পরিচিত পর্ব ।। আমার বাংলা ব্লগ কমিউনিটি ।। ৩০ জুলাই ২০২৫ ।।


আসসালামু আলাইকুম


প্রিয় স্টিমিট ফ্রেন্ড,
আপনারা সবাই কেমন আছেন। আমি আশা করবো আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি দীর্ঘ ১১ মাস যাবত স্টিমিটে কাজ করছি। স্টিমিট সম্পর্কে অনেক ধারনা আছে আমার। অনেক কিছু শিখেছি এই ১১ মাসে। আজকে আমি আমার বাংলা ব্লগে আমার পরিচয় প্রদান করতে যাচ্ছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে অনেক শুনেছি। অনেক ভালো লেগেছে আমার। কারণ এই কমিউনিটিতে বাংলা ভাষায় ব্লগিং করা যায়। এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই কারণেই এই কমিউনিটির প্রতি আগ্রহ বেড়ে গেছে। আমি এই কমিউনিটির নিয়ম কানুন জেনেই ভেরিফাই পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। আমি আপনাদের সাথে এই কমিউনিটিতে কাজ করতে চাই। নিচে আমি আমার পরিচয় বিস্তারিত ভাবে দিলাম।

IMG_20250730_124336.jpg

আমার সম্পর্কে:

আমার নাম মোঃ পলাশ মিয়া। আমার বাবার নাম মোঃ লাল মিয়া। আমার মাতার নাম মোছাঃ পারুল বেগম। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার জন্মস্থান বগুড়া জেলা গাবতলী থানা চাকলা উত্তর পাড়া গ্রামে। আমি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কারনে ঢাকায় আছি। আমি আমার স্ত্রী ছেলেকে নিয়ে ঢাকায় থাকি। বর্তমানে আমার ফ্যামিলি সংখ্যা ৫ জন। আমি আমার স্ত্রী আমার ছেলে এবং বাবা মা। আমার এই ছোট্ট ফ্যামিলি নিয়ে বেশ সুখেই আছি। অনেক সুখে শান্তিতে জীবন যাপন করছি।

IMG_20220726_183320.jpg

আমি এবং আমার স্ত্রী

আমার শখ:

আমি কঠোর পরিশ্রম করতে ভালোবাসি। আমি ফুটবল এবং ক্রিকেট খেলতে অনেক পছন্দ করি। আমি সবচেয়ে বেশি পছন্দ করি ড্রয়িং। আমি ছোট বেলা থেকেই ড্রয়িং করতে অনেক পছন্দ করি। পাশাপাশি আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি। আমি মাঝে মধ্যে পরিবারকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেক পছন্দ করি।

IMG_20250728_120820.jpg

আমি এবং আমার ছেলে

আমার শিক্ষাগত যোগ্যতা:

আমি অতি দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ভালো ভাবে লেখাপড়া করতে পারি নাই। আমি এস এস সি পরিক্ষা দিয়েছিলাম ২০১৫ সালে যার জিপিএ ছিলো (৩.৩৯) এবং এইচ এস সি পরিক্ষা দিয়েছিলাম ২০১৭ সালে যার জিপিএ ছিলো (৩.০৮)। এরপর আমি অনার্স কমপ্লিট করার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হই। কিন্তু টাকার অভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে পারি নাই। এজন্য আমাকে লেখাপড়া ছেড়ে দিতে হয়।

IMG_20250407_172158.jpg

আমার ছেলে

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি যা যা শেয়ার করতে চাই:

আমি এই কমিউনিটিতে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট করতে চাই। বিশেষ করে আমি ড্রয়িং করতে অনেক বেশি পছন্দ করি। ভ্রমণ করতে পছন্দ করি ভ্রমণের মুহূর্ত গুলো আমি এই কমিউনিটিতে শেয়ার করতে চাই। এরপর আমি ফটোগ্রাফি শেয়ার করবো। এরপর আমি বিভিন্ন ধরনের শিক্ষনীয় বিষয় শেয়ার করার চেষ্টা করবো।

IMG_20250730_123830.jpg

আমার আর্টের লিংক

IMG_20250730_123620.jpg

আমার আর্টের লিংক

IMG_20250730_123955.jpg

আমার আর্টের লিংক
আমার নিজের আর্ট করা ছবি

সর্বশেষ আশা করবো আমার সাথে পরিচিত হতে পেরে আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমি কঠোর পরিশ্রম করে আপনাদের সম্প্রদায়ে কাজ করতে চাই। আমি এখানে সর্বপরি মানসম্মত সৃজনশীলতা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Description Of Photography
Device Name📱Location📌Captured By📸
Vivo Y21Bangladesh🇧🇩@mdpolasmia

Best Regards:- @mdpolasmia

◦•●◉✿ Thank You ✿◉●•◦