এবিবি ফান প্রশ্ন- ৬৩৫ || সব স্বপ্ন বাস্তবে পূর্ণ হয় না কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সব স্বপ্ন বাস্তবে পূর্ণ হয় না কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের প্রশ্ন/কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সব স্বপ্ন পূর্ণ হয় না কারণ বাস্তবতা, সীমাবদ্ধতা ও পরিস্থিতি সব সময় পক্ষে থাকে না। তবে অপূর্ণ স্বপ্নও মানুষকে নতুন শিখন ও নতুন পথে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।
স্বপ্নের কাজ হলো ফ্রি সিনেমা দেখানো, রিয়েল লাইফে টিকেট কেটে যেতে হয় ভাই! 😂
কারন স্বপ্ন ও বাস্তবের মধ্যে অনেক তফাৎ থাকে।স্বপ্ন দেখতে অর্থ খরচ হয় না,পরিশ্রম হয় না কিন্তু কিছু স্বপ্ন বাস্তবায়িত করার জন্য পরিশ্রম,সময় ও অর্থ সবই ব্যয় করতে হয়।এইজন্য সব স্বপ্ন বাস্তবে পূর্ণ হয় না ।
কারণ সরকার এখনো স্বপ্ন রূপায়ণ বোর্ড খুলে নাই🤣🏢
আর কখনো খুলবেও না 😂।
মশার অত্যাচারে ঘুমাতে পারি না। কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তবতা সেটাই বুঝি না। পূর্ণ হবে কি করে। 😆
হা হা হা 🦟 🤣 ।
যে লোক গতকাল রাতে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিল, আজ বাস চালাতে গিয়ে প্লেন উড়াতে বসত।
সব স্বপ্ন বাস্তবে পূর্ণ হয় না, কারণ প্রতিটি স্বপ্নেরই বাস্তবতার সঙ্গে মেলানোর মতো উপযুক্ত সময়, সুযোগ আর সামর্থ্য থাকে না। তবে অপূর্ণ স্বপ্নও জীবনের প্রেরণা হয়ে থাকে, যা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়। ✨
সব স্বপ্ন পূর্ণ হয় না, কারণ বাস্তবতার সীমাবদ্ধতা সবসময় ইচ্ছার সাথে মেলে না।
স্বপ্ন যদি পূর্ণ হয়ে যায়, তবে তো স্বপ্নের আর গুরুত্ব থাকেনা। তাই, বেশিরভাগ স্বপ্নই স্বমহিমা ধরে রেখে অপূর্ণ থাকে।
হ্যাঁ, সেই স্বপ্নের তখন আর গুরুত্ব থাকে না।
অনেক স্বপ্ন পূর্ণ হয় না কারণ স্বপ্নে যাদের কোটি টাকার লটারি লাগে🤑, বাস্তবে গিয়ে দেখা যায় হাতে থাকে শুধু খুচরা পয়সা🤣🤣।
সত্যিই আপু কোটি টাকার লটারি লাগার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আমরা তো সব খুচরা পয়সা গোনার লোক। 😆