021 তারিখে সেখানে আমাদের টিচার হিসেবে ছিলেন @shuvo35। ভাইয়া আমাদের নতুন মেম্বারদের খুবই আন্তরিক ভাবে স্বাগতম জানিয়েছেন এবং অনেক বিস্তারিত ভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মগুলো বোঝাতে চেষ্টা করেছেন। ধাপে ধাপে কিভাবে ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করব সে ব্যাপারে বিস্তারিত কথা বলেছে ।

  • প্লাগিরিজম:
    অর্থাৎ কখনোই কোন জায়গা থেকে অন্য কারো লিখা নিয়ে এসে নিজের বলে চালিয়ে দেয়া যাবেনা. যাই লিখবো বা পোস্ট করব তা সম্পূর্ণ নিজের হতে হবে।
  • কপিরাইট:
    অর্থাৎ কোন ছবি বা ভিডিও যা সর্বসাধারণের ব্যবহারের জন্য কর্তৃপক্ষ অনুমতি দেয়নি তা নিজের পোস্টে ব্যবহার করা যাবে না। যদি একান্তই প্রয়োজন হয় তবে যেসব ওয়েবসাইট কপিরাইট ফ্রি বিষয়বস্তু সরবরাহ করে সেগুলো ব্যবহার করা যেতে পারে।
    তেমন কিছু ওয়েবসাইট হচ্ছে:
    • pixabay
    • pexels
    • unsplash

তবে যথাসম্ভব নিজেদের তোলা ছবি ব্যবহারের জন্য বলেছেন ভাইয়া।

  • ফার্মিং:
    অর্থাৎ বিভিন্ন পরিচয় দিয়ে একাধিক আইডি চালানো বা সংঘবদ্ধভাবে ব্যবহার করা যাবেনা।

  • ট্যাগ:
    একই ধরনের পোস্ট কে একটি লেভেলে আনার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। ট্যাগ নির্বাচনের সময় যে বিষয়ে পোস্ট করা হয়েছে সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ ট্যাগ নির্বাচন করতে হবে করতে হবে। পোষ্টের সাথে যে বিষয়ের কোন মিল নেই এমন ট্যাগ কখনোই ব্যবহার করা যাবে না।

  • রি-রাইট আর্টিকেল:
    একাধিক আর্টিকেলস সোর্স থেকে ইনফরমেশন সংগ্রহ করে কিছুটা পরিবর্তন করেন নিজের বলে চালিয়ে দেয়া যাবেনা। কিন্তু কোন একটি বিষয়ের উপর বিভিন্ন সোর্স থেকে ইনফর্মেশন সংগ্রহ করে কমপক্ষে 75 থেকে 80 পার্সেন্ট নিজের মতামত অনুযায়ী লিখে ব্যবহার করা যাবে। তবে সে ক্ষেত্রে অবশ্যই ইনফর্মেশন এর উল্লেখ উৎস করতে হবে।

  • স্প্যামিং:
    অর্থাৎ একই জিনিস বারবার পোস্ট করা বা ব্যবহার করা। এমনকি দুই-এক কথার মাধ্যমে অন্যের পোস্টে মন্তব্য করাও স্প্যামিং হিসেবে গণ্য হবে।

  • ম্যাক্রো পোস্ট:
    সংক্ষিপ্ত কথার কয়েকটি কথার ভিতরে একটি ছবি সংযুক্ত করে পোস্ট করলে সেটি ম্যাক্রো পোস্ট হিসেবে বিবেচিত হবে। অন্তত আড়াইশো ওয়ার্ডের পোস্ট করার চেষ্টা করতে, হবে অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।

  • নিষিদ্ধ পোস্ট:
    ধর্ম নিয়ে কোন কথাবার্তা বা মন্তব্য করা বা রাজনৈতিক কোন বিষয়ে পোস্ট করা যাবে না ।

