এবিবি ফান প্রশ্ন- ৬৪২ || সময় ভালো কাটানোর উপায় কি?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সময় ভালো কাটানোর উপায় কি?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

পজিটিভ ভাবনা। আমার কাছে সেটাই একমাত্র উপায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

সময় ভালো কাটানোর উপায় হচ্ছে বাগান করা।নিজ হাতে ছোট্ট বীজ বপন করে, বীজ থেকে জন্মানো চারা রোপণ করে,সেটিকে যত্ন করে বড় করে তারপর গাছে যখন নতুন ফুল ফুটবে কিংবা তা থেকে ফল ধরবে তার থেকে আনন্দের আর ভালো সময় আর কি হতে পারে।যেখানে থাকবে না---শত্রুতা,থাকবে না--- সমালোচনা, থাকবে না কোনো----হিংস্রতা।শুধুই থাকবে প্রকৃতির সঙ্গে এক অনাবিল সুখের আত্ম তৃপ্তি বা মিলনের মুহূর্ত।গাছেরা হয়ে উঠবে প্রকৃত বন্ধু।।

 last month 

সময় ভালো কাটানোর উপায় কি?

সময় কাটানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে, নিজের ছায়ার সঙ্গে বেশি বেশি ছবি তুলতে হবে🤣🤣। শুনেছি এতে করে নাকি দুর্দান্ত সময় কাটানো যায়। তবে একবার ট্রাই করে দেখতে হবে 😂😂।

 last month 

ঘুমিয়ে কাটান, তখন সময়ও খেয়াল করবে না যে কেটে গেছে! 😴

 last month 

আমি মনে করি সময় হচ্ছে মানুষের জীবনে বড় সম্পদ। এটি সঠিকভাবে কাজে লাগালে সময় ভালোভাবে যায়। তবে আমি মনে করি নতুন কিছু শিখা ভাষা শেখা এবং কাজ শিখা। এগুলো ভবিষ্যতে ভালো কাজ দিবে এবং সময়ও ভালো সময় যাবে আমি মনে করি।

 last month 

সময় ভালো কাটানোর উপায় কি?

আমার তো মনে হয় প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে, আর ফ্যামিলির সাথে সময় কাটালে খুবই ভালো সময় কাটবে 🥰। এর থেকে ভালো সময় কাটানোর উপায় আছে বলে আমার মনে হয় না।

 last month 

শরীরচর্চা ও স্বাস্থ্যচর্চা ব্যায়াম, যোগব্যায়াম বা হাঁটাহাঁটি শুধু শরীরকেই নয়, মনেরও শান্তি আনে।

 last month 

অনেক ভালো বলেছেন কথাটা।

 last month 

সময় ভালো কাটানোর সবচেয়ে বড় উপায় হলো নিজের পছন্দের কাজের সাথে সময় কাটানো ।হয়তো বই পড়া, গান শোনা, পরিবার-বন্ধুর সাথে গল্প করা কিংবা প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটা। যেভাবেই হোক, মনকে শান্তি দেয় এমন কাজে নিজেকে ব্যস্ত রাখা মানেই সুন্দরভাবে সময় কাটানো। 🌸🙂

 last month 

আপনি একেবারে ঠিক কথা বলেছেন, আপনার কথা শুনে ভালো লাগলো।

 last month 

খালি হাতে মশা মারার প্র্যাকটিস করো, নিনজা লেভেল স্কিল হয়ে যাবে😃

 last month 

মশা মারার প্র্যাকটিস করতে করতে হাতই ব্যথা হয়ে যাবে।

 last month 

ঠিক বলেছেন ভাই

 last month 

সময় ভালো কাটানোর উপায় কি?
সময় ভালো কাটানোর উপায় হচ্ছে বই পড়া,
কোন ভাল কাজে নিজেকে জড়ানো , এবং প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে নিজেকে সময় দেওয়া।

 last month 

দারুন লিখেছেন আপনার কথা গুলি।এরকম ভাবেও ভালো সময় কাটানো যেতে পারে।

Wow, @abb-fun, this is exactly the kind of initiative that makes the Steemit community so vibrant! "ABB-Fun" sounds like a fantastic way to spark creativity and share some laughs. I love the idea of rewarding witty and imaginative answers to everyday questions – it’s a brilliant twist on traditional Q&A.

The question "সময় ভালো কাটানোর উপায় কি? (What's a fun way to pass the time?)" is a perfect starting point, and @kingporos's suggestion of positive thinking is great, but I'm excited to see the humorous and creative responses the community comes up with. Offering a $10 prize pool is a great incentive, and the rules are clear and simple.

This initiative is a surefire way to boost engagement and bring some lighthearted fun to the platform. I'm resteeming this and can't wait to read the creative answers! Best of luck with "ABB-Fun"!