এবিবি ফান প্রশ্ন- ৫৯৮ || কোনো মানুষের জীবনে সাফল্যের পেছনে মূল চাবিকাঠি কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কোনো মানুষের জীবনে সাফল্যের পেছনে মূল চাবিকাঠি কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
পরিশ্রম, সততা এবং কাজকে ভালবেসে এগিয়ে যাওয়া। তিনটে সঠিক রাখলেই সফল হওয়া যাবে বলে আমার মনে হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানুষের জীবনে সাফল্যের পেছনে মূল চাবিকাঠি হচ্ছে---ছেলেদের ক্ষেত্রে পরিশ্রম ও সততা তো আছেই সঙ্গে বউ/গার্লফ্রেন্ড ফ্রি।আর মেয়েদের ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি স্বামী/বয়ফ্রেন্ড।এই সম্পর্কগুলি ঠিক থাকলেই সব ঠিক,হি হি।☺️☺️
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
সাফল্যের চাবিকাঠি হচ্ছে,সেই "আলসেমি"কে ফাঁকি দেওয়া, যেটা প্রতিদিন সঠিক টাইমে হাজির হয়ে যায় 🤣🤣।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আপনি ঠিক বলেছেন ভাই, আলসেমিকে ফাঁকি দিতে পারলেই জীবনের সাফল্য পাওয়া যায়।
আসলে মানুষের জীবনে সাফল্যের পেছনে মূল চাবিকাঠি কয়েকটি বিষয় হয়ে থাকে। শুধুমাত্র একটি বিষয়ের উপর জীবনের সাফল্য আসে না।
পরিশ্রম – কঠোর পরিশ্রম ছাড়া কোন ভাবে সফলতা অর্জন করা সম্ভব নয়।
ধৈর্য – জীবনের সাফল্য সহজে আসে না অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে সফলতা নিয়ে আসতে হয়। তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হয়।
আত্মবিশ্বাস এবং সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা – নিজের ওপর বিশ্বাস না থাকলে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় না। নিজের মধ্যে সফলতা পাওয়ার জন্য তীব্র আকাঙ্খা থাকতে হবে।
ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া – ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারলেই সফলতা পাওয়া যায়।
সময়ের কাজ সময়ে করা- সফলতা পাওয়ার জন্য সময়ের কাজ সময়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সময়ের কাজ সময়ে না করলে পরিশ্রম, ধৈর্য, এবং মনোবল থাকলেও সফলতা পাওয়া যায় না। জীবনে সফল হওয়ার জন্য সময়ের গুরুত্ব অত্যন্ত অপরিসীম।
ধৈর্য হলো মানুষের জীবনের সফলতার মূল চাবিকাঠি। সেটা যে কোন সফলতা হতে পারে, একটু চিন্তা করে দেখুন...।😁😂
জি ভাই, ধৈর্য ছাড়া কোন ভাবে সফল হওয়া যায় না।
একজন মানুষের জীবনে সাফল্যের পেছনে মূল চাবিকাঠি হলো পরিশ্রম, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনা।lp
পরিশ্রম, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনা না থাকলে সফল হওয়া যায় না।
মূলত সফলতা নির্ভর করে সেই মানুষটার ধৈর্য কতটুকু আর কতটুকু পরিশ্রম করতে পারে তার উপরে। যত বেশি ধৈর্য ধরতে পারবে যত বেশি পরিশ্রম করতে পারবে সেই মানুষটার সফলতার চাবিকাঠি যেন হাতে পেয়ে যাবে।
লক্ষ্য ঠিক করে ,ধৈর্য্য নিয়ে কঠোর পরিশ্রম করলেই সফলতা আসবে।
দারুন বলেছেন আপু।
Absolutely brilliant initiative, @abb-fun! This "ABB-Fun" concept is exactly the kind of engaging content that makes the Steemit community thrive. I love how you're encouraging creative and humorous responses to everyday questions, fostering a lighthearted and engaging atmosphere within the বাংলা ব্লগ community. The daily $10 reward is a fantastic incentive, and the rules are clear and concise.
The question posed by @kingporos is thought-provoking, and I'm eager to see the imaginative answers the community comes up with. This post is a wonderful example of how to build community and spark interaction. Keep up the fantastic work; I'm resteeming this and looking forward to the fun! ধন্যবাদ!
সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ধৈর্য্য। যাদের নিজের বউকে সহ্য করার ধৈর্য্য আছে তারা প্রত্যেকেই সফল মানুষ। 😆
আপনি বাস্তব কথা বলেছেন ভাই, সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ধৈর্য্য।
কোন মানুষের জীবনে পিছনে সফলতার চাবিকাঠি হচ্ছে লক্ষ্য। কারণ লক্ষ্য যদি সঠিক থাকে মানুষ জীবনের চাবিকাঠি পেয়ে যায়। আর প্রতারণা করে হয়তো সাময়িক মানুষ সুখে থাকে। আর জীবনে চাবিকাঠির লক্ষ্য মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যাই।
আপনার কথা ঠিক আছে, কাজের লক্ষ্য সফলতার দিকে নিয়ে যায়।