লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @nirob70 [10% beneficiaries for @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আমার বাংলা ব্লগ

লেভেল ওয়ান হতে আমার অর্জন

Picsart_22-10-21_22-58-37-448.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও অনেক ভালো আছি ৷ আমি বাংলাদেশ থেকে লেভেল ওয়ান হতে আমার অর্জন পোষ্টি শেয়ার করতেছি ৷ আমি বর্তমান ''আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একজন নতুন মেম্বার পদে আছি ৷ এবং আমি লেভেল ওয়ান এর জন্য আজকের পোষ্টি করতেছি ৷

আজ জানুয়ারি মাসের দশ তারিখ মঙ্গলবার ৷ আমি লেভেল ওয়ান অর্জনের জন্য দুটি ক্লাস করেছি ৷সেখানে আমি অনেক কিছু জানতে পেরেছি ৷ ক্লাস দুটি গত শুক্রবার ও শনিবার রাত দশটায় হয়েছে,সাত ও আট তারিখ ছিলো ৷ এছাড়াও আমি লেভের ওয়ার অর্জনের জন্য @abb-school থেকে লেভেল
ওয়ান এর লেকচার শিটটি ভালো করে পড়ে নিয়েছি ৷ এবং সেখান থেকে ধারনা নিয়ে আজকের পোষ্টটি সম্পূর্ণ করবো আমি ৷ এছাড়া আমি @rme দাদার ["আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট ] পোষ্টটিও খুব মনোযোগ দিয়ে পড়েছি ৷ যেখানে দাদা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ৷ ''আমার বাংলা ব্লগ" কমিউনিটি তে কাজ করার জন্য সে বিষয় গুলো ছিলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ৷ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার বিষয় গুলো আমি দাদার দেওয়া সর্বশেষ আপডেট থেকে জানতে পারি ৷ তো আজ আমি লেভেল ওয়ান অর্জনের জন্য লিখিত পরীক্ষা দিচ্ছি ৷লেভেল ওয়ান এর জন্য বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে হবে আমাকে ৷ যে প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ ৷ এ প্রশ্নগুলো উত্তর দেওয়ার মাধ্যমে আমি বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবো এবং মনে রাখতে পারবো ৷ বিষয় গুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমি বিভিন্ন বিষয় জানতে পেরেছি ৷ একজন ভালো মানের ব্লগার হওয়ার জন্য এই বিষয়গুলি জানার অনেক প্রয়োজন ৷ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মডারেট এবং এডমিনদের ৷ যারা আমাদের ভালো ব্লগার হতে সাহায্য করতেছে এমন সুন্দর ব্যবস্থার মাধ্যমে ৷

তো আমি লেভেল ওয়ান হতে আমার অর্জন শেয়ার করতেছি ৷ প্রশ্ন গুলো শিয়াল পন্ডিতের পাঠশালা থেকে নেওয়া হয়েছে ৷ এবং উত্তর গুলো শিয়াল পন্ডিতের পাঠশালা থেকে ধারণা নিয়ে নিজের ভাষায় নিজের মতো করে দেওয়া চেষ্টায় ৷ যেটুকু পড়ে বুঝেছি সেটুকুই প্রকাশ করতেছি ৷ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ৷

১৷ কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

এক্টিভিটিস স্পামিং সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে ৷ যেমন,
কেনো ঘটনাকে বারবার ঘুরিয়ে লেখা ৷কিংবা একই কথা বিভিন্ন ভাবে বারবার বোঝানোর চেষ্টা করা ৷একই জায়গায় ছবি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম করে পোষ্ট করা৷ কেনো ব্যক্তি কে কারণ ছাড়া বারবার মেনশন করা ৷পোষ্টটের ভিতি ছাড়া ট্যাগ করা৷ এককথায় বিরক্তিকর কেনো কিছু করাই এক্টিভিটিস স্পামিং ৷যেটি জঘন্যতম অপরাধ ৷

২৷ ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

ফটো কপিরাইট বলতে বোঝায় অন্য কেনো ওয়েবসাইট কিংবা অন্য কেনো মাধ্যম থেকে অন্যর ছবি চুরি করে এনে নিজের বলে চালানোই ফটো কপিরাইট ৷

