আমার পরিচয়ের মাধ্যমে আপনাদের সাথে কাজ করার আগ্রহ বৃদ্ধি করতে চাচ্ছি........

প্রিয় ভাই ও বোনেরা,

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছোট এবং বড় সকল ভাই ও বোনদের’কে জানাই আমার অফুরন্ত ভালোবাসা। এই প্লাটফর্মে হয়তো অনেকে আমার বয়সের ছোট হবেন, হয়তো অনেকেই আমার বয়সে বড় হবেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা নিয়েই আমি এই প্লাটফর্মে কাজ করতে চাই।

WhatsApp Image 2021-11-25 at 12.19.55 AM.jpeg

একটি প্লাটফর্মে নতুন কেউ আগমন হলে তার পরিচয় দেওয়াটা বাধ্যতামূলক। কারণ আমার পরিচয় এর মাধ্যমে আপনাদের সাথে আমি পরিচিত হতে পারব। পরিচয় পর্বের মাধ্যমে দেখা যাচ্ছে এই প্লাটফর্মে আমার অনেক পূর্ব পরিচিত বন্ধু থাকতে পারে। তাই পরিচয় পর্ব শুরু করা যাক..........

নামঃ - মোঃ ইলিয়াস
বয়সঃ - 12/10/1992
শিক্ষাগত যোগ্যতাঃ - এইচ.এস.সি
জাতীয়তাঃ - বাংলাদেশী
পেশাঃ - চাকরিজীবী
স্টিমিট আইডিঃ - @realsort
রেফারারের নামঃ - আমি কারো রেফারারে মাধ্যমে “আমার বাংলা ব্লগ” কমিউনিটিতে যোগদান করি না।

DSC_0387.jpg

কিভাবে “আমার বাংলা ব্লগ” কমিউনিটির সন্ধান পায়......তা জানার আগে একটু পেছনের দিন গুলোর কথা বলে নিচ্ছি....

আমার অনলাইন জগতের যাত্রা শুরু হয় স্টিমিট এর মাধ্যমে, তখন 2017 সাল। আমি আমার এক কলিগের মাধ্যমে স্টিমিট প্ল্যাটফর্ম এর সন্ধান পেয়েছিলাম। তার আইডির নাম ছিল @shakilbd. এখন আর স্টিমিট প্লাটফর্মে কাজ করে না। আমি যে আইডি থেকে কাজ করছিলাম তা হচ্ছে @elyas । আমি যখন স্টিমিটে যোগদান করি তখন 2017 সালে অক্টোবর মাসে। @elyas হচ্ছে আমার প্রথম স্টিমিট আইডি।

বর্তমানে @realsort আইডি দিয়ে কাজ করছি তা 2020 সালে তৈরি করা হয়েছে। ২০১৭ সালে স্টিমিট প্লাটফর্মে কিভাবে কাজ করতে হয় তা জানতাম না। যার কারণে ডাউনভোন পেতে হতো। এভাবে আমার দুইটি আইডি নষ্ট হয়ে যায়। তারপর আমার মন ভেঙে যায় যে এসব প্লাটফর্মে আর কাজ করবো না। দীর্ঘ সময় পর আমি আবারও চেষ্টা করছিলাম @elyas আইডি দিয়ে কাজ করার জন্য। কিন্তু তখনও ডাউনভোট আমাকে দিয়ে যাচ্ছে। গত ৮ মাস আগে আমি পোস্ট করেছিলাম তখন আমাকে ডাউনভোট দিয়েছিল। যখন সর্বশেষ ডাউনভোট পেলাম তখন থেকে @elyas আইডি থেকে আমি কাজ করা বন্ধ করে দিয়েছি।

আমার @realsort আইডিটির সাথে Dtube আইডির লিংক করা আছে। যার ফলে Dtube -এ পোস্ট করলে @realsort আইডিতে পোস্ট হয়ে যায়। এই ভাবে @realsort আইডিতে কাজ করতে থাকি।

“আমার বাংলা ব্লগ” কমিউনিটির সন্ধান.....................

গত ২১/০৯/২০২১ তারিখে, পূর্বের মত আবারও @realsort আইডি দিয়ে স্টিমিটে ঢুকলাম। তখন দেখতে পেলাম বিভিন্ন কমিউনিটি তৈরি করা আছে। অনেক গুলো কমিউনিটির মধ্যে বাংলাদেশীদের জন্য “আমার বাংলা ব্লগ” কমিউনিটি দেখতে পাই। তখন আমি নিজের মত করে দেখা শুরু করলাম “আমার বাংলা ব্লগ” কমিউনিটি কেমন। এখানে কি কি নিয়ম আছে। তারপর খুজতে শুরু করি কোন ডিসকোর্ড লিংক আছে কি না। অবশেষে পেয়ে গেলাম ডিসকোর্ড লিংক। বলতে গেলে এই ভাবেই “আমার বাংলা ব্লগ” কমিউনিটির সন্ধান পাওয়া।

WhatsApp Image 2021-11-21 at 10.29.39 PM.jpeg

আমার স্কিলঃ- কম্পিউটার অপারেটিং যেমন, Microsoft Word, Microsoft Excel ETC
শখঃ - ছোট বেলা থেকে আমার খেলাধুলার প্র্রতি ছিল বেশি আকর্ষণ। বিশেষ করে ক্রিকেট খেলা। কর্মজীবন শুরু 2 বছেরর মাথা ফুটবল খেলতে গিয়ে হাটুতে ব্যথা পেয়েছি। তারপর থেকে খেলাধুলা আমার জীবনে করা হয় না কারণ খেলতে গেলে পায়ে এখনো ব্যথা লাগে। কর্মজীবনে পাশাপাশি অনলাইন গেইমে আমার জীবনের ইচ্ছা বা শখ হিসেবে মেনে নিয়েছি। অনলাইনে গেইম খেলতে পছন্দ করি। গেইমিং এর উপর আমার ফেসবুক পেইজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলও আছে। Game To Game নামে পেইজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেল তৈরি করা আছে।

এছাড়া আমার আরও একটি পরিচয় আছে আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে ।

ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে Real Sort

real sort.jpg

ব্লগিং বিষয়ে বলতে গেলে তেমন কোন অভিজ্ঞতা নাই তবে অন্যান্য প্লাটফর্মে মাঝে মাঝে পোস্ট করার অভিজ্ঞতা আছে। সেসব প্লাটফর্মে বিভিন্ন রকম পোস্ট করে থাকি ।

সম্প্রতি সময়ে আমি একটি গেইম খেলে থাকি। সেই গেইমের নাম হচ্ছে- steemmonsters / splinterlands গেইম। আমি এই গেইম নিয়ে একেক সময় একেক রকম পোস্ট করি। তাই বলতে গেলতে লেখার অভিজ্ঞতা কিছুটা হলেও আছে।

আমি এমন একটি চাকরি করি যা সবার সাথে শেয়ার করতে পারছি না। তবে আমি মনে করি, আমার এই পরিচয়ের মাধ্যমে সবার সাথে পরিচিত হতে পারবো।
“আমার বাংলা ব্লগ” কমিউনিটির সকল সদস্যদের জানায় আন্তরিক ভালোবাসা এবং শুভ কামনা।

ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

মহান আল্লাহতালার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করুন, তিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন।

Sort:  
 4 years ago 

এই প্রিয় সম্প্রদায়ে যোগ দিতে স্বাগতম।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। নিজের সম্পর্কে অনেক সুন্দর তত্ত্ব শেয়ার করেছেন আপনি। সত্যি অনেক ভালো লাগলো। আশাকরি কমিউনিটির সকল নিয়ম কানুন অনুসরণ করবেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

চেষ্টা করেছি নিজের তথ্য শেয়ার করার। আপনাদের সহযোগীতার মাধ্যমে এই কমিউনিটির নিয়ম কানুননঅনুসরণ করবো। ধন্যবাদ

 4 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। বাংলা ব্লগের সকল নিয়ম কারণ মেনে চলবেন এবং আশা করি আপনার পথ সুখময় হবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবো। আপনাদের সাপোর্ট প্রয়োজন সব সময়। ধন্যবাদ

 4 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনি সকল নিয়ম কানুন মেনে চলবেন। আপনার প্রতি ভালোবাসা রইলো

ভাই ডাউনভোট পাওয়ার কারন কি ভাই?

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হব-
https://steemit.com/hive-129948/@rme/4pwnok

আমি যখন নতুন ছিলাম তখন তেমন কিছু জানতাম না। তাই অনেক ভুল করেছিলাম যার কারনে আমাকে ডাউনভোট দিতো । তখন তো আর কমিউনিটি ছিল না। এখন যেহেতু কমিউনিটি তৈরি হয়েছে , আশা করি কমিউনিটির মাধ্যমে সকল সদস্য ভালো ভাবে কাজ করতেপারবে।

পরিচিতিমূলক পোস্ট ভিত্তিতে আমি পোস্ট করা চেষ্টা করেছি। আমি যেহেতু চাকরী করি সেই ক্ষেত্রে তেমন খুলে বলতে পারছি না। তবে যথা সম্ভব চেষ্টা করেছি পরিচিতিমূলক পোস্ট করার জন্য। ধন্যবাদ

Loading...