আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮৬
আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
ফটোগ্রাফি নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।
বিষয় নির্বাচনকারীঃ
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যদি কোন বৃদ্ধ লোক কোন যুবতী মেয়েকে ডেটের জন্য অনুরোধ করে...
সেটা তার ব্যাপার।
যদি যুবতী মেয়েটি রাজি হয়...
সেটা তার ব্যাপার।
যদি বৃদ্ধ লোকটি এবং মেয়েটি বিয়ে করার সিদ্ধান্ত নেয়...
সেটা তাদের ব্যাপার।
তবে, যদি তারা সুন্দর বিয়ের ছবি চায়...
সেটা আমার ব্যবসা,কারন আমি ফটোগ্রাফার!!!☺️☺️
0.00 SBD,
3.13 STEEM,
3.13 SP
এক ফটোগ্রাফার প্রতিদিন বউয়ের ছবি তুলে বলতো,তুমি আমার সবচেয়ে সুন্দর মডেল।
বউ একদিন রাগ করে বললো,তাহলে এতো ফিল্টার দাও কেনো?🤣🤣
0.00 SBD,
3.12 STEEM,
3.12 SP
একজন ফটোগ্রাফার বিয়ের ছবি তুলছিল।
বর বলল: আমাকে একটু হ্যান্ডসাম দেখাতে হবে।
ফটোগ্রাফার: ভাই, আমি ফটোগ্রাফার, জাদুকর না! 🤣
0.00 SBD,
3.11 STEEM,
3.11 SP
একজন মেয়ে ছবি দেখে খুব রেগে গেলো।
সে চিৎকার করে বলল..
আমাকে এত মোটা দেখালেন কেন?
ফটোগ্রাফার শান্তভাবে উত্তর দিল,
আন্টি, আমি ক্যামেরাম্যান, ওয়েট মেশিন না। আপনার ওজন আমার দোষ না।🤣
0.00 SBD,
3.09 STEEM,
3.09 SP
মজার জোকস:-
একজন ফটোগ্রাফার বিয়েতে ছবি তুলছিল। হঠাৎ কনে বলল:
–ভাইয়া, একটু চিকন করে ছবি দেন।😆😆ফটোগ্রাফার মাথা চুলকে বলল:
– চিকন বানানো আমার কাজ না, ওইটা তো হাসপাতালের ডায়েট চার্টের কাজ। 🤣🤣🤣
0.00 SBD,
3.08 STEEM,
3.08 SP
একজন লোক নতুন দামি ক্যামেরা কিনে নিয়ে বন্ধুদের সামনে গর্ব করে বলল
এই ক্যামেরায় ছবি এত সুন্দর আসে যে, আমার স্ত্রীর রাগও সুন্দর দেখায়।
বন্ধুরা হেসে বলল
ভাই, সাবধান রাগী মানুষ ক্যামেরা ভাঙতে দেরি করে না 😆