|| লেবেল ওয়ান হতে আমার অর্জন || By @jannat0499
আসসালামুআলাইকুম/আদাব
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।
অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর থেকে স্টিমিটের ভিন্নতা👇
সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ফেসবুক টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর মত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি।এই যোগাযোগ মাধ্যমে গুলোতে কাজ করার মাধ্যমে আমরা যে সময় ব্যয় করি তা থেকে অ্যাপ্লিকেশনের মালিকপক্ষ জনপ্রিয় হতে থাকে এবং তাদের মান বৃদ্ধি পেতে থাকে এরং তারা অর্থসম্পদের মালিক হতে থাকে।
অন্যদিকে স্টিমিট এমন একটি ব্লগিং প্ল্যাটফর্ম যার
পার্থক্য হলো এখানে আমি সময় দিচ্ছি, যে লেখা লিখছি এবং অন্যের পোস্টে লাইক দিচ্ছি। এই সবগুলো কাজের জন্য আমাকে পেমেন্ট করা হচ্ছে। প্রত্যেক লাইক কিছু-না-কিছু টোকেন হিসেবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর এই পেমেন্ট এর পদ্ধতি হচ্ছে ব্লকচেইন এর ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে যার নাম স্টিম(steem) এবং এসবিডি (SBD)।
ব্লকচেইন কি এবং এর সম্বন্ধে ধারণা👇
আমি স্টিমিট এ যে সকল কাজ করি অর্থাৎ লাইক কমেন্ট, পোস্ট, শেয়ার এবং ট্রানস্ফার এই কাজগুলো কোন কেন্দ্রীয় অংশ থেকে নিয়ন্ত্রণ হয় না বরং এটা ডিসেন্ত্রালাইজড করা আছে। অর্থাৎ একটা বিকেন্দ্রীকরণ করা আছে। যেখানে এসকল ট্রান্সলেশন গুলো রেকর্ড হয়। এগুলো যে লেজারে রেকর্ড হয় সেটাই হচ্ছে ব্লকচেইন।মূলত একটা ব্লক আরেকটা ব্লকের সাথে সংযুক্ত থাকে।
লেভেল ১পরীক্ষার প্রশ্নোত্তর নিচে দেওয়া হল -
আমরা জানি,আমার বাংলা ব্লগ প্লাটফর্মে পোস্ট করার জন্য টাইটেল ২৫৫ ক্যারেক্টার এর মধ্যে হতে হবে। বডিতে ৬৫৫৩৬ ক্যারেক্টার লেখা থাকতে হবে । এবং নিজের পোস্টকে আকর্ষণীয় করার জন্য ছবি যোগ করার ক্ষেত্রে ছবির সাইজ ১০ মেগাবাইট হতে হবে।সর্বোচ্চ পাঁচটি ভুল বানান টলারেট করা যাবে।
১.কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য হয়?
উত্তর : স্প্যাম বলতে অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত বিষয় বোঝায় যা বারবার করা হয়ে থাকে।এই কাজ কে স্প্যামিং বলে।স্প্যামিং বিভিন্ন ধরনের হয়ে থাকে।
যেমন :-কোন ঘটনা, ছবি বা কোন বিষয়বস্তুকে ঘুড়িয়ে পিছিয়ে বারবার বিভিন্ন সময়ে বর্ণনা করা বা পোস্ট করা কে স্প্যামিং হিসেবে গণ্য করা হয়।
-আবার,কোন পোস্টে বিরক্তিকরভাবে কোন নির্দিষ্ট ব্যক্তিকে বারবার মেনশন দেওয়াও স্প্যামিং এর অন্তর্ভুক্ত।
-এছাড়াও কমেন্টের মাধ্যমেও স্প্যামিং করা হয়। যেমন :একই ধরনের কমেন্ট ঘুড়িয়ে পিছিয়ে বারবার করা। অন্য কারোর পোস্টের কমেন্টে গিয়ে নিজের পোষ্টের লিংক দেওয়া এবং ভোট চাওয়া। অপ্রাসঙ্গিক ট্যাগ বারবার ব্যবহার করা।এই সব গুলো স্প্যামিং এর আওতায় পরে।
২.ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তর : অন্যের সৃজনশীলতার মাধ্যমে তৈরি করা জিনিস তার অনুমতি ছাড়া কেউ যাতে ব্যবহার করতে না পারে তাই কপিরাইট আইন সৃষ্টি করা হয়েছে।
আমাদের পোস্ট সুন্দর করার জন্য অনেক সময় আমাদের পোস্টের সাথে সংশ্লিষ্ট কিছু ছবির দরকার হয়। সব সময় আমাদের কাছে সেই সংশ্লিষ্ট ছবি থাকে না। গুগল অথবা অন্য নাম প্ল্যাটফর্মে ছবি সার্চ দিলে ৯৯% ছবিতে কপিরাইট থাকে। কপিরাইটযুক্ত ছবি পোস্ট করা যাবে না।
৩.তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?
