এবিবি ফান প্রশ্ন- ৬২১ | অন্যায়কারী কেন দোষ স্বীকার করে না?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অন্যায় কারী কেন দোষ স্বীকার করে না?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সে ভাবে সিসি ক্যামেরা নাই কে দেখেছে?
প্রমাণ না থাকলে দোষ কোথায়😄😁। মনে মনে ভাবে আত্মা বলছে, দোষ করেছিস, মুখ বলছে করি নি। তাই অন্যায় কারী দোষ স্বীকার করে না?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কথায় আছে--- "গায়ে দোষ মাখতে কে চায়"।তাই অন্যায়কারী অন্যায় করেও নিজের মাথাব্যাথার কারণগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে মাথার ভার কমাতে চায়।এইজন্য অন্যায়কারী দোষ স্বীকার করে না।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
একদম ঠিক বলেছেন আপু কেউ অন্যায় করে সেই দোষ গায়ে মাখতে চায় না। তাই তো দোষ স্বীকার করতেও চায় না।
হুম আপু।
অন্যায় কারীরা দোষ স্বীকার করে না কারণ তারা নিজের মর্যাদা, ক্ষমতা বা শাস্তি থেকে বাঁচতে চায় এবং নিজের ভুল মানতে অস্বীকার করে।
অন্যায়কারী ভাবে দোষ তার না,বরং দোষ হচ্ছে টাইমিং এর 😂😂। তাইতো অন্যায়কারী বলে, দোষ আমার না, টাইমিং এর দোষ 🤣🤣।
অনেক সময় অন্যায়কারী সত্য গোপন করে নিজের স্বার্থ, মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখার জন্য, যদিও ভিতরে ভিতরে সে জানে যে ভুল করেছে। তার জন্য অন্যায়কারী নিজের দোষ স্বীকার করে না।
দোষ স্বীকার করাও এক ধরনের অপরাধ “সত্য বলা” নামের অপরাধ!
আসলে অন্যায়কারী নিজের দোষ স্বীকার করে না। কোন চোর ধরা পড়লে বলে আমি চুরি করি নাই। আর অন্যায়কারী চেষ্টা করে নিজের অন্যায় অন্যজনের কাঁধে দোষ দিতে। কারণ বাঁচতে পারলে বাপের নাম।
অন্যায় কারী দোষ স্বীকার করে কি মরন ডেকে আনবে না কি...। অন্যায় কারী সবসময় চিন্তা করে কিভাবে নিজের দোষ অন্যের উপর চাপানো যায়,হে হে হে।😂😄
অন্যায়কারী অনেকটা ঘরের বউয়ের মত। তাই দোষ স্বীকার করার গুণ তাদের মধ্যে নাই। 😆
অন্যায়কারীর মানসিক গঠনই এ রকম যে, সে অন্যায় করেও অন্যায় স্বীকার করবে না। সব সময় চেস্টা করে অন্যের উপর দোষ চাপিয়ে দিতে।
নিজের সন্তান প্রতিবন্ধী হলেও কি কোনো মা বাবা তার সন্তানকে প্রতিবন্ধী বলে ভাই? সর্বদা তার সন্তানকে অন্য সন্তানদের থেকে বেটার বলে থাকে। ঠিক তেমনি কেউ দোষ করেও নিজেকে দোষী বলবে না, সর্বদাই নিজেকে নির্দোষ এবং সঠিক বলে দাবি করবে,এটাই স্বাভাবিক।
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া কেউ নিজের দোষ বলতে চায় না। দোষ করে সবাই অস্বীকার করে।