  • এনএফএস ডাবলু ট্যাগ:
    যদি কখনো এমন কিছু পোস্ট করা হয় যা দেখে কোন পাঠক বিব্রত বোধ করতে পারে সে ক্ষেত্রে এই ট্যাগ ব্যবহার করতে হবে. যাতে করে পাঠক বুঝতে পারে যে এই পোস্টে কষ্টকর বা যন্ত্রণাদায়ক কিছু বিষয়বস্তু রয়েছে. তখন সে ইচ্ছা করলে পোস্টে ক্লিক করে দেখতে পারবে বা এড়িয়ে যাবে।

  • কমিউনিটি এঙ্গেজমেন্ট:
    অন্যান্য মেম্বারদের সাথে আমার বাংলা ব্লগের মেম্বারদের করা পোস্ট এ নিজের মতামত জানাতে হবে কিছু ভালোলাগলে সেজন্য প্রশংসা করতে হবে এবং ডিসকর্ড চ্যানেলে মেম্বারদের সাথে কথা বলার মাধ্যমে নিজেকে পরিচয় করাতে হবে।

  • পোস্ট লিমিট:
    আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রতিদিন 24 ঘন্টায় সর্বোচ্চ চারটি পোস্ট করা যাবে। এক্ষেত্রে কোনটির উপর মনোযোগ না দিয়ে কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট পোস্ট করার চেষ্টা করতে হবে।

আমার বাংলা ব্লগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা:

ব্লগিংয়ের আমার পূর্বের কোন অভিজ্ঞতা নেই। যখন আমি শুরু করি তখন বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্ত ছিলাম, একটা সময় চিন্তা করছিলাম আমাকে দিয়ে ব্লগিং হবে না । কিন্তু এখন "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সাথে যুক্ত হওয়ার পরে আমার সেই চিন্তাটা পরিবর্তন হয়ে গেছে। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল মেম্বার এর আন্তরিক ব্যবহার এবং মডারেটরদের সহযোগিতা ও স্বচ্ছ গাইডলাইন পাবার পরে পুরো ব্যাপারটা আমি খুবই উপভোগ করছি। ইনশাআল্লাহ যতদিন "আমার বাংলা ব্লগ" কমিউনিটি থাকবে এবং আমার পক্ষে সম্ভব হবে আমি এটার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করব।

অসংখ্য ধন্যবাদ জানাই @shuvo2021 আগামীতেও সকলকে এভাবে সহযোগিতার জন্য পাশে পাবো আশা করছি ।

আজকের মত আমার পরিচয় পর্ব এখানেই শেষ করছি । সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি । আগামীতে আবারো ইনশাল্লাহ কথা হবে আড্ডা হবে নতুন ব্লগার বন্ধুদের সাথে । ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ ।

Sort:  
 3 years ago 

ভাই ঠিক মত কাজ করো । আশাকরি তুমি পারবে । তোমর জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।
ভাল থাকো ।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কমিউনিটির নিয়ম অনুসারে ভালো ভাবে কাজ করার এবং সামনে এগিয়ে যাওয়ার। ভালো থাকবেন ভাইয়া

শুভ ভাইয়া আপনার ভেরিফিকেশন পোস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আশাকরি আপনি লেভেল টু তে যেতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন জানো এভাবেই সামনে এগিয়ে যেতে পারি।

ইনশাআল্লাহ ভাইয়া। সবসময় দোয়া রইলো।

 3 years ago 

ভাইয়া অনেক সুন্দর করে গুছিয়ে সব কতা বলেছেন। অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে স্বাগতম।আপনার সম্পর্কে জেনে ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপু।

Dear @svshuvo

APPICS is the easiest way to share pictures & videos on the blockchain and get rewarded with both STEEM and APX tokens! 📱

I'd like to invite you to join our mobile apps for iOS and Android, where you can simply login with your steemit account and start getting rewarded for your passion. APPICS is the most engaged dApp in the STEEM ecosystem!

If you are on iOS, please visit ios.appics.com and download the app directly from there. If you are on Android, please sign up at softlaunch.appics.com with your google play store email address so that we can invite you and send you an exclusive download link via email!

Team APPICS

Everything you need to know about APPICS: https://linktr.ee/appics

Visit our Website: https://appics.com

Join us on Telegram: https://t.me/appics_official