উত্তর: যে যে ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়। সেগুলো হলো :https://pixabay.com
https://www.pexels.com/
https://www.freeimages.com
৪.পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করা হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
উত্তর : ট্যাগ মূলত এক ধরনের কীওয়ার্ডস। ট্যাগ ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজেই পোস্ট খুজে বের করতে পারি। যে ধরনের পোস্ট করব সেই ধরনের ট্যাগ ব্যবহার করব।
তবে,ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে বড় হাতের অক্ষর লেখা যাবে না। সব ছোট হাতের অক্ষর লিখতে হবে। নিউমেরিক সংখ্যা লেখা যাবে না। একটি পোষ্টে সর্বোচ্চ আটটি ট্যাগ ব্যবহার করা যাবে।
৫.আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তর : আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বিভিন্ন বিষয়ের উপর কয়েকটি বিষয় এর উপর পোস্ট লেখা নিষিদ্ধ। যেমন:ধর্ম এফিলিয়েশন, চাইল্ড পর্নোগ্রাফি, নারী বিদ্বেষ মূলক ও নারী সম্মান ক্ষুন্ন এবং নারী নির্যাতন মূলক, সামাজিক বর্ণবৈষম্য, অপরাধ সমর্থন মূলক, শিশুশ্রম সমর্থন, NSFW ট্যাগ ছাড়া অশ্লীল এবং যৌনতা বিষয়ক,পশু পাখি নির্যাতন , রাজনীতি মূলক, কোন ব্যক্তি ধর্ম-বর্ণ জাতিসত্তার বিদ্বেষ মূলক ও হেয় জ্ঞান করে কোন পোস্ট করা যাবে না।
৬.প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর : অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দিলে অথবা কিছুটা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দিলে সেটাকে প্লাগোরিজম বলে। অন্যের লেখায় উদ্বুদ্ধ হয়ে নিজে লিখতে চাইলে অবশ্যই ৭০% নিজের লেখা হতে হবে এবং বাকি ৩০% লেখা নেয়া যাবে তাও কিছু নিয়ম নীতি আছে সেগুলো মেনে।
৭.re-write আর্টিকেল কাকে বলে?
উত্তর : একাধিক সোর্স থেকে তথ্য নিয়ে সেগুলো নিজের মত গুছিয়ে লেখাকে re-write আর্টিকেল বলে।
৮.ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তর : ৭৫-৮০%লেখা সম্পূর্ণ নিজের হতে হবে। যে রেফারেন্স থেকে তথ্য নেওয়া হবে, সেই রেফারেন্সের সোর্স অবশ্যই দিতে হবে এবং তথ্যগুলো ইনভার্টেড কমার মধ্যে থাকতে হবে। পোস্ট সুন্দর করার জন্য যে ইমেজ ব্যবহার করব, সেই ইমেজ অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে এবং ইমেজগুলোর সোর্স অবশ্যই দিতে হবে।
৯.একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসাবে গণ্য করা হয়?
উত্তর : একটি ছবি বা ১০০ ওয়ার্ডের কম লেখা কোন পোস্ট ম্যাক্রো পোস্ট হিসাবে করা হয়।
(বারবার ম্যাক্রো পোস্ট করলে তাকে স্প্যামার হিসাবে ধরা হবে)
১০.প্রতি ২৪ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে?( আমার বাংলা ব্লগে)
উত্তর: সর্বোচ্চ "তিনটি" পোস্ট করা যায় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে।
(এর বেশি করলে সেটা স্প্যামিংattempt হিসাবে গণ্য করা হবে)
ধন্যবাদ সকলকে✨💖
আমার পরিচয়
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖🌼
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
লেভেল ওয়ান এর সুন্দর পরীক্ষা দিয়েছেন আপনি। প্রত্যেকটা প্রশ্ন বেশ ভালোভাবে টাচ করেছেন দেখলাম। আপনি যদি সঠিকভাবে সমস্ত আনসার মাথায় রাখতে পারেন অবশ্যই ভেরিফাইড ইউজার হতে সুবিধা হয়ে যাবে।
জি ভাইয়া অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
প্রথমে আপনার জন্য শুভ কামনা করি। এত সুন্দর ভাবে পরীক্ষা দিয়া দেখে ভালো লাগলো। আশা করবো আপনি এভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে ভেরিফাইড হবেন। প্রত্যেক লেবেল ভালোভাবে মনে রাখার চেষ্টা করুন।
ধন্যবাদ আপু।আমি যতটুক পারছি চেষ্টা করছি।
লেভেল ওয়ানের পরীক্ষাটা খুবই সুন্দর ভাবে দিয়েছেন। বোঝা যাচ্ছে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। এই সবগুলো বিষয়ে ভালোভাবে মনে রাখবেন, তাহলে ভেরিফাইট মেম্বার হতে অনেক সুবিধা হবে।
জি অবশ্যই সব কিছু আয়ত্ত রাখার চেষ্টা করব। আপনার মতামত শুনে ভালো লাগলো।
লেভেল ওয়াল এর ক্লাস টা হলো স্টিম সম্পর্কে আপনাকে ব্যাসিক ধারনা দিবে যেটা আপনাকে স্টিমিট এ কাজের ক্ষেত্রে অনেক সাহায্য করবে।আপনার জন্য শুভ কামনা রইলো।