এবিবি ফান প্রশ্ন- ৫৫৭ | বর্ষার দিনে মেঘ ডাকে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বর্ষার দিনে মেঘ ডাকে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বৃষ্টির দিনে মেঘ গুলো মনের খুশিতে DJ পার্টি করে থাকে😁🪅⛈️। মেঘের ডাক হলো, মেঘেদের সাউন্ড সিস্টেম আর বজ্রপাত বা, বিদ্যুৎ চমকানি হলো তাদের লাইটিং⛈️⛈️ ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেঘ বর্ষা কে বেশ ভালোবাসে। আর সে ভালো করেই জানে যে বর্ষার দিন ছাড়া বর্ষা কে খুঁজে পাওয়া বেশ মশকিল। আর এই জন্য বর্ষার দিনেই মেঘ দুমদাম করে ডাকে।
মেঘ ডাকে কারণ সে প্রেমে পড়েছে বিদ্যুতের আর ডাক দিয়ে বলে 😁শুনছো? আমি এসেছি😂
বৃষ্টির দিনে কেউ যদি ঘুমিয়ে থাকে বা বাইরে বৃষ্টি হচ্ছে এটা না দেখে তাই বর্ষার দিনের মেঘ ডাকে। কেননা বৃষ্টির মুহূর্ত সবাই পছন্দ করে আর এত সুন্দর মুহূর্ত কেউ দেখবে না বা উপভোগ করবে না এটা তো হয় না এজন্যই মূলত বর্ষায় সময় মেঘ ডাকে।
বর্ষার দিনে মেঘ ডাকে কারণ মেঘের গার্লফ্রেন্ডের নাম বর্ষা ছিল। তাই যখনই বর্ষা আসে তখনই মেঘ সারা দুনিয়াকে গর্জন করে বারবার একটাই কথা বলে যায় বর্ষা শুধুই আমার।বর্ষাকে ধরার অধিকার নেই সবার🤣😂😂।
আমি প্রথমে ভাবছিলাম বর্ষার দিন ব্যাঙ ডাকে কেন? 😂
বর্ষার দিন মেঘ তো ডাকবেই। কারণ তার পেট খারাপ হয়েছে 😂😂
বর্ষার দিনে মেঘ ডাকে কারণ---ব্যাঙের বিয়ে বৃষ্টির দিনে হয় আর সেই দিন বিনা পয়সার ব্যান্ড পার্টির প্রয়োজন হয়।সেইজন্য মেঘের ডাকের সঙ্গে সঙ্গে বাজি ফুটানো, লাইটিং আর সাজসজ্জা ফ্রি থাকে।☺️☺️
বর্ষার দিনে মেঘ ডাকে কারণ ওরা নিজেদের মধ্যে মিটিং করে – ঠিক করে কখন কোথায় কতটা পানি ঢালবে! আর ডাকাডাকিটা হচ্ছে যেন কেউ ভুলে না যায় – ‘ভাই, ঠিক ডেকো, এবার আমাদের এলাকায় ঝড়াতে হবে!🤩
মেঘ বর্ষার দিনগুলো খুব পছন্দ করে। যেমন গাছপালা লতাপাতা তার প্রধান লক্ষ্য। পরিবেশের সঙ্গে ভালোবাসার মিল বন্ধন রেখে প্রয়োজন অনুযায়ী ডাকাডাকি করে। সবাইকে সচেতন করে দেয় আমি একটু পর জমিতে নেমে পড়বো।
ব্যাঙ এর বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি চলে তাই।
বর্ষার সময় মেঘ এই কারণে ডাকে সবাইকে সতর্ক করে দেয়। কারণ মেঘের ডাক শুনে সবাই সতর্ক হয়ে যায়। যাতে করে বাঁকা মানুষগুলো সিদা হয়ে যায়।