এবিবি ফান প্রশ্ন- ৬৫১ || জন্মদিনে কেক-ই কাটা হয় কেন অন্য কোনো মজার খাবার নয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জন্মদিনে কেক-ই কাটা হয় কেন অন্য কোনো মজার খাবার নয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জীবনকে একবছর ধরে আলোকিত রাখার জন্য মোমবাতি জ্বালানো হয় জানি। কিন্তু কেকের কথা জানা নেই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ কেক-ই একমাত্র খাবার, যেটাতে মোমবাতি গুঁজে ইচ্ছেমতো ফুঁ দেওয়া যায়😂😂। পোলাও বা বিরিয়ানিতে দিলে বেমানান লাগবে🤣🤣।
0.00 SBD,
3.30 STEEM,
3.30 SP
কারণ, কেকই একমাত্র খাবার যেটাকে কাটলেও কেউ কাঁদে না, বরং সবাই খুশি হয়। মাছ কাটলে মাছ কাঁদে, মুরগি কাটলে মুরগি কাঁদে, কিন্তু কেক তো নীরব বিপ্লবী!😁
0.00 SBD,
3.28 STEEM,
3.28 SP
হি হি☺️☺️,এটা দারুণ মজার ছিল।।
কারণ কেক হচ্ছে মানুষের মনের মতোই নরম। আর মিষ্টি জাতীয় সবার পছন্দের একটা খাবার। এইজন্যই নিজের জীবনের আরও একটা নতুন বছরকে কেক কেটে শুভকামনা জানায় 🤗। যেন কেকের মতোই নিজের জীবনটা সুন্দর, মিষ্টি আর সবার পছন্দের হয় 🥰😊।
0.00 SBD,
3.27 STEEM,
3.27 SP
বাহ,সুন্দর বলেছেন আপু।
অন্য কোন খাবারের সাথে জন্মদিন শব্দটা যায় না। অনেক খাবার কাটাই যায় না।
যেমনঃ জন্মদিনের পুডিং বা জন্মদিনের পিৎজা ঠিক জমে না।
0.00 SBD,
3.26 STEEM,
3.26 SP
কেক কাটা হয় কারন কেক ব্যবসায়ীরা যেনো আরও নতুন নতুন কেকে বানাতে আগ্রহ হয়।
0.00 SBD,
3.26 STEEM,
3.26 SP
কেকের একটা বিশেষ সুপারপাওয়ার আছে
এটা একসাথে কাটা, খাওয়া আর ছবি তোলার মতো ফুড 😅
জন্মদিনে কেক কাটার মধ্যে আছে আলাদা একটা উদযাপন। আর সবাই একসাথে মোমবাতি জ্বালিয়ে যখন কেক কাটে তখন স্মৃতি থাকে ভিন্নরকম। আর মানুষের জন্মদিন স্মৃতির মধ্যে রাখার জন্য কেক কাটা হয়।
কেক কাটা হয় জন্মদিনে, কারণ ভাত কাটতে গেলে সবাই কান্না করবে।পোলাও কাটলে আবার বাসি হয়ে যাবে পরদিন সকালের নাশতায়।বিরিয়ানি কাটলে হাঁড়ি ফাঁকা হয়ে যাবে পাঁচ মিনিটেই।তাই কেকই সেফ—কাটলেও মজা, খেতেও মজা, ছবি তুলতেও মজা!
জন্মদিনে কেক কাটা হয় কারণ যদি বিরিয়ানি কাটা লাগত তাহলে ড্রামস্টিক নিয়ে মারামারি শুরু হয়ে যেত 😆
তার কারণ হচ্ছে কেক বা করে খাওয়া যায়, মিষ্টি যার কারণে সবাই হাসতে পারে 😂। যদি চিকেন লেগ হতো তাহলে মারামারি বেজে যেতো তাই😅😂🤣