আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮২

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

ঘুড়ি উড়ানো নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 days ago 

অনুগল্প:

ছোটবেলায় গ্রামের বাড়িতে যখন আমাদের অনেক গরু ছিল, তখন রোজ বিকেলে কাজ ছিল গরু বাড়ি নিয়ে আসা।মাঝে মাঝেই মায়ের সঙ্গে যেতাম গরু নিয়ে আসতে।তখন খাতার পেজ ছিড়ে ভাতের ফ্যান ও নারিকেল শলা দিয়ে ঘুড়ি তৈরি করে নিতাম।তারপর লাঠিতে সুতা জড়িয়ে নিয়ে মাঠে চলে যেতাম বিকেলে ফুরফুরে হাওয়ায় ঘুড়ি উড়ানোর জন্য।আমার মতো অন্য কয়েকটি ছেলেমেয়েরাও ঘুড়ি উড়াতো ,তাদের সঙ্গে মাঝে মাঝেই পাল্লা দেওয়া হতো।কার ঘুড়ি কত উপরে উড়তে পারে!কিন্তু মাঝে মাঝেই ঘুড়ির সুতা যেত ছিড়ে, খুবই খারাপ অনুভূতি হতো তখন।তারপরও ঘুড়ি তৈরির ও উড়ানোর আনন্দটা বেশ ভালো ছিল।।

 2 days ago 

ঘুড়ি উড়ানো নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

একটা ছেলে বড় একটি ঘুড়ি উড়াচ্ছে। পাশ থেকে এক চাচা জিজ্ঞেস করলো:
— এতো বড় ঘুড়ি কেনো উড়াচ্ছিস রে?

ছেলে: প্রেমে ব্যর্থ হয়েছি চাচা, এখন আকাশে সফল হতে চাই 🤣🤣।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

অসাধারণ একটি উদ্যোগ, @abb-fun! এবিবি একটু হাসি - বাংলা ব্লগের বন্ধুদের জন্য নির্মল আনন্দের এক দারুণ সুযোগ। ঘুড়ি উড়ানোর মজার জোকস বা অনুগল্পের বিষয়টি বেশ মজার।

আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি, কারণ এখানে শুধু হাসির খোরাক নয়, বরং সৃজনশীলতাকে উৎসাহিত করা হচ্ছে। সেই সাথে সেরা ৫ জন কৌতুক রচয়িতাকে পুরষ্কার দেওয়ার ঘোষণা কমিউনিটিকে আরও উৎসাহিত করবে।

আমি মনে করি, এই ধরনের উদ্যোগ বাংলা ব্লগকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করবে। যারা মজার জোকস বা গল্প তৈরি করতে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম।

আমি @abb-fun এবং @rex-sumon কে ধন্যবাদ জানাই এমন একটি মজার বিষয় নির্বাচন করার জন্য এবং সেই সাথে সকল অংশগ্রহণকারীদের প্রাণখুলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, সবাই মিলে হাসি-আনন্দে বাংলা ব্লগ মাতিয়ে তুলি!

অনুগল্প:-

শহরে থাকা আমার বন্ধু শফিক আর তার ক্লাসমেট গ্রামে এসেছে ঘুরতে। আমিও তাকে একদিন বললাম চলো বন্ধু ঘুড়ি উড়াই। বলার সাথে সাথেই আমার বন্ধু শফিক রাজি হয়ে গেল। একটিঘুড়ি বানিয়ে দুজনেই চলে গেলাম ফাঁকা মাঠে ঘুড়ি উড়াতে। ঘুড়ি ওড়ানোর একপর্যায়ে আমার বন্ধু শফিক আকাশে ঘুড়ি দেখতে দেখতে এগোচ্ছিলো। হঠাৎ করেই সে কুয়ার মধ্যে পড়ে যায় 😅। অনেক কষ্ট করে কুয়া থেকে তাকে যখন উদ্ধার করলাম তখন তার পুরো শরীরে কাদামাখা ছিলো। তখন শফিকের বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো,হোয়াট ইস দিস? আর আমি উত্তরে বললাম ইট ইস নেলপলিশ🤣🤣🤣।

 2 days ago 
ঘুড়ি বলল,

আমার জীবনটা খুবই টানাটানির মধ্যে চলে, তাও মানুষ ভাবে আমি খুব ফ্রি!

সুতো বলল,

আর আমি? সবসময় বাঁধা, তবুও কেউ আমার কষ্ট বোঝে না 🤧।

পাশ থেকে বাতাস বলল,

আর আমি? আমি থাকি বলেই তো তোদের নাটক চলে! 😅😁

 2 days ago 

বল্টু প্রতিদিন ছাদে যায় ঘুড়ি উড়াতে। এমনি এক দিনের ঘটনা...

বল্টু: মা আমি ঘুড়ি উড়াতে ছাদে গেলাম।
বল্টুর মা: তুই প্রতিদিন ছাদে গিয়ে যে ঘুড়ি উড়াস, সে গতকাল গ্রামের বাড়িতে চলে গেছে।
বল্টু: আহ….......🤭🫣🤣😂