৩৷ তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

১. https://pixabay.com
২. https://www.pexels.com/
৩. https://www.freeimages.com

এই তিনটি ওয়েবসাইট থেকে আমরা ফ্রি ফটো সংগ্রহ করতে পারি ৷

৪৷ পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

ট্যাগ ব্যবহার করা হয় পোষ্ট বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার জন্য ৷যে বিষয়ের উপর পোস্ট করব সেই বিষয়ের উপর ট্যাগ করলে একই ধরনের ট্যাগ দিয়ে সবগুলো পোস্ট খুঁজে পাওয়া যায় ৷ আমি যদি ফটোগ্রাফি পোষ্ট করি তাহলে আমাকে ফটোগ্রাফি বিষয়ক ট্যাগ করতে হবে ৷ যাতে ফটোগ্রাফি বিষয়ক ট্যাগ দিয়ে কেউ সার্চ করলে আমার ফটোগ্রাফি পোষ্টটি সহ সকল ফটোগ্রাফি পোষ্ট এক সাথে খুজে পাওয়া যায় ৷

৫৷ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গরুর মাংসের রেসিপি ,শুকুনের মাংসের রেসিপি শেয়ার করা নিষিদ্ধ ৷ এছাড়াও অশ্লীল, অসামাজিক ,নারী নির্যাতন,পুশু নির্যাতন ,ধর্ম বিষয়ক , রাজনৈতিক বিষয়ক এবং পর্নোগ্রাফি পোষ্ট করা নিষিদ্ধ রয়েছে ৷

৬৷ প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

প্লাগারিজম বলতে বোঝায় অন্যর লেখা কপি করে নিজের কিছু লেখা যোগ করে পোষ্ট করা এবং পোষ্টি সম্পন্ন নিজের বলে যাবি করা ৷ এটি সাধারণত লেখাচুরি করার মতো ৷অন্য কারো পোষ্ট থেকে তথ্য দিয়ে যদি পোষ্ট করতে হয় সেক্ষেত্রে নিজের ৭০%লেখা এবং অন্যের ৩০% লেখা নিয়ে পোষ্ট করতে হবে

৭৷ re-write আর্টিকেল কাকে বলে?

এমন কোন বিষয়ের উপর লিখা যার জন্য কিছু তথ্য অন্য কোন জায়গা থেকে নিতে হবে। সেক্ষেত্রে নিজের থেকে ৭৫-৮৫% এবং বাকি তথ্য অন্য জায়গা থেকে সংগ্রহ করা কে re-write আর্টিকেল বলে।

৮৷ ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

*আমরা যদি কিছু তথ্য অন্য কোনো মাধ্যম থেকে ধারণা নিয়ে থাকি তাহলে , সে মাধ্যমের সোর্স দিতে হবে ৷ এবং আমরা যদি ছবি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ফ্রি ফটো ওয়েবসাইট থেকে নিতে হবে এবং তার সোর্স দিতে হবে ৷

৯৷ একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

একটি পোষ্ট করার সময় যখন একটি ছবি এবং একশটির কম আর্টিকেল ব্যবহার করে পোষ্ট করা হয় তখন সেই পোষ্টটিকে ম্যাত্রুো পোষ্ট হিসেবে গণ্য করা হয় ৷

১০৷ প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন ব্লগার প্রতি ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিনটি পোষ্ট করতে পারবে ৷

ধন্যবাদ সবাইকে

Sort:  

আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি এবিবি স্কুল থেকে যে শিক্ষা গ্রহন করেছে তা আপনার পোস্টের মাধ্যমে আপনি তা প্রকাশ করেছে।আশা করি আপনি সকল নিয়ম মেনে কমিউনিটিতে আমাদের সাথে কাজ করবেন এই কামনাই করি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ৷

 3 years ago (edited)

মোটামুটি ভালই লিখেছেন। ব্যাপারগুলি যে বুঝতে পেরেছেন সেটা বোঝা যাচ্ছে আপনার পোষ্ট থেকে। সামনের শুক্রবার আপনি মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিন।

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

রি রাইট আর্টিকেল নিয়ে আপনাকে আরো একটু পড়তে হবে।

একশটির কম আর্টিকেল ব্যবহার করে পোষ্ট করা হয়

এখানে ১০০ টি শব্দ হবে।

 3 years ago 

জ্বি ভাইয়া আমি মৌখিক পরীক্ষা জন্য প্রস্তুতি নিচ্ছি ৷ ধন্যবাদ