এবিবি ফান প্রশ্ন- ৫৯৭||আপনার কাছে সুখ মানে কী?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনার কাছে সুখ মানে কী?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
যেহেতু এখন আমার পরীক্ষার আগ মূহুর্ত চলছে তাই ঘুম ই সুখ এখন!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার কাছে সুখ মানে জেগে জেগে কল্পনার জগতে ভেসে যাওয়া।দিবাস্বপ্ন যাকে বলে,☺️☺️.
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
সুখ মানে মোবাইলটা হাত থেকে ফ্লোরে পড়ে গেলো ঠিকই... কিন্তু ডিসপ্লেও ভাঙ্গেনি এবং অন্য কোনো সমস্যাও হয়নি 🤣🤣। এর চেয়ে বড় সুখ আর কি বা হতে পারে 😂😂।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আমার কাছে সুখ মানে অনেক অমূল্য ধন। কারন আমার কাছে সুখ সহজে ধরা দিতে চায় না। বেটা মনে হয় আমাকে ভয়ই পায়। যাই হোক তবে মাঝে মাঝে মনে হয় যে অফিসের সেই লেডি মাস্তান কে যদি বেদম হারে পেদাতে পারতাম তাহলে অনন্তঃ একমাস নাক ডেকে ঘুমাতে পারতাম।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
সুখ মানে হলো কোন দৃশ্য দেখার পর চোখের প্রশান্তিতে ডুবে যাওয়া। সুখ মানে হলো এমন পরিবেশে থাকা যেখানে নিঃশ্বাসে প্রশ্বাসে বিশ্বাস এবং ভালোবাসা উপভোগ করা। সুখ মানে হলো এমন কথা শোনা যা কান দিয়ে শুনলে অন্তর শীতল হয়ে যায়। সুখ মানেই হলো এমন পরিবেশে অবস্থান করা যেখানে মন চাইলে ইচ্ছে গুলো পূরণ করা যায়। সুখ মানেই হলো বালিশের সাথে মাথা লাগানোর মাত্র ঘুমিয়ে পড়া। সুখ মানেই হলো মন চাইলে নিজের আবেগ অনুভূতি গুলো প্রকাশ করা । প্রকৃতির সাথে মিলেমিশে কখনো বৃষ্টি বিলাসে ভেজা, কখনো শিশিরের ফোঁটার সৌন্দর্য অবলোকন করা, কখনো কদম ফুলের সৌরভে হৃদয় হারিয়ে ফেলা, কখনো সমুদ্রের ঢেউয়ের তরঙ্গে নিজের মনের সাথে কথা বলা। উপরে বিষয়গুলো আমার কাছে সুখ মনে হয়।
ছেলেদের সুখ মনে মনে। কারণ বউকে বোকা বানানোর পর সেই সুখ প্রকাশ করতে নেই। পরে আবার সুখের জায়গায় অসুখ ঢুকে যাবে। 😂
সুখ মানে সুস্থ দেহ ও মন। তবেই সব কিছুতে সুখে পাওয়া যাবে।
ওয়াই-ফাই কানেক্টেড, লোডশেডিং নেই, ফোনে ১০০% চার্জ —
এটাই আধুনিক যুগের ‘নির্বাণ’!
এই #ABBFun চ্যালেঞ্জটা একদম অন্যরকম লাগছে! আমি মজা করে উত্তর দিয়েছি! তোমরাও দাও তো দেখি, কারটা সবচেয়ে মজার হয়! 😄👇
#সুখমানেকি
👉 @abb-fun @nusuranur তোমাদের উত্তর চাই!
আমার কাছে সুখ মানে শান্তিতে ঘুমানো। কারণ দিনে এনে দিনে খাওয়ার পরও যদি অভাবের মধ্যে সুন্দর ঘুম হয় সেটাই সুখ।
আমার কাছে সুখ মানে জেগে জেগে কল্পনার জগতে ভেসে যাওয়া।দিবাস্বপ্ন যাকে বলে,☺️☺️.
হা হা হা 🤣🤣। এই কথাটা বেশ দারুন ছিল।
আমার কাছে সুখ মানে শান্তিতে নিরবে সুখের মাঝে বসবাস করা, আর শান্তময় বউয়ের সেবা উপভোগ করা।