এবিবি ফান প্রশ্ন- ৬৩০ || বাস্তব জীবনের অভিনয় আর অভিনয় জগতের অভিনয়ের মধ্যে পার্থক্য কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাস্তব জীবনের অভিনয় আর অভিনয় জগতের অভিনয়ের মধ্যে পার্থক্য কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বাস্তব জীবনের অভিনয় শিখতে হয় না আর অভিনয় জগতের অভিনয় শিখতে হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অভিনয় জগতের অভিনয়:
ডায়লগ মুখস্থ করতে হয়, ক্যামেরা সামনে দাঁড়িয়ে কান্না-হাসি দিতে হয়, দর্শক হাততালি দেয় 😂।
বাস্তব জীবনের অভিনয়:
ডায়লগ মুখস্থ করতে হয় না, তবুও প্রতিদিনই আমি ভালো আছি বলে অভিনয় করতে হয়। আর দর্শক হাততালি না দিয়ে বলে ভালো থাকিস, আবার দেখা হবে🙂।
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
হুম, দারুণ বলেছেন ভাইয়া।
বাস্তব জীবনের অভিনয়ে দর্শক ফ্রি, কিন্তু সিনেমার অভিনয়ে দর্শক টিকেট কেটে আসে এবং এটাই হচ্ছে মূল পার্থক্য🤣🤣।
বাস্তব জীবনের অভিনয় হচ্ছে বাঁচার জন্য নাটক আর অভিনয় জগতের অভিনয় হচ্ছে নাটকের জন্য নাটক।
বাস্তবে বাথরুমে পড়ে গেলে অভিনয় করতে হয় – “কিছুই হয়নি, মজা করলাম!” 🤣
কিন্তু সিনেমায় গুলি খেয়েও হিরো বলে – “দেশ বাঁচবে… আগে নাচটা শেষ করি!” 😆🤣🤣।
এটা কিন্তু দারুণ বলেছেন।
সিনেমার অভিনয়ে সবাই কাঁদলে বলে “কি দারুণ পারফরম্যান্স।” আর বাস্তব জীবনে কাঁদলে বলে “এত ড্রামা করিস কেন রে?”এটাই পার্থক্য।🤓
বাস্তব জীবনের অভিনয়:এটি সাধারণত অপরিকল্পিত এবং স্বাভাবিক পরিস্থিতিতে ঘটে।
অভিনয় জীবনের অভিনয়:স্ক্রিপ্ট, নির্দেশনা এবং পুনরাবৃত্তির উপর ভিত্তি করে।
একজন মানুষকে দেখেই তো আর একজন মানুষ উপরে ওঠার চেষ্টা করে ঠিক বাস্তব জীবন আর অভিনয় জীবনের মত। মানুষের বাস্তবতাকে তুলে ধরা হয় অভিনয় জগতে অভিনয়ের মাধ্যমে আর বাস্তব জীবনে একজন আরেকজনের টা দেখে অভিনয় করে।
অভিনয় জগতে হয়তো বা কেউ মায়ের অভিনয় করে। আর বাস্তব জীবনে হয়তো সেই মা ই হইতে পারে নাই। আর অভিনয় এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্যই থাকে।
হ্যাঁ ঠিক বলেছেন আপনি ।
বাস্তব জীবনের অভিনয় আসে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি থেকে, যা স্বতঃস্ফূর্ত। অভিনয় জগতের অভিনয় হলো কৃত্রিমভাবে চরিত্রকে ফুটিয়ে তোলা।
বাস্তব জীবনে অভিনয় প্রয়োজন হয় টিকে থাকার জন্য ও সংগ্রাম করে বেঁচে থাকার জন্য। অভিনয় জগতে অভিনয় হয় দর্শককে বিনোদন দেওয়ার জন্য। তাই শেখার প্রয়োজন পড়ে।
বাস্তব জীবনে ভালো থাকার অভিনয়টা অভিনয়ের থেকে বেশি করতে হয়!
অভিনয়ে ফুটিয়ে তোলা বাস্তব জীবনের সারমর্ম কথা। মূলত অভিনয় জগতের কনসেপ্ট সেটা বাস্তব জীবন থেকেই নেয়া। কিন্তু বাস্তব জীবনে প্রতিনিয়ত অভিনয় করতে হয় আমাদের। ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি! এইতো 🙂