আমার বাংলাব্লগে আমার পরিচিতি
নমস্কার। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো
আছি। আমি আপনাদের মাঝে নতুন একজন সদস্য। আমার নাম বিন্দু মোহন্ত। আমি আপনাদের কমিউনিটির সদস্য @shyamshundor এর ছোট বোন।
আমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশুনা করছি। আমার কলেজের নাম বগুড়া সরকারি কলেজ।
আমার বাড়ি অন্য জেলায় কিন্তু পড়ালেখার জন্য বাড়ি থেকে দূরে আমাকে এই বগুড়াতেই থাকতে হচ্ছে। ছোটবেলা থেকেই আমি বইয়ের পোকা ( এ্যাকাডেমিক কিংবা গল্প উপন্যাসের বই যেটাই বলুন না কেনো!)। বই পড়তে প্রচন্ড ভালো লাগে।এবং বই পড়তে পড়তে অজান্তেই আমার মনের মধ্যে যে কল্পনার রাজ্য গড়ে উঠেছে তার গল্প না হয় অন্য কোনোদিন শোনাবো আপনাদের।বই পড়া ছাড়াও অবসর-ফাঁকা সময়ে ছবি আঁকিবুঁকি করা, কবিতা আবৃত্তি করা কিংবা মুভি- সিরিজ দেখে সময় কাটাতে ভালো লাগে। কোনো কারন ছাড়াই একা একা হাঁটতে ভালো লাগে।যদিও বর্তমানে পড়ালেখার ব্যস্ততা থাকার কারনে তেমন ঘুরে বেড়ানোর সুযোগ হয় না। তবে আমার বয়সী বেশিরভাগ ছেলে-মেয়ের মতো আমারও স্বপ্ন একদিন সারা পৃথিবী ঘুরে বেড়ানোর!আশা করি এই স্বপ্ন একদিন সত্যি হবেই।এছাড়াও দুষ্টুমি, খুনসুটি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, পরিবারের সাথে সময় কাটানো অন্যতম পছন্দের কাজ।
ও হ্যাঁ ফটোগ্রাফির শখের কথা তো বলতেই ভুলে গেছি!
আসলে আমার পছন্দের কাজের লিস্ট বানাতে বসলে হয়তো সহজে শেষ হবে না। তাই এই লিস্ট আর বড়ো না করি! আমি প্রচন্ড পজিটিভ মাইন্ডসেটের। সর্বদা ইতিবাচক চিন্তা -ভাবনা করার চেষ্টা করি। সর্বদা নিজের মুখের হাসিকে ধরে রাখার এবং অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি ( কেননা আমার গোমড়ামুখো মানুষে বিশেষ এলার্জি আছে!)।
আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথেও হাসি মুখে মিলে -মিশে থাকতে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কমিউনিটির অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য। সবশেষে সবার মুখে হাসি ফুটুক এই কামনা করে আমার এই লেখা এখানেই শেষ করছি।
আমার রেফারার: @shyamshundor
আমার বাংলা ব্লগ এ তোমাকে স্বাগতম বিন্দু।তোমার পরিচিতি পোস্ট দেখে খুবই ভালো লাগলো।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আরও একজন দক্ষতা সম্পুর্ন সদস্য হবে জেনে অনেক ভালো লাগছে।আশাকরি তুমি তোমার সৃজনশীলতা গুলো খুব ভালোভাবে প্রকাশ করতে পারবে এবং নিজের দক্ষতা বৃদ্ধি করবে।আর বৃত্ত পাশে আছে তাই খুব সহজেই তুমি সকল নিয়মকানুন জেনে নিতে পারবে এতে করে তোমার পথচলা অনেক টা সহজ হবে।অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য।❤️❤️
আশীর্বাদ করবেন কাকিমা যেন ভালভাবে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ উৎসাহ যোগানোর জন্য।
শ্যামসুন্দর ভাইকে চিনি তিনি অনেক ভালো একজন ইউজার। তার সম্পর্কে আর কিছুই জানতে চাই না আপনি তার ছোট বোন এই প্লাটফর্মে আপনাকে সুস্বাগতম । আপনার পরিচিত মূলক পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম। আশা করি আপনার কাছ থেকে প্লাটফর্ম অনেক কিছু পাবে আপনার পথযাত্রা শুভ হোক সেটাই প্রত্যাশা করি।
ধন্যবাদ ভাইয়া,দোয়া করবেন আমার জন্য।
আমার বাংলা ব্লগে স্বাগতম। পোস্ট টি লেখা অনেক সুন্দর হয়েছে। আশীর্বাদ করি অনেক দূর এগিয়ে যাবি। আর সব সময় আমি আছি পাশে। নতুন এই পথযাত্রার জন্য শুভ কামনা রইল।
তুই সবসময়ই পাশে থাকিস বলেই সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই।অনেক অনেক ধন্যবাদ রে সবসময় এমন সাহস যোগানোর জন্য!
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।
আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW
নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
প্রথমে আপনাকে জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম। আশা করি আমাদের কমিউনিটির একজন সদস্য শ্যামসুন্দর ভাই আমার বাংলা ব্লগ সম্পর্কে আপনাকে ইতিমধ্যে অবগত করেছেন। শ্যামসুন্দর ভাই আপনার ভাইয়া হয় জেনে বেশ ভালো লাগলো। আশা করি আপনি আমাদের কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করবেন আপনার জন্য শুভকামনা রইল।
জ্বি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করব।
স্বাগতম আপনাকে আমাদের পরিবারে যুক্ত হবার জন্য। স্যামসুন্দর দাদা অনেক ভাল একজন ব্লগার আশা করি ওনার মান রাখবেন।আপনার জন্য শুভ কামনা রইলো। এগিয়ে যান।
ধন্যবাদ ভাইয়া, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব দাদার মান রাখার।
এই কমিউনিটি তো তোমাকে স্বাগতম। আশা করি দাদার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং কমিউনিটির অন্যান্য রুলস গুলো মেনে চলতে পারবে। এখন থেকে প্রত্যেকটা লেবেলের ক্লাস গুলো ভালো করে পড়ার চেষ্টা করবে এবং শেখার চেষ্টা করবে তাহলে খুব শীঘ্রই ভেরিফাই মেম্বার হতে পারবে। আর বিস্তারিত সমস্ত কিছু সহায়তা করবে তোমার দাদা সে আশা ব্যক্ত করলাম।
জি ভাইয়া, চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি আমাদের শ্যামসুন্দর দাদার ছোট বোন জেনে ভালো লাগলো। আমার বাংলা ব্লগের খুবই ভালো মানের একজন ইউজার আমাদের শ্যামসুন্দর দাদা। আমি আশা করি আপনি তার সুনামটা ধরে রাখবেন। আপনার পরিচিতি মূলক পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। যাইহোক মোবাইল পোকা হওয়ার থেকে বই পোকা হওয়া অনেক ভালো "আমার বাংলা ব্লগে" আপনার আগামীর পথচলা শুভ হোক।
চেষ্টা করব দাদার সুনাম ধরে রাখার। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন। আপনার জন্য শুভকামনা রইল।
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনি যেহেতু শ্যামসুন্দর ভাইয়ের ছোট বোন সেক্ষেত্রে আমাদেরও ছোট বোন। আশা করি কমিউনিটির সব নিয়ম সম্পর্কে অবগত আছেন এবং সেই নিয়ম অনুযায়ী কাজ করে এগিয়ে যাবেন। শুভকামনা রইলো আপনার জন্য।
অবশ্যই ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ।