এবিবি ফান প্রশ্ন- ৬০৯ || বাস্তবতা আর স্বপ্নের মধ্যে পার্থক্য কোথায়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাস্তবতা আর স্বপ্নের মধ্যে পার্থক্য কোথায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পার্থক্য হচ্ছে---বাস্তবতা চোখ খুলে দেখা যায়, নিজে যুক্ত হওয়া যায়।কিন্তু স্বপ্ন চোখ বন্ধ করে দেখা যায় যাতে চাইলেও নিজে যুক্ত হওয়া যায় না।।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
স্বপ্ন আমাদের ইচ্ছার, কল্পনার জগৎ, যেখানে সবকিছু সম্ভব। সেখানে সময়, সীমা বা নিয়মের কোনো বালাই নেই। কিন্তু বাস্তবতা হলো কঠিন মাটি, যেখানে হাঁটতে গেলে পা কেটে যেতে পারে, চলতে হয় নিয়ম মেনে, ধৈর্য ধরে।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
স্বপ্নে হিল্লি দিল্লি ঘুরে বেড়াই আর বাস্তবে ঘরে কোনে পার্কেও যেতে পারি না।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
হা হা হা 🤣। স্বপ্নতেই ঘুরাঘুরি করেন।
স্বপ্ন আমাদের এগিয়ে যেতে শেখায়, আর বাস্তবতা লড়াই করতে শেখায়।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
স্বপ্নে দেখলাম পকেট ভর্তি টাকা আর বাস্তবে দেখি পুরো পকেট ফাঁকা। 😆
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
বাস্তবতা আর স্বপ্নের মধ্যে প্রকৃত পার্থক্য হলো:- বাস্তবতায় মানুষের বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে যায় আর স্বপ্ন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। স্বপ্ন দেখে অনেক মানুষের বেঁচে থাকার ইচ্ছে জাগে।
স্বপ্নে আমার কাছে ১০ কোটি পুস কয়েন আছে, কিন্তু বাস্তবে আছে ১০ লাখ পুস কয়েন 😂😂। এটাই হচ্ছে বাস্তবতা আর স্বপ্নের মধ্যে পার্থক্য 🤣🤣।
বাস্তবতা: বাস্তবতা হলো যৌক্তিক, প্রমাণযোগ্য এবং আমাদের ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষণযোগ্য। এটি সময়, স্থান এবং পদার্থবিদ্যার নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত।
স্বপ্ন: স্বপ্ন হলো অবচেতন মনের খেলা, যেখানে যুক্তি বা প্রাকৃতিক নিয়ম প্রযোজ্য নয়। স্বপ্নে সময় অরৈখিক হতে পারে, স্থান পরিবর্তনশীল হতে পারে এবং অসম্ভব ঘটনাও সম্ভব হতে পারে।
অল্প তাই বলতেছি, আর জ্ঞানীদের জন্য অল্প কথাই যথেষ্ট।
বাস্তবতা হচ্ছে আপনাকে ঘুমিয়ে থাকতে দিবে না আর স্বপ্ন হচ্ছে আপনাকে ঘুমিয়ে থাকতে বাধ্য করবে।
বাহ্ বেশ ভালো বলেছেন।
এটা অবশ্য ঠিক বলেছেন বাস্তব ঘুমিয়ে থাকতে দিবে না। আর স্বপ্ন ঘুমিয়ে থাকতে বাধ্য করবে।
স্বপ্ন: আমার যদি চারটে বউ থাকতো।
বাস্তব: এক বউয়ের যন্ত্রণায় পাগল প্রায় রাস্তায় রাস্তায় ঘুরি,হা হা হা। 🤣😁
দেইখেন আবার ঘুরতে ঘুরতে পাগল না হয়ে যান ।
ভাই খাল কেটে কুমির ডেকে আনার কোন দরকার নেই। এমনিতেই অনেক শান্তিতে আছেন। 😂