এবিবি স্কুল - লেভেল ওয়ান হতে আমার অর্জন: @helal-uddin

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)


আসসালামু আলাইকুম



হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি লেভেল ওয়ান এর ক্লাস ও লেকচার শীট হতে অর্জিত জ্ঞানের পরীক্ষা মূলক পোস্ট। লেভেল ওয়ানের ক্লাসে প্রফেসরদের কাছ থেকে শিখে এবং লেকচার শীট পড়ার মাধ্যমে আমি যা জ্ঞান অর্জন করেছি সেই অর্জিত জ্ঞানের মধ্য থেকে চেষ্টা করব লেভেল ওয়ান এর প্রশ্নপত্রের উত্তর দেওয়ার।


IMG-20240715-WA0000.jpg

১।প্রশ্ন: কোন ধরনের কর্মকাণ্ড স্প্যামিং বলে গণ্য করা হয়?

উত্তর: কোন অপ্রয়োজনীয় জিনিস একজন মানুষের কাছে বারবার দিয়ে বিরক্ত করা স্প্যামিং এর অন্তর্ভুক্ত হবে। যেমন কোন একজন ব্যক্তির মোবাইল বারবার একটা মেসেজ দিয়ে বিরক্ত করা স্প্যামিং বলে অন্তর্ভুক্ত হবে। আমাদের ফোনে সিম কোম্পানি থেকে অপ্রয়োজনীয় মেসেজ আসে যা আমাদের কোন কাজে আসে না এটাও এক ধরনের স্প্যামিং।
স্প্যামিং বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন পোস্ট স্প্যামিং মেনশন স্পামিং ট্যাগ স্পামিং কমেন্টস স্প্যামিং ইত্যাদি

পোস্ট স্প্যামিং: কোন ঘটনাকে বারবার বিভিন্নভাবে বর্ণনা করে পোস্ট করা হয় সেটাকে পোস্ট স্প্যামিং বলে। যেমন কোন একটি জায়গায় ভ্রমণের যাওয়া হলো বাক শপিংয়ে যাওয়া হল এবং সেখানকার কিছু ছবি ধারণ করা হলো এবং এই ছবিগুলো বিভিন্ন সময়ে ঘুরিয়ে পেচিয়ে পোস্ট করা হলো যেটা পোস্ট স্পামিং হিসেবে গণ্য হবে।
মেনশন ইসলামিক পোষ্টের মাঝে প্রয়োজন ছাড়াই কোন ব্যক্তিকে বারবার মেনশন করায় মেনশন পেমেন্ট এর অন্তর্ভুক্ত হবে

ট্যাগ স্প্যামিং: যে বিষয়ে পোস্ট করা হচ্ছে সেই বিষয়ে বিশেষ শব্দ ব্যবহার না করে অপ্রাসঙ্গিক বিশেষ শব্দ ব্যবহার করাকে বলা হয় ট্যাগ স্প্যামিং।

কমেন্ট স্প্যামিং: একটি পোস্ট যে বিষয়ে লেখা হয়েছে সে বিষয়ের উপর কমেন্ট না করে অন্য কোন বিষয়ে অপ্রাসঙ্গিক কমেন্ট করাকে কমেন্ট বলা হয় কমেন্ট স্প্যামিং।

২।প্রশ্ন: কপিরাইট কি? কপিরাইট সম্পর্কে কি জ্ঞান অর্জন করেছেন ?

উত্তর : কপিরাইট বলতে বোঝায় একটা বিশেষ ধরনের আইন যা ব্যক্তির ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করে থাকে । আমরা যখন পোস্ট করি তখন পোষ্টের মধ্যে অন্যের কোন লেখা কপি কিংবা অন্যের তোলা ছবি ব্যবহার করে থাকে। যদি এ লেখা বা ছবি ওই ব্যক্তির অনুমতি না নিয়ে ব্যবহার করে থাকি সেটা কপিরাইট এর ভিতরে পড়বে। সুতরাং কোন ব্যক্তির নিজস্ব লেখা ব্যবহার করতে চাইলে বিশেষ আইন ও নিয়ম শৃঙ্খলা আছে আর সে আইন নিয়ম-শৃঙ্খলা হচ্ছে কপিরাইট আইন। আবার অন্য ব্যক্তির ধারণ করা ফটো অনলাইন থেকে নিতে হলে অবশ্যই তার সোর্স উল্লেখ করা লাগবে অনেক সময় দেখা যায় কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করতে পারি বিভিন্ন কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে যদি ওয়েবসাইট থেকে নিয়ে থাকে সেক্ষেত্রে তার সোর্স উল্লেখ করতে হবে। আর যদি কপিরাইট ফ্রি না হয়ে থাকে সে ক্ষেত্রে ব্যক্তির কাছ থেকে ইমেজ বা কনটেন্ট ক্রয় করে ব্যবহার করতে হবে। সুতরাং কপিরাইট এভাবে বলা যায় যে, কোন ব্যক্তির নিজস্ব জিনিস যেন অন্য কেউ অবৈধভাবে ব্যবহার করতে না পারে সেজন্য যে আইন প্রণয়ন করা হয়েছে সেটাই কপিরাইট আর ফটোর ক্ষেত্রেও একই আইন বিদ্যমান। ব্যক্তির ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার জন্য কপিরাইট গুরুত্বপূর্ণ। যেখান থেকে কন্টেন কিংবা ইমেজ সংগ্রহ করা হয়ে থাকবে সেগুলো যদি কপিরাইট ফ্রি হয় সে ক্ষেত্রে তার সোর্স উল্লেখ উল্লেখ করতে হবে এবং কপিরাইট ফ্রি না হলে তা ওই ব্যক্তির কাছ থেকে কিনে ব্যবহার করতে হবে।

