এবিবি ফান প্রশ্ন- ৫৫৬ |আপনার বাড়ির প্রাণ বলা যায়....
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনার বাড়ির প্রাণ বলা যায় কাকে?আর সে কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জন্যে তো আমার ছোট বোন।কারণ সারাক্ষণ দুষ্টামি করে ঘর মাতিয়ে রাখে।সে না থাকলে যেনো সব নিস্তব্ধ হয়ে যায়!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমাদের বাড়ির প্রাণ আমার ছেলে।
কারণ ও ছাড়া বাসা একদম থমথমে।
হয় ও কাঁদছে, নয়ত কিছু না কিছু ভাঙছে।
ওর কাজই হলো বাসার সবাইকে ব্যস্ত রাখা সবার পেশা হয়ে গেছে ছেলে সামলানো।
আমাদের বাড়ির প্রাণ বলা যায় আমাদের পোষ্য বিড়ালগুলিকে।কারন সারাক্ষণ তারা রান্নাঘর থেকে শুরু করে বেড অব্দি সব সদস্যের কাছে গিয়ে ঘুরঘুর করে।তাদের সঙ্গে মনের কথা বলেও শান্তি কারন তারা সবই বোঝে তবুও নীরব থাকে।বাড়ির ছোট্ট বাচ্চাদের মতোই তারা আমাদের বাড়ি মাতিয়ে রাখে সারাক্ষণ আর একটির কম থাকলেও বাড়ির আনন্দটাই মাটি হয়ে যায় যেন।
আমার বাড়ির প্রাণ বলা হয়, ইলেকট্রিসিটিকে। কারণ ইলেকট্রিসিটি না থাকলে বাড়ি অন্ধকার। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। মা বোনদের মুখে হাসি থাকে না। রান্না বান্নার সময় বিভিন্ন মসলা পিষেতে বিদ্যুতের প্রয়োজন হয় । বিদ্যুৎ যখন থাকে না তখন রান্নাবান্না ঠিক মতো হয় না । বিদ্যুৎ যখন থাকে না তখন ছোটদের কার্টুন দেখা হয় না । বড়দের সিরিয়ার দেখা হয় না। বলা যায় যে বিদ্যুৎ থাকলে সবাই মুখে হাসি। তাই আমার বাড়ির প্রাণ ইলেকট্রিসিটি।
আমাদের বাড়ির প্রাণ তো আমি নিজেই
কারণ কারও গলা ব্যথা, কারও মাথাব্যথা, আর কারও ঘুমের সমস্যা - সব সমস্যার মূল কারণ আমি! নাহলে বাড়ি যে একদম বোরিং হয়ে যেতো। 😁
আমার বাড়ির প্রাণ হচ্ছে দুজন, তারা হলেন আমার মা এবং আমার ভাতিজা। আমার মা সব সময় আমাদের পুরো বাড়ি কে গোছালো রাখার চেষ্টা করেন।আর অন্যদিকে আমার ভাতিজা আমাদের গোসালো বাড়ি কে অগোছালো করে ফেলেন।সে জন্য তারা দুজনই আমাদের বাড়ির প্রাণ।
আমার বাড়ির প্রাণ বলা যায় আমাদের বিড়ালটাকে নাম তার ‘রাজা’। কারণ সে শুধু ঘরে থাকে না, পুরো রাজ্য শাসন করে! সকালের ঘুম ভাঙে তার মিউ মিউ করে, দুপুরে সে বাসার সবার কোলে ঘুরে বেড়ায়, আর রাতে সে গম্ভীর হয়ে বসে থাকে, যেন সে বাসার সিকিউরিটি ইনচার্জ।
আমার বাড়ির প্রাণ আমার ছোট্ট আরাফ কারণ সে আমাদের বাড়ির সবাইকে অনেক আনন্দে রাখে।ও বাসায় না থাকলে পুরো বাসাটাই অন্ধকার হয়ে যায়।
আমার মাকে। কারন মা না থাকলে বাড়িটা মরুভূমির মত লাগে।😉
আমার মা।
কারন পুরো পরিবার কে সে নিজে হাতে হেন্ডেল করতে পারে।
বাড়ির প্রাণ বলাযায় "মা" কে। একজন মাকে কেন্দ্র করে একটি পরিবারের প্রাণ চঞ্চলতা। মা-ই পারে বাচ্চা থেকে বৃদ্ধ প্রতিটা মানুষকে মাতিয়ে রাখতে। আশেপাশের বাড়ির ঘটনাবলী তুলে ধরে ভালো কে গ্রহণ করাতে, আর খারাপ কে বাদ দিতে। দুষ্টামিতে মা বাচ্চাদের যেমন ধোলাই দেন, আবার ভালো বাসেন সবার চেয়ে বেশি।