এবিবি ফান প্রশ্ন- ৬৪৫ | ভবিষ্যৎ দেখতে পারলে কি দেখতে চাইতেন?আর তা কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভবিষ্যৎ দেখতে পারলে কি দেখতে চাইতেন?আর তা কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি তো পড়াশোনার ভবিষ্যত দেখতে চাইতাম।কারণ কি যে আছে কে জানে!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভবিষ্যৎ দেখতে পারলে আমি দেখতাম ,আমার জীবনসঙ্গী কেমন দেখতে হবে, কেমন মানসিকতাসম্পন্ন হবে। ☺️☺️
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আমি তো পুসের ভবিষ্যৎ এখনই দেখতে চাইতাম। কারণ আমি নিশ্চিত, আগামী কয়েক বছরের মধ্যে পুস টপ ১০০ কয়েনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ।
আমার মনের কথা যদি শেয়ার করি সেক্ষেত্রে বলব ঘরে একটি সুন্দরী বউ চাইতাম।কারণ ভালো মন মানসিকতা এবং সুন্দরী একটা বউ পেলে একটা ছেলের জীবন পরিবর্তন হয়ে যায়।
ভাই সুন্দরী মেয়েরা ভালো বউ হয় না। সুন্দরী মাইয়ারা অহংকারী আর কাজে ফাঁকিবাজ হয়,হা হা হা।😄😂😅
হা হা হা 🤣। আপনার কথা শুনে সত্যি হাসি পেয়েছে।
ভবিষ্যতের বউ কে হবে আর শ্বশুরের সম্পদ কেমন,হে হে হে।😁😂
আমি আজ যা শিখছি, চেষ্টা করছি সেটা ভবিষ্যতে কতটা কাজে লাগলো, জীবনে কেমন প্রভাব ফেললো এটাই জানতে ইচ্ছে করতো অনেক । এতে বর্তমানের প্রতি আত্মবিশ্বাসটা আরও বাড়তো আমার ।
খুব সুন্দর উত্তর ছিল।
যদি ভবিষ্যৎ দেখতে পারতাম, আমি সম্ভবত নিজের ও প্রিয়জনদের সুখ-শান্তি এবং সাফল্যের পথে কী ঘটনা ঘটবে তা জানতে চাইতাম। কারণ এটি আমাকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করত এবং একই সঙ্গে আশার আলো জোগাতো যে, প্রতিটি চেষ্টাই কোনো না কোনোভাবে ফলপ্রসূ হবে।
আসলে ভবিষ্যৎ দেখার বিষয়টাতে আমি আগ্রহী নয় একেবারেই। নিজের জীবনের স্বপ্নগুলোকে আমি চাইবো সুন্দর ভাবে পূরণ করতে। আর যদি দেখতে পেতাম তাহলে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিনা এটাই দেখতাম।
আমি তো বলব ভবিষ্যত দেখতে পারলেও ভবিষ্যৎ দেখা একদমই উচিত নয়। কারণ অনেকের ভবিষ্যত যেমন ভালো কিছু হয় অনেকের খারাপ হয়। তাই নিজের উপর থেকে আত্মবিশ্বাসটাই চলে যাবে যদি ভবিষ্যৎ আমরা দেখি। যদিও যাদের ভালো কিছু হবে তারা অনেক খুশি হবে। তবে আমি যদি দেখতে পারতাম তাহলে জীবনে কত টাকার মালিক হবো এটা দেখতাম 😁😄। আমার আবার এতো লোভ নেই, এমনিতেই দেখতাম 🤭।
বেঁচে থাকবো কতদিন সেটা দেখতে চাইতাম।যাতে করে মরার আগে আধুরি কাজ সেরে যেতে পারি।
আমি যদি ভবিষ্যৎ দেখতে পারতাম, আগে দেখে নিতাম আমি কবে কোটি টাকার মালিক হবো 💰।
তারপর সেই টাকার কতটা শ্বশুরবাড়ি লুট করবে সেটা হিসাব করতাম 🤦♂️😂।সবশেষে দেখে নিতাম,কে কে বুড়ো হয়ে “দাঁত নেই, চশমা আছে, তবুও টিকটক করছে” কিনা 🤣🤣🤣।