৩।প্রশ্ন: কয়েকটি ওয়েবসাইটের নাম লিখুন,যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তর: কপিরাইট ফ্রি ভাবে ফটো সংরক্ষণ করা যায় এমন অনেক ওয়েবসাইট রয়েছে। যেমন:
https://pixabay.com
https://www.pexels.com
https://www.freeimages.com
https://stocksnap.io
https://unsplash.com
https://burst.shopify.com

৪।প্রশ্ন: পোস্ট করার সময় কেন ট্যাগ ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়।

উত্তর: ট্যাগ হচ্ছে, যে বিষয়ের উপর পোস্ট করা হচ্ছে সেই বিষয়ের ওপর কিছু কিওয়ার্ড বা শব্দ যেমন রেসিপি সংক্রান্ত পোস্ট করা হয়ে থাকলে ট্যাগ হতে পারে : recipe curry fish Bangladesh ইত্যাদি আবার ভ্রমণ বিষয়ক পোস্ট হলে ট্যাগ হবে: travel travelling tour visit bangladesh nature sea hill ইত্যাদি। ট্যাগ ব্যবহার করা হয় ট্রেন্ডিং এর জন্য । এ সংক্রান্ত কিওয়ার্ড ক্লিক করলে সে কিওয়ার্ড সম্পর্কিত পোস্টগুলো এক জায়গাতে দেখানো হয়ে থাকে। ট্যাগ সাধারণত সাত থেকে আটটি ওয়ার্ড ব্যবহার করতে হয়। ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে ইংরেজি ছোট হাতের লেটার ব্যবহার করতে হয় এবং ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে হ্যাশ ব্যবহার করার প্রয়োজন হয় না । এছাড়া ট্যাগ লেখার ক্ষেত্রে শব্দগুলো লিখে স্পেস ব্যবহার করতে হয়। ট্যাগ এর ক্ষেত্রে নিউমেরিক সংখ্যা যেমন ১,২,৩ ইত্যাদি ব্যবহার করা যাবে না।

৫।প্রশ্ন: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তর:
** ধর্মে এফিলিয়েশনের ওপর কোনো লেখা শেয়ার করা যাবে না ।
** চাইল্ড পর্নোগ্রাফি যে কোন কনটেন্ট শেয়ার করা যাবে না।
** নারী বিদ্বেষ মূলক ও নারীদের সম্মান ক্ষুন্ন করে এমন নারী নির্যাতনমূলক যেকোনো ধরনের পোস্ট শেয়ার করা যাবে না।
** সামাজিক বর্ণ বৈষম্য সমর্থন করে কোন পোস্ট শেয়ার করা যাবে না।
** উদ্দেশ্য মূলক ভাবে কোন ব্যক্তির নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোন পোস্ট করা যাবে না।
** রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যেকোনো দলের নামে প্রশংসা বা সমালোচনা মূলক পোস্ট করা যাবে না।
** কুসংস্কার গুজব ও অবৈজ্ঞানিক ইত্যাদি মূলক পোস্ট করা যাবে না।
** পশুপাখি নির্যাতনমূলক কোন পোস্ট বা নির্যাতনমূলক ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না।
** শিশুশ্রম বা যেকোনো ধরনের অপরাধকে সমর্থন করে এমন কোন পোস্ট করা যাবে না।
** NSFW ট্যাগ ছাড়া কোন ধরনের অশ্লীল যৌনতা বিষয়ক পোস্ট করা যাবে না

