আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৯

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

ইন্টারনেট নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 days ago (edited)

বিয়ের পর রাফি প্রথমবার শ্বশুরবাড়ি গেল। সবার আদর-আপ্যায়ন চলছিল ঠিকঠাক, কিন্তু রাফি বারবার মোবাইল হাতে ছাদে যাচ্ছিল।

শ্বাশুড়ি ভাবলেন, নিশ্চয়ই মন খারাপ।

জিজ্ঞেস করলেন, বাবা কিছু হয়েছে?

রাফি মাথা চুলকে বলল, ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডটা পাওয়া যাবে?

শশুর বললেন, বাবা, আগে জামাই আদর করি, তারপর পাসওয়ার্ড আমরা গ্রামের মানুষ, এখানে ভালোবাসার স্পিড বেশি, নেটের না ।

 2 days ago 

শিরোনাম: ওয়াইফাইয়ের প্রেম
রাহুল তার নতুন বাসায় উঠেছে। প্রথম দিনই সে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুঁজতে ব্যস্ত। বাড়িওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করল: আঙ্কেল, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কী?
বিটা, পাসওয়ার্ড হইলো: প্লিজ ধৈর্য ধরুন। রাহুল হেসে বলল, ওকে, ধৈর্য ধরলাম। এখন আসল পাসওয়ার্ডটা দিন। আঙ্কেল চোখ টিপে বললেন: আরে পাগল, আসল পাসওয়ার্ডই তো plz_dhoro_dhorun রাহুল এখন বুঝে গেছে, ওয়াইফাইয়ের সিগন্যাল না থাকলে যেমন টেনশন হয়, প্রেমিকার রিপ্লাই না আসলে ও ঠিক তেমনই লাগে।

 2 days ago 

একজন নারী মোবাইল হাতে নিয়ে মোবাইলের দোকানে গেলেন।

দোকানদার: কি হয়েছে ম্যাডাম, আপনার কী সমস্যা?

নারী: আমার মোবাইলের ইন্টারনেট কাজ করছে না।

দোকানদার: ম্যাডাম, এটা আবহাওয়া খারাপের জন্য হচ্ছে।

নারী: তাহলে ফোনের খারাপ আবহাওয়া পাল্টে নতুন আবহাওয়া লাগিয়ে দিন।

দোকানদারের এখনো জ্ঞান ফেরেনি।☺️☺️

 2 days ago 

শিক্ষক ষষ্ঠ শ্রেণির আইসিটি ক্লাস:- ইন্টারনেট কাকে বলে?
ছাত্র: যেখানে ইউটিউব চলে, ফেসবুক চলে, কিন্তু অনলাইন ক্লাসে “নেট চলে না” দেখায়।
শিক্ষক:- যাইহোক ভালো বলেছো, এবার বলতো ইন্টারনেটের অসুবিধা কি?
ছাত্র:- ফ্রি ফায়ার খেলতে গিয়ে যখন “No Internet Connection” আসে। আর আমার মোবাইল ইন্টারনেট থাকা সত্ত্বেও যখন গার্লফ্রেন্ডকে আমি অফলাইনে দেখি‌।
শিক্ষক:- কিছুক্ষণ ছাত্রের দিকে চেয়ে দেখার পর অজ্ঞান হয়ে গেলো😄😄😆।

 2 days ago 

বল্টু- হ্যালো পল্টু..?
পল্টু- হ্যা বল, শুনতে পাচ্ছি।
বল্টু- আমার টাকাটা কবে ফেরত দিবি..?
পল্টু- হ্যালো.. হ্যালো কিছু শুনতে পাচ্ছি না, নেট সমস্যা।
😄