এবিবি ফান প্রশ্ন- ৫৭৪ || সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে! কেন তা আমিও জানি না। তাই অভিজ্ঞদের পরামর্শ চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কে বলেছে পারে না? এখন অনেকে মিথ্যার উপর ডিগ্রী অর্জন করে, চোখের দিকে তাকিয়ে দিব্যি মিথ্যা কথা বলতে পারে 😂😂। এটা আমি অনেক বার দেখেছি 🤣🤣।
0.00 SBD,
3.12 STEEM,
3.12 SP
খালি কি দেখছেন নাকি ট্রাইও করেছেন, হি হি হি
না ভাই ট্রাই করার সুযোগ পাইনি এখনো। সুযোগ পেলে একবার ট্রাই করতেও পারি 🤣🤣।
কারন চোখের দিকে তাকালে মায়ায় পড়ে যায়।🫢😉
0.00 SBD,
3.11 STEEM,
3.11 SP
মায়ারে, মায়ারে।মায়ায় মায়ায় জীবন শেষ হয়ে গেল তাইলে ভাই 😄।
সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, কারণ চোখের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলাটা ঠিক কাঁচা মরিচ খেয়ে "মিষ্টি লাগছে" বলা মতো , মুখে বললেও চোখে জল চলে আসে।
0.00 SBD,
3.09 STEEM,
3.09 SP
চোখের কথা যে কেউ পড়তে পারে। তাই যখন কেউ চোখে চোখ রেখে মিথ্যা বলে তা সহজেই ধরা পরে। তাই চোখে চোখে রেখে মিথ্যা বলা কঠিন।
0.00 SBD,
3.08 STEEM,
3.08 SP
একদম ঠিক বলেছেন আপু চোখের ভাষা বুঝে গেলে মিথ্যা ধরা পড়ে যাবে। তাই তো সাবধানে কথা বলে আর কি।
কারণ চোখ যে মনের কথা বলে। ভয়ে অন্য দিকে তাকিয়ে কথা বলে যাতে মনের ভেতরের গোপন তথ্য ফাঁস না হয়ে যায়। 😆
0.00 SBD,
3.07 STEEM,
3.07 SP
মানুষের চোখের দিকে তাকালেই অটোমেটিকলি আবেগপ্রবণ হয়ে যায় আর যখন আবেগপ্রবণ হয়ে যায় তখন আর মিথ্যা কথা বলতে পারে না। আবেগের বসে সত্যি কথাই বলে ফেলে।
0.00 SBD,
0.54 STEEM,
0.54 SP
কারণ চোখ তো আর সাধারণ জিনিস না…
চোখ সব বুঝে ফেলে😎।
কারণ চোখের ভেতর CCTV বসানো থাকে হালকা মিথ্যা বললেই অ্যালার্ম বাজে 🚨😂।
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
তাহলে তো আরো সাবধান হতে হবে ভাইয়া। না হলে তো মিথ্যা বলে ধরা পড়ে যাবে সবাই। দারুন উত্তর দিয়েছেন।
কারণ চোখ হচ্ছে মনোবিজ্ঞানী।যে মানুষের মনের না বলা কথা পড়তে পারে,না বলা ভাষা বুঝতে পারে।তাই সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না।
কারণ চোখ মানুষের মনের সত্য কথা বের করে আনে সেজন্যই চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না।
কারণ চোখ হলো মানব দেহের সিসিটিভি ক্যামেরা।
যাদের মিথ্যা আর বিশ্বাসঘাতক এর মতো স্বভাব তাঁরা যে কোনো অবস্থাতেই মিথ্যা বলতে পারে ভাই। কিন্তু যারা সঠিক মানুষ তারা কোনো অবস্থাতেই মিথ্যা বলতে পারে না।