৬।প্রশ্ন: প্লাগিয়ারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর: প্লাগিয়ারিজম পোস্ট লিখবার ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। অন্যের কোন লেখাকে নিজের লেখা বলে চালিয়ে দেওয়া কিংবা কিছুটা পরিবর্তন করে নিজের পোস্ট বলে চালিয়ে দেওয়াই হচ্ছে প্লাগিয়ারিজম। কোন একটি আর্টিকেল ইতিপূর্বে কোথাও পাবলিশ হয়েছে এবং সেই আর্টিকেলটি হুবহু কপি করে পোস্ট করলে সেটা প্লাগিয়ারিজমের অন্তর্ভুক্ত হবে। যদি কোন লেখায় অনুপ্রেরণিত হয়ে নিজের ভাষায় লিখতে গেলে ৭০ পার্সেন্ট বেশি লেখা নিজের হতে হবে এবং সোর্স থেকে ৩০% লেখা নেওয়া যেতে পারে এবং যে সোর্স থেকে নেয়া হবে তা উল্লেখ করতে হবে। এর

৭। প্রশ্ন: re-write আর্টিকেল কাকে বলে?

উত্তর: যদি কোন একটি বিষয়ে পোস্ট লিখতে চাই সেক্ষেত্রে কোন ওয়েবসাইট অথবা অন্য কোন সোর্স এর সাহায্য নিয়ে লিখতে হলে সেটাই re-write বলে গণ্য হবে এক্ষেত্রে ৭৫ পার্সেন্ট নিজের থেকে লিখতে হবে এবং বাকি ২৫ পার্সেন্ট ওয়েবসাইট বা উপযুক্ত সোর্স থেকে নিতে হবে।

৮। প্রশ্ন: রি রাইট আর্টিকেল দিয়ে ব্লক লেখার সময় কি কি বিষয়ে উল্লেখ করতে হবে।

উত্তর:
১। রি রাইট আর্টিকেলের রেফারেন্সগুলো উল্লেখ করতে হবে। যেখান থেকে ডাটা সংগ্রহ করা হচ্ছে তার সোর্স এর নাম উল্লেখ করতে হবে।
২। কোন সোর্স থেকে তথ্য সংগ্রহ করা হয়ে থাকলে সে তথ্যটি কোটেশনের মধ্যে উল্লেখ করতে হবে।
৩। রি রাইট আর্টিকেলে ৭৫ পার্সেন্ট ইউনিক হতে হবে।
৪। বাকি ২৫% সোর্স থেকে ডাটা সংগ্রহ করে লেখা যাবে।

৯। প্রশ্ন: পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।

উত্তর: দুটি কারণে পোস্ট ম্যাক্রো হতে পারে যথা পোস্টটি ১০০ টি শব্দের কম লেখা হলে অথবা পোস্টে একটি মাত্র ইমেজ ব্যবহার করলে।

১০। প্রশ্ন: আমার বাংলা কমিউনিটিতে একজন ব্লগার একদিনে সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে?

উত্তর: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একদিনে একজন ব্লগার সর্বোচ্চ তিনটা পোস্ট করে থাকতে পারবে এর অধিক প্রথম তিনটি ব্যতীত বাকি পোস্টগুলি স্প্যামিং হিসেবে গ্রহণ করা হবে



পরিশেষে বলব যে লেভেল ওয়ান এর ক্লাস এবং লেকচার শীট পড়ে যা বুঝেছি তা নিজের মতো করে প্রশ্ন সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন পরবর্তীতে নিজেকে সংশোধন করে নিতে পারি এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।



আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি হেলাল উদ্দিন, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন বেসরকারি চাকুরীজীবী। আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @helal-uddin


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Sort:  
 10 months ago 

এবিবি স্কুলের লেভেল ওয়ান হতে আপনি দারুন কিছু নিজের আয়ত্তে আনতে পেরেছেন।দেখে খুবই ভালো লাগলো আশা করি সামনে লেভেল গুলো সুন্দর ভাবে উত্তির্ন হবেন।

 10 months ago 

সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আসলে ক্লাসের মধ্যে মনযোগ সহকারে ক্লাস করলে এই বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পারা যায়। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল ওয়ানের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। আশা করছি সামনের ক্লাস গুলো এর থেকেও ভালো করার চেষ্টা করবেন।

 10 months ago 

ধন্যবাদ আপু। দোয়া করবেন যেন প্রত্যেকটা লেভেলের ক্লাস মনোযোগ সহকারে করে এক্সাম দিতে পারি।

 10 months ago 

উত্তরপত্র খুবই বিস্তারিত এবং খুবই ভালো হয়েছে। তবে একটা বিষয় দেখুন একজায়গায় লিখেছেন re write লেখায় ৭০% নিজের লেখা হতে হবে আবার নীচেই লিখেছেন ৭৫% নিজের লেখা লিখতে হবে। বিষয়টা ঠিক করে দিন।

 10 months ago 

ওকে দাদা ঠিক করে নিব।