এবিবি ফান প্রশ্ন- ৫৬২ || পরিচিত মানুষের নতুন করে ভিন্ন রূপ দেখতে কেমন লাগে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পরিচিত মানুষের নতুন করে ভিন্ন রূপ দেখতে কেমন লাগে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যখন আমরা কাউকে দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রূপ বা অভ্যাসে দেখে আসি, হঠাৎ তার নতুন কোনো দিক প্রকাশ পেলে মনের মধ্যে মিশ্র অনুভূতি জাগে আশ্চর্য হওয়া, মুগ্ধতা, কখনও হয়তো কিছুটা অস্বস্তিও হতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ অনেকগুলো স্তরের সমষ্টি, এবং কেউই একক রূপে বাঁধা নয়।
0.00 SBD,
2.83 STEEM,
2.83 SP
যদি আমি আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করি সেক্ষেত্রে তার শুধু অতীতের কথা মনে আসে আর হাসি পায়। আবার মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষের এতটা পরিবর্তন হতে পারে।
0.00 SBD,
2.81 STEEM,
2.81 SP
এটা এমন, যেমন পুরনো ফোনের স্কিন প্রোটেক্টর ছিঁড়ে নতুন একটা লাগানো!
0.00 SBD,
2.80 STEEM,
2.80 SP
এটা একটা দারুণ কথা বলেছেন আপনি।
যদি তা দেখতে সুন্দর হয় তবেতো ভালই লাগে। কিন্তু সেই রুপ যদি ভয়ংকর হয় তবে তা মেনে নেয়ে কঠিন।
0.00 SBD,
2.79 STEEM,
2.79 SP
বেশি কিছু না, কেউ খারাপ ভাবে রূপ বদলায় আর কেউ ভালো ভাবে। আর ভালোটা দেখতে যতটা ভালো লাগে, খারাপ টা দেখলে তার থেকেও বেশি খারাপ লাগে।
0.00 SBD,
2.78 STEEM,
2.78 SP
পরিচিত মানুষের নতুন করে বিভিন্ন রূপ দেখতে মাঝে মাঝে ভালো লাগে যদি রূপটা ভালো দিকে হয়। আর যদি হুট করে কারোর খারাপ রূপ দেখি তাহলে ইচ্ছে করে খুন করে ফেলি তাকে।
পরিচিত মানুষদের খারাপ রূপ দেখলে রাগ তো সবারই হয়।তাই বলে,খুন করার সিদ্ধান্তে উপনীত হাওয়া থেকে বিরত থাকতে হবে আপু।
এটা কি সত্যিই সেই মানুষটা? হঠাৎ কারও চেহারা, আচরণ বা দক্ষতায় বড় রকমের পরিবর্তন দেখলে প্রথমে অবাক লাগে। যেমন: শান্ত স্বভাবের বন্ধু হঠাৎ স্টেজে পারফর্ম করলে বা লাজুক কেউ সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোস্ট দিলে।
পরিচিত মানুষের নতুন রূপ দেখতে অনেকটা বিস্ময়কর মনে হয়। এটি তাদের ভেতরকার পরিবর্তন এবং নতুন কিছু আবিষ্কারের অনুভূতি দেয়, যা আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে।
আসলে এটা ঠিক।
ভিন্ন রূপ যদি ভালো হয়, তাহলে তো অবশ্যই ভালো লাগবে😊। খারাপ হলে ওইটা আর বললামই না। বেশি কিছু না শুধু মন থেকে উঠে যাবে 😥।
কিছুটা অদ্ভুত লাগে,মনে হয়---এই পরিচিত মানুষটি আর কতবার তার সাপের মত খোলস পাল্টাবে নয়তো গিরগিটির মতো রংটাই পরিবর্তন করবে।।