আমার পরিচিতি

আসসালামু আলাইকুম,

আমার পরিচিতিঃ
আমার নাম মোঃ শিহাব শারার । আমার ইউজার আইডির নাম হচ্ছে @shihab24 । আমি বাংলাদেশের একজন নাগরিক। দিনাজপুর জেলার দিনাজপুর সদর থানার বাসিন্দা। আমার পরিবারে ৩ জন সদস্য আছে। আমার বাবা একজন শিক্ষক( মাদ্রাসার আরবি প্রভাষক) এবং আমার মা একজন গৃহিণী। আমার কোন ভাই এবং বোন নাই। আমি একাই । আমার ধর্ম হল ইসলাম এবং আমি পরিবারের একমাত্র সন্তান ।

পড়াশোনাঃ
আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজের দ্বাদশ (নতুন) শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। বর্তমানে আমি সাইন্স ডিপার্টমেন্টের ছাত্র।
আমি চিরিরবন্দর উপজেলার ড্যাফোডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসিতে GPA-5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। তবে আমার আশা দিনাজপুর সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করে একটা ভালো ভার্সিটিতে এডমিশন নেওয়ার চেষ্টা করব এবং কম্পিউটারে সিএসই নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাইনে পড়ার ইচ্ছা আছে।

1637329989600.jpg

আমার শখঃ
ছোটবেলা থেকে ছবি অঙ্কন করতে ভালোবাসি এছাড়াও কবিতা, গান, গল্প বলতেও ভালো লাগে। ছোটবেলা থেকে এগুলো প্রতি আগ্রহ আমার অনেক। আমি জীবনে পড়াশোনার পাশাপাশি ও চাকরিরত জীবনে যদি কখনো যেতে পারি তাহলে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার চেষ্টা করব।

20211117_123352.jpg

খেলাধুলাঃ
খেলাধুলার বিষয়ে বলতে গেলে আমি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি ।শীতের সময় আমি আমার গ্রামের বড় ভাইদের সঙ্গে ব্যাডমিন্টন খেলি। মাঝে মধ্যে ক্রিকেট-ফুটবল খেলি থাকি। এছাড়া অবসর সময়ে দাবা খেলেও আমার বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে থাকি।

ভ্রমনপ্রিয়ঃ
আমি ঘুরতেও অনেক ভালোবাসি। আমি কখনো আমার বিভাগের বাইরে বেড়াইতে যাইনি তবে ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি আমার বিভাগের বাইরে অর্থাৎ সারা বাংলাদেশ ঘুরে দেখব যে আমার মাতৃভূমি টা কত সুন্দর।পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকত এবং সিলেটের জাফলং ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে।

20211101_121655.jpg

আজ স্টিমিটে আমি আমার পরিচিতি সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আমার প্রিয় বন্ধু নাজমুল সাকিবের কাছ থেকে স্টিমিট সম্পর্কে জানতে পারি আর নিজেই এখানে অনুপ্রেণিত হয়ে স্টিমিটে কাজ করার আগ্রহ বেড়ে যায়।

পরিশেষে বলতে চাই,
আমার স্বপ্ন অনেক বড় তাই আমি আমার স্বপ্নকে পূরণ করতে চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন আমার সকল স্বপ্ন ও আমার বাবা-মার মনের আশা পূরণ করতে পারি এবং দেশের জনসেবার জন্য কিছু করতে পারি।

করোনা মহামারী পরিস্থিতিতে আমরা সকলেই সুস্থ থাকবো এবং নিরাপদে থাকবো। আর আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

Sort:  
 4 years ago 

@nazmul-sakib আপনি কি উনার রেফারার?

 4 years ago 

জি আপু। শিহাব আমার বন্ধু হয়।

 4 years ago 

জ্বি আপু।আমি নাজমুল সাকিব আমার বন্ধু শিহাবের রেফারার।তাছাড়া আমি শিহাবের পোস্টে একটি কমেন্টও করেছিলাম। যাতে করে শিহাব কমিউনিটির সদস্য পদ লাভ করতে পারে। @shihab24 তুমি কমিউনিটির নিয়ম-কানুন মেনে চলবে। সামনের দিনটা আরো ভালো হোক তোমার।

Loading...
 4 years ago 

শুভকামনা নিরন্তর বন্ধু। তোমার জন্য ভালোবাসা অবিরাম অন্তহীন। কমিউনিটির নিয়ম-কানুন মেনে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশাই করছি। অভিনন্দন রইলো। ❤️

ধন্যবাদ ব্ন্ধু । আমাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনুপ্রেরণা জোগার জন্য। আর সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করব।

 4 years ago 

"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আপনাকে স্বাগতম। খুব সুন্দর ভাবে পরিচয় পর্ব এর পোস্টটি উপস্থাপন করেছেন। আশা করি abb-school এর ক্লাসগুলো নিয়মিত করবেন এবং আমাদের কমিউনিটির নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই আপনাকে। আমি কমিউনিটির নিয়ম-কানুন ও abb school ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ চেষ্টা করব aab school আর ডিসকর্ডের নিয়ম -কানুন মেনে চলার চেষ্টা করব।

Loading...
 4 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে ভেরিফিকেশন পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link : https://discord.gg/yuKDqwT9


নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

 4 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আশা করি সকল নিয়ম কানুন মেনে চলবেন। আর ভালোভাবে কাজ করে যান।

কমিউনিটির পিন করা পোস্ট গুলো পড়ুন,

ইনশা আল্লাহ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে জানাই সাদরে আমন্ত্রণ। আপনার স্টিমিট যাত্রা অনেক সুন্দর হোক। আপনার সম্পর্কে জেনে ভালো লাগলো। আমার বাংলা ব্লগের নিজস্ব কিছু নিয়ম কারণ রয়েছে যেগুলো কমিউনিটির ওয়ালে পিন করা রয়েছে। পিন করা পোস্ট গুলো পড়ার পর যদি মনে কোন প্রশ্ন জাগে তবে ডিস্কডে এডমিন ও মডারেটর ভাইয়াদের সঙ্গে আলোচনা করে নিবেন।
আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আমাকে সুন্দর একটি উপদেশ দিয়ে উৎসাহিত করার জন্য ।

 4 years ago 

আপনাকে স্বাগত আমার বাংলা বলগে।যার মাধ্যমে এখানে এসেছেন তাকে মেনশন করুন। আর বানান এর দিকে একটু খেয়াল রাখবেন আপনার প্রতিভা আছে নিয়মিত কাজ করুন সফলতা আসবেই শুভ কামনা রইলো।

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। নিজের সম্পর্কে অনেক তথ্যাদি শেয়ার করেছেন আমাদের সাথে। আশাকরি কমিউনিটির কিছু নিয়মকানুন আছে এগুলো অবশ্যই ফলো করবেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ধন্যবাদ ভাই। কমিউনিটির সকল নিয়ম-নীতি মেনে চলার চেষ্টা করব।