এবিবি ফান প্রশ্ন- ৫৪৭ || ভদ্র মানুষ চেনার সহজ উপায় কি?

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsQctmFPegwdwU4RpS5MXVRC7rbmuZW81z7ZmfD5CHoSsYmx2gLRqEFvDPCJBuHGSk4WMV4KswgZtV871HKyp.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।


এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভদ্র মানুষ চেনার সহজ উপায় কি?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত জানতে চাই ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক
Sort:  
 last month 

সবসময় নিজের ভুল স্বীকারে প্রস্তুত থাকে,
ভদ্র মানুষ নিজের দোষ ঢাকতে চায় না। ভুল করলে সরি বলতে পারে এবং ভুল থেকে শেখার মানসিকতা রাখে।

 last month 

জি ভাই, আপনি ঠিক বলেছেন।

 last month 

ভদ্র মানুষ চেনার সহজ উপায় কি?

এরা কথা কম বলে। অন‍্যদের সাথে খুব একটা তর্কে যায় না। অন‍্যরা কষ্ট পাবে এমন কাজ কথা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে।

 last month 

জি ভাই, ভদ্র মানুষ কখনো তর্কে জড়ায় না।

 last month 

কথায় ও কাজে যাদের মিল থাকবে আমার দৃষ্টিতে তারা ভদ্র ও মার্জিত এবং নম্র-ভদ্র।

 last month 

আসলে এরকম মানুষ গুলো অনেক বেশি ভদ্র হয়।

 last month 

জ্বি আপু ঠিক বলেছেন

 last month 

একেবারে বাস্তব কথা বলেছেন ভাই।

 last month 

😍

 last month 

আজকাল এই সমাজে ভদ্র তারাই যারা নীতিবান নয়।কারন নীতিবান যারা তারা কারো চোখে কখনো ভদ্র হয়না।

 last month 

আপু আমিও ঠিক এটাই মনে করি।

 last month 

আপনার কথা শতভাগ বাস্তব আপু।

 last month 

নম্র ও শালীন ভাষায় কথা বলেন। সবাইকে সম্মান করেন। অহংকার করেন না।।অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন।সহানুভূতিশীল ও ধৈর্যশীল।

 last month 

ভদ্র মানুষ চেনার সহজ উপায় ভদ্র ভাবে বলতে গেলে,"ভদ্র মানুষ কখনো কারো মন কষ্ট দেয় না।
তাদের সঙ্গে মিশলে মন ভালো হয়ে যায়।"আর যদি একটু মজা করে বলি তাহলে ভদ্র মানুষ দেখা যায়, যখন ফোনে কেউ কল দেয় তখন “হ্যালো” না বলে আগে ৩ বার কাশি দেয়।হাহাহাহ।

 last month 

তাই নাকি ভাই এখন থেকে কাশি দিতে হবে।

 last month 

এককালে পোশাক দেখে অর্থাৎ সুট-কোট পরা মানুষ দেখে ভদ্রতা বিচার করা হতো।কিন্তু আমার মনে হয় যারা অন্যকে সম্মান করে, নম্রতা বজায় রাখে তারাই ভদ্র মানুষ।

 last month 

ভদ্র মানুষ সব সময় প্রয়োজনের সময় কথা বলে, এদের চলাফেরার খুব চঞ্চলতা নেই, ভদ্র মানুষ সব সময় নরম শরম হয়। এদের কথাবার্তা চলাফেরা দেখলেই কেমন যেন মায়া লাগে মনে হয়।

 last month 

হ্যাঁ আপু ঠিক কথা।

 last month 

যাদের দেখলে মায়া লাগে তারাই ভদ্র মানুষ আমার মনে হয় আপু।

 last month 

ভদ্র মানুষ চেনার সহজ উপায়? যাদের সামনে পা ভেঙে গেলে, তারা আপনাকে হাসপাতাল না নিয়ে, প্রথমে সেলফি নিবে! 😄

 last month 

ভদ্র মানুষ চেনার সহজ উপায় কি?

যারা প্রতিনিয়ত অন্যকে সম্মান করে তারা অনেক বেশি ভদ্র হয়।