পরিচিত পর্ব ।। আমার বাংলা ব্লগ কমিউনিটি ।। ২৮ সেপ্টেম্বর ২০২৫ ।।

আসসালামু আলাইকুম
প্রিয় স্টিমিট বন্ধুরা💫

আমি @faruk6090 বাংলাদেশের নাগরিক

Raju20250928_164911_Vivid Human Portrait By Light Editz.jpg

আমার পরিচয় :-

আমি মোঃ ওমর ফারুক , স্টিমিট প্ল্যাটফর্মে আমার ইউজার আইডি @faruk6090। আমি বর্তমানে বাংলাদেশের জামালপুর জেলায় বসবাস করি। বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য হিসেবে আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

আমি যার মাধ্যমে স্টিমিট সম্পর্কে জানতে পেরেছি সে আমার চাচাতো ভাই, তার স্টিমিট ইউজার আইডির নাম:@alimtutorialসে এক বছর বছর ধরে স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করিতেছে,তার কাছ থেকে স্টিমিট সম্পর্কে জানতে পেরে আমি খুবই উৎসাহিত হয়েছি। এবং তার হাত ধরেই আমি স্টিমিট প্ল্যাটফর্মে এসেছি।

আমার শিক্ষাগত যোগ্যতা :-

আমি ২০২২ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার পরীক্ষার ফলাফল ছিল ৪.৫০। এখন আমি বঙ্গবন্ধু সরকারি কলেজে ডিগ্রি ২য় বর্ষে আছি, তবে আমার ইচ্ছা আছে ডিগ্রি শেষ করা।

আমার প্রিয় খেলা

IMG-20250705-WA0002.jpg

আমার প্রিয় খেলা ফুটবল। আমি মাঝে মাঝে বাড়িতে ফুটবল খেলি। যদিও আমি খুব একটা ভালো ফুটবল খেলি না, তবুও খেলা হিসেবে ফুটবল আমার খুব পছন্দ। আমার প্রিয় ফুটবলার মেসি। আমি মেসির খেলা সত্যিই পছন্দ করি। আমার প্রিয় ক্লাব বার্সেলোনা। আমার প্রিয় ফুটবল দেশ আর্জেন্টিনা। আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের আরও কিছু ফুটবলারকেও পছন্দ করি। উদাহরণস্বরূপ, এমবাপ্পে, রোলান্ডো এবং আরও অনেকে।

আমার বাংলা ব্লগ সম্পর্কে জানার অভিজ্ঞতা :-

আমি গত চার মাস ধরে স্টিমিট প্ল্যাটফর্মে বিভিন্ন কমিউনিটিতে কাজ করছি। বিভিন্ন কমিউনিটি ব্রাউজ করার সময় আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার নজরে আসে। এরপর আমি এই কমিউনিটির সকল নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জেনে নিই। যারা দীর্ঘদিন ধরে এই কমিউনিটিতে কাজ করছেন, তাদের কাছ থেকে আমি সাহায্য নিয়েছি। সব নিয়ম জানার পর আমি এখন আমার পরিচিতিমূলক পোস্টটি করতে যাচ্ছি।

আমি যা শেয়ার করতে চাই :-

আমি আমার বাংলা ব্লগে ফটোগ্রাফি করে তার বাস্তব চিত্র বর্ণনা করতে চাই। এই বিষয়ে আমার অনেক আগ্রহ আছে এবং আমি আপনাদের সাথে আমার জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিতে ইচ্ছুক।

কমিউনিটি:-

এখানে বিভিন্ন ধরনের কমিউনিটি আছে যেখানে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। এটি শুধু অর্থ উপার্জনের একটি জায়গা নয়, বরং নতুন কিছু শেখার এবং অন্যদের সাথে যুক্ত হওয়ার একটি দারুণ মাধ্যম।
আমি এখানে শেখার এবং ভালো মানের কন্টেন্ট তৈরি করার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, আপনাদের সবার সহযোগিতা পাব।
ধন্যবাদ

উপসংহার :-

আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম মেনে চলার চেষ্টা করব। যেহেতু আমি নতুন, তাই এখানকার অনেক বিষয় সম্পর্কে আমার এখনো পুরোপুরি ধারণা নেই। আমার প্রিয় মডারেটর ভাইদের এবং অভিজ্ঞ ইউজারদের কাছে আমার একটি অনুরোধ—যদি কোনো কারণে আমি কমিউনিটির কোনো নিয়ম লঙ্ঘন করি, দয়া করে আমাকে জানাবেন। আমি আমার ভুল শুধরে নেওয়ার এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আশা করি, আপনারা আমাকে সমর্